ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্র ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশা’আল্লাহ। বদরের প্রান্তরে রাসূল (সা:) বিপুল সংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো, কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা এবং জুলাই ২৪ অভূথানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন আরমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মোজাম্মেল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমান, মাস্টার রিদওয়ানুল হক, আবদুল হাকিম, আবদুল আজিজ, মেম্বার আবদুল আওয়াল, মাওলানা সিরাজুল হক, মাওলানা এনামুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ ইব্রাহিম।

এসময় অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, মাওলানা রেজাউল করিম আরমান, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, হাজী আবদুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা রহমতুচ্ছালাম, মাওলানা মোফাজ্জল আহমদ, হাফেজ নুরুল আবছার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ছৈয়দ হোছাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবদুর রহমান বলেন, বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিন জীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।

পরে ঐতিহাসিক বদর দিবস, জুলাই বিপ্লবে শহীদ, আহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা।
সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

চকরিয়া টাইমস : 

জাতীয় নাগরিক কমিটি চকরিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, সম্প্রীতির সুন্দর চকরিয়া গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। এ জন্য প্রয়োজন পারস্পারিক সৌহার্দপূর্ণ আচরণ। মাহে রমযান আমাদেরকে দৈনন্দিন জীবনে সেই সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করার শিক্ষা দেয়।

মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া পৌরসভা বাংলাদেশ গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দীন খালেদ।

বিশেষ অতিথি ছিলেন পালাকাটা দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি এহসানুল হক নঈমী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আযম ও চকরিয়া শাহ জোহাদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মুফতি মহিউদ্দিন।

গাউছিয়া কমিটি বাংলাদেশ চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নোমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানা প্রতিনিধি খাইরুল হাসান, জয়নব শাকিল সানি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ হেদায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান ও জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

এসময় মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চকরিয়ায় জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক মাস্টার গোলাম কাদেরের জানাযা সম্পন্ন

চকরিয়ায় জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক মাস্টার গোলাম কাদেরের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক করাইয়াঘোনা নিবাসী চকরিয়া উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক প্রবীণ শিক্ষক মাস্টার গোলাম কাদেরের তিন দফা নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল দশটায় চকরিয়া পৌরসভার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের বড়ভাইয়ের নাতি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। 

প্রভাষক মাহফুজুল করিমের সঞ্চালনায় জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মরহুমের ভাতিজা মাওলানা ফজলুল কাদের ও মরহুমের একমাত্র ছেলে মাস্টার নুরুল মোমেন। 

এরআগে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মাস্টার গোলাম কাদেরের শিক্ষকতা জীবনের দীর্ঘ ৪০বছর কাটিয়ে দেয়া এলাকা হারবাং হাইস্কুল মাঠে। পরে নিজগ্রাম করাইয়াঘোনা জামে মসজিদে সর্বশেষ নামাযে জানাযা শেষে; পরিবার সংশ্লিষ্ট কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযায় ৯নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর মুহাম্মদ এহেসানুল হক, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মোহাম্মদ আতিকুর রহমানসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গোলাম কাদের বার্ধক্যজনিত কারণে সোমবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক। 

জামায়াতের ইসলামী একনিষ্ঠ শুভাকাংখি মাস্টার গোলাম কাদেরের সহধর্মীনি, এক মেয়ে ও পুত্রবধু সাংগঠনিক শপথের (রুকন) কর্মী। 

এদিকে প্রবীণ শিক্ষাবিদ মাস্টার গোলাম কাদেরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ। মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন। ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । তিনি আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং  শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ( ১৮ মার্চ) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক ও উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের। 

ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : হেদায়েত উল্লাহ

ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : হেদায়েত উল্লাহ

চকরিয়ার ৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল 

চকরিয়া টাইমস: চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় ক্যামব্রিয়ান স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

তিনি ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বলেন- মহান আল্লাহ তা’আলা রহমত, মাগফিরাত ও নাযাতের মাস মাহে রমযান আমরা মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন বলে পবিত্র কুরআনে স্পষ্ট করেছেন। যাতে করে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারি। 

পানাহার থেকে শুরু করে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারে অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করার অর্থই হচ্ছে ‘তাকওয়া’। মাহে রমযান আমাদেরকে সেই তাকওয়াপূর্ণ জীবন গঠনের শিক্ষা দেয়। তিনি- ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনাসহ সকল ক্ষেত্রে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জননেতা মো. আরিফুল কবির। অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. শওকত আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ নূরী ও ছাত্রনেতা নুরুল ইসলাম। 

এসময় চকরিয়া পৌরসভার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, ৮নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর সৈয়দ আলম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।

এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:


চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে উত্তর জোনের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় স্টেশনপাড়া জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা ছৈয়দ আলমের সভাপতিত্বে ও জামায়াত নেতা আরিফুল হুদা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম।

এসময় জামায়াত নেতা আমিরুল ইসলাম, মকসুদ আহমদসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মিউনিসিপ্যাল স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুন্দর সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এ সংগঠন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সবধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য মানবতার সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সোনার মানুষগুলোই কেবল মানবতার কল্যাণ সাধন করতে পারে। 

তিনি তিনদশক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জনে নিজেদের জীবনকে এর আলোকে পরিচালনা করার আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার। 

অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়াল। 

এসময় সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুকসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।