সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

চকরিয়া টাইমস : 

দেশের ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সালের “শিল্পী ও অভিভাবক সমাবেশ” ৫ই জুলাই রাজধানীর একটি অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। ১৯৭৮ সাল থেকে সুস্থ সংস্কৃতি উপহার দিয়ে আসা এই সংগঠন তাদের শিল্পী, অভিভাবক, সাবেক দায়িত্বশীল, সাবেক পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সাইমুমের সাবেক পরিচালক মাওলানা তারিক মুনাওয়ার। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আকতার এবং কবি মতিউর রহমান মল্লিকের সহধর্মিণী সাবিনা মল্লিক।
অনুষ্ঠানে প্রবীণ শিল্পী আবুল হোসাইন মাহমুদসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। সাবেক পরিচালক আকরাম মুজাহিদ, শরীফ বায়েজিদ মাহমুদ, আমিনুল ইসলাম, মুস্তাগিছুর রহমান মুস্তাক, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফি, হুসনে মোবারক, এবিএম নোমান, আবু রায়হান, আব্দুল্লাহ আল নোমান এবং আতিক তাশরীফও অনুষ্ঠানে যোগ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, বিশিষ্ট কবি আবু তাহের বেলাল, বিশিষ্ট ছড়াকার কবি নাঈম আল ইসলাম মাহিন, সুরকার ও শিল্পী গোলাম মওলা, বিশিষ্ট কাওয়ালী শিল্পী হাসিনুর রব মানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব মুকুল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহসান হাবিব খান, সাইমুমের তত্ত্বাবধায়ক সাদেক আব্দুল্লাহ ও এ. আর. আজাদ এবং শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, দিদারুল ইসলাম, মারুফ আল্লামসহ সাইমুমের জনপ্রিয় শিল্পীরা। সেই সাথে ঢাকাস্থ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর ইসলামি সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। অভিভাবকরা তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২০২৪ সেশনের বাকি সময়ের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ বিভিন্ন বক্তারা সাইমুমের অবদান তুলে ধরেন এবং আগামীর পথচলায় সাইমুমকে দিকনির্দেশনা প্রদান করেন। সাবেক বিভিন্ন দায়িত্বশীলরাও তাদের বক্তব্য প্রদান করেন।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিদায়ী বিভিন্ন শিল্পী ও দায়িত্বশীলদের আজীবন সম্মাননা প্রদান করা হয় এবং অভ্যন্তরীন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইমুমের বর্তমান সহকারী পরিচালক শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন এবং পরিচালনা করেন বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।
চকরিয়া জমজম হাসপাতালে ইঞ্জিনিয়ার নূর হোসেন চেয়ারম্যান ও গোলাম কবির পুনরায় এমডি নির্বাচিত

চকরিয়া জমজম হাসপাতালে ইঞ্জিনিয়ার নূর হোসেন চেয়ারম্যান ও গোলাম কবির পুনরায় এমডি নির্বাচিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া উপজেলার সর্ববৃহৎ প্রথম বেসরকারি উন্নত ও অন্যতম প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল পরিচালনায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকালে জমজম হাসপাতাল পিএলসি বোর্ড অব ডিরেক্টরস এর সভায় ইঞ্জিনিয়ার মো. নূর হোসেনকে চেয়ারম্যান (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী) এবং হাসপাতালের বর্তমান এমডি মো. গোলাম কবিরকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়। 

জানা গেছে, গত ২৫জুন’২৪ইং জমজম হাসপাতাল পিএলসি এর ১ম বোর্ড সভা অধ্যাপক এনামুল হক মঞ্জুর সভাপতিত্বে হাসপাতালের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় ডাঃ মো. কামাল হোছাইন, এজিএম কামরুল ইসলাম, এডভোকেট ওসমান আলী, মো. সিরাজুল ইসলাম, জি.এম. রুকন উদ্দীন, মাওলানা আব্দুল করিম, জাকারিয়া মো. শাহাব উদ্দিন, এহছানুল আনোয়ার, মো. গোলাম কবিরসহ ১০ জন পরিচালক উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে পরিচালক জি.এম রুকন উদ্দীন, ডাঃ মো. কামাল হোছাইন, মো. সিরাজুল ইসলাম ও মো. গোলাম কবির বক্তব্য রাখেন। সভায় পরিচালকরা হাসপাতালের আয়-ব্যয়, বিগত বছরের উন্নয়ন-অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা পর্যালোচনা করে জমজম হাসপাতালকে এতদাঞ্চলে চিকিৎসা সেবার আলোক বর্তিকা হিসাবে বিনির্মাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার সভাপতি বলেন, শীঘ্রই ৫ম তলার কাজ সম্পন্ন করে নার্সিং কলেজ প্রতিষ্ঠা এবং হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আধুনিকায়ন করা হবে। হাসপাতালে সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্টাফদের ধারাবাহিক প্রশিক্ষণ ও আরো দক্ষ স্টাফ নিয়োগ দেওয়া হবে। 

