গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়ায় ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ওয়ার্ড আমীর মাওলানা সৈয়দ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, নিপীড়িত গরীব দুঃখী কৃষক মেহনতিসহ গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজকে ইসলামী অনুশাসনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার ডাক দিয়েছে। এই আহ্বানকে বাস্তবায়ন করতে মানবতার মুক্তি আন্দোলনে নিজেকে শামিল করার মাধ্যমে আমাদেরকে মাঠে ময়দানে দুর্বার গতিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস.এম আলী জিন্নাহ, জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন নূরী, মকছুদ আহমদ ও ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী।

এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, আমিরুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান কুতুবী, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা শাকের উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. রেজাউল করিম, জামায়াত নেতা  নূরে ইলাহী বিন আজাদ, জিয়াউল হক, মাওলানা নুরুল মোস্তফা, মুহাম্মদ ইব্রাহিম, আরিফুল হুদা সজল প্রমুখ নেতৃবৃন্দ। 

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এহসানুল হকসহ জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহরিয়ার মাহমুদ, চকরিয়া প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। 

মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সাঈদ ও উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন ও মাওলানা গিয়াস উদ্দিনসহ সনাতন ধর্মের অনুসারী এবং জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা হত্যার মাধ্যমে দেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। সৎ নেতৃত্বের অভাবে দেশে বার বার দুর্নীতির রেকর্ড করেছিল। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে, আবার যেন সেই স্বৈরাচার যাতে ভিন্ন রুপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।

বৃত্তি পরীক্ষায় স্বর্ণপদকসহ চকরিয়া মাদরাসাতুস সাহাবাহ'র সাফল্য

বৃত্তি পরীক্ষায় স্বর্ণপদকসহ চকরিয়া মাদরাসাতুস সাহাবাহ'র সাফল্য

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সাহাবা চকরিয়ার শিক্ষার্থীরা বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করছে। 

বৃত্তি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে একজন স্বর্ণপদকসহ বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে ২২জন বৃত্তি লাভ করে। তৎমধ্যে স্বর্ণপদক শিক্ষার্থী হলেন জাফরিন আলম রাইসা। সে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বাটাখালী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোছাম্মৎ মুন্নি আক্তার দম্পতির কন্যা। অভাবনীয় এ সাফল্য মাদরসার শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা সন্তুষ্ট। 

এদিকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বেগম রোকেয়ার বৃত্তির ফলাফলে কৃতিত্বের সাথে উত্তির্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসার পক্ষে সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ও শিক্ষার্থীদের তত্বাবধানকারী সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম। একইসাথে অভিভাবকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সাফল্যের ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে দোয়া কামনা করেছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

সাংবাদিক রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাংবাদিক রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো : 


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র  সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন।

দোয়া মাহফিলে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান সভাপতিত্বে বিএফইউজে’র  সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, কে এম জিয়াউস সাদাত, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নাজমুল হক পাপ্পু, মাশরুর মোর্শেদ, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, এস এ মুকুল, এমরান হোসেন, মোসলেহ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রোববার রাত পৌণে তিনটায় বিএফইউজের সভাপতিক রুহুল আমিন গাজীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেননি তার পরিবার। ফ্লাই করার অনুমতি না পেয়ে তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে আবারও ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ সংকটাপন্ন। তিনি আপনজনদের যেমন চিনতে পারছেন না তেমনি কথাও বলতে পারছেন না। শ্বাসকষ্টও একটু বেশি মনে হয়েছে। তারপরও মহান আল্লাহ সবকিছুই পারেন। তিনি রুহুল আমিন গাজীকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এই দোয়া সবাই করবেন। তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রা্প্ত অধ্যক্ষ নূসরাত জাহানসহ উপস্থিত অতিথি শিক্ষকগণ।

চকরিয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি

চকরিয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি

মোঃ আরফাত সানি চকরিয়া :

চকরিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত কক্সবাজার উত্তর জেলার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) বিশাল নূরানী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌরসভা মগবাজার হতে চকরিয়া মহাসড়ক পুরাতন বাসটার্মিনাল প্রদক্ষিণ করে মগবাজার এসে সমাপ্ত হয়।

মাওলানা এইচ.এম রবিউল হাসান আলকাদেরীর সঞ্চালনায় ও আয়োজন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিতি ছিলেন পবিত্র জশনে জুলুস উৎযাপন পরিষদের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, নুরুল হোসাইন  সওদাগর, আলহাজ্ব ওসমান সওদাগর, সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ শুয়াইবুল ইসলাম নূরী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা মুহাম্মদ জিয়াউল কাদের, মাওলানা মুহাম্মদ মেহেদী হাসান, শাহাজাদা আবুল হাশেম শাহ, শায়ের  ওসমান গনী, এইচ এম সুলতান আমিন, হাফেজ আনিস, মাওলানা সাদেক বদরী মাওলানা সালাহউদ্দীন আবেদী প্রমুখ। 

এসময় বিভিন্ন  ইউনিয়ন থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামীফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক যুব ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নেতারা উপস্থিত ছিলেন।

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে চলমান ভারীবর্ষণে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় নদীগর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি হিসেবে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। 

পৌর ছাত্রদলের সার্বিক প্রচেষ্টায় ত্রাণবিতরকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক সায়মুন ইসলাম জামসেদসহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা অলিউল্লাহ নাজেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, জামায়াত নেতা আরিফুল ইসলাম ও কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাস্টার মুহাম্মদ জুনাইদ। 

এসময় বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা রিয়ানুল হক রিয়ান, হারুনুর রশিদ টিপু, জামায়াত নেতা মাহমুদুল করিম, এমইউপি মো. ইলিয়াছ সাঈদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

শফিউল করিম সবুজ, চকরিয়া : 

দুইদিনের অতিভারী বর্ষনে মাতামুহুরি নদীর পার্শ্ববর্তী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় ১৬-১৮টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

এছাড়া চকরিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশির ক্ষতির সম্মুখীন হয়েছে পৌরসভার কোচপাড়া এলাকার বাসিন্দারা। 

তারা জানান গত দুই দিনের ভারী বর্ষনে ভাঙ্গন শুরু হয় শুক্রবার বেলা আড়াইটার দিকে পরিপূর্ণভাবে নদীগর্ভে বিলিন হয়ে যায় এতে প্রত্যেক বাড়ির গরুছাগল, টিউবওয়েল, দালানঘরসহ গুরুত্বপূর্ণ সম্পদ বিলিন হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি এখন নদীগর্ভে বিলিন গেছে। আমাদের মাথা গোজার আর ঠাঁই নেই। এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্তরা।

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়ার বাঁশঘাটা নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙন পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার  মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

এসময় কাউন্সিলর বেলাল উদ্দিন, ছাত্রপ্রতিনিধি এম.এইচ জিহান, শামসুল আলম সাঈদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।