অনুষ্ঠিত সভায় পরিচালক মো. সিরাজুল ইসলাম ও জাকারিয়া মো. শাহাব উদ্দিনের প্রস্তাবে সার্বিক বিষয় বিবেচনা করে ৪ সদস্য বিশিষ্ট একটি সমঝোতা কমিটি গঠন করা হয় । উক্ত সমঝোতা কমিটির প্রস্তাব অনুযায়ী শনিবার ৬জুলাই’২৪ ইং হাসপাতালের অফিস কক্ষে মুলতবী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত মুলতবী বোর্ড সভায় সকল পরিচালক সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মো. নূর হোসেনকে চেয়ারম্যান ও মো. গোলাম কবিরকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়। সংঘবিধি অনুযায়ী উপরোক্ত কর্মকর্তারা হাসপাতালের দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য যে, মেয়াদ শেষে গত ১৮ মে২৪ইং সংঘ বিধি অনুযায়ী ৩ জন পরিচালকের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মো. গোলাম কবির সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হন। 

প্রসঙ্গত; মো. গোলাম কবির জমজম হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিভিন্ন সময়ে পরিচালক প্রশাসন, পরিচালক উন্নয়ন, ডিএমডি এবং ২০১৪ সাল থেকে হাসপাতালে এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন। সংঘ বিধি অনুযায়ী জমজম হাসপাতালের নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রবালের এক দশক পূর্তি উদযাপন

প্রবালের এক দশক পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ও কক্সবাজার জেলার বৃহত্তর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রবাল শিল্পী গোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান চকরিয়া পৌরশহরের অভিজাত কনভেনশন হল সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৫জুলাই) প্রবালের পরিচালক শিল্পী মো. আবদুল গফুরের সভাপতিত্ব ও সহকারী পরিচালক মো. ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক আহমেদ তাউফিক। 

এতে বিশেষ অতিথি দেশের সুপরিচিত সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মো. ইকবাল হাসান, প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মুসা ইবনে হোসাইন বিপ্লব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী প্রফেসর মো. শওকত আলী। 

এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও ছড়াকার কবি সাদ্দাম হোসেন, নিসর্গ সাংস্কৃতিক সংসদের পরিচালক হাফেজ মুহাম্মদ জুনাইদ, চকরিয়া মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী এম আই মুকুল, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মোহাম্মদ আরফান, দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি আরফাত হোসেনসহ প্রবালের একঝাঁক শিশু-কিশোর শিল্পী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক-অভিভাবিকা ও বিভিন্ন শ্রেণির পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অতিথিদের আলোচনা শেষে প্রবালের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠী ২০১৪ সালের ৩০জুন প্রতিষ্ঠা করা হয়।

রাঙ্গামাটি লংদুতে বজ্রপাতে নিহত পাঁচ পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে অর্থ সহায়তা

রাঙ্গামাটি লংদুতে বজ্রপাতে নিহত পাঁচ পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে অর্থ সহায়তা

বার্তা পরিবেশক : 

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম এলাকা লংগদু উপজেলাধীন ভাসান্যাদম ও করল্যাছড়িতে বজ্রপাতে মারা যাওয়া ৫জনের পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মানবিক নেতা ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯জুন) জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে প্রতি পরিবারের স্বজনদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল আলীম। এসময় জেলা সহকারী সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি এডভোকেট হারুনুর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা এ.এল.এম সিরাজুল ইসলাম, জামায়াত নেতা খন্দকার মতিউর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪জুন) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষকগণ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছন।
শাহারবিলের মাস্টার আহমদ হোসাইনের ইন্তিকাল : বাদে আসর জানাযা

শাহারবিলের মাস্টার আহমদ হোসাইনের ইন্তিকাল : বাদে আসর জানাযা

চকরিয়া টাইমস :

চকরিয়ার শাহারবিল মাইজঘোনা নিবাসী বাটাখালী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাস্টার আহমদ হোসাইন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার (২৫জুন) সকাল পৌঁনে ৯টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে পাঁচটায় আসরের নামাযের পর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাস্টার আহমদ হোসাইন চকরিয়া সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজঘোনা নিবাসী মরহুম মোহাম্মদ বকসুর ৬ষ্ঠ ছেলে এবং চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোক্তার আহমদের ছোট ভাই।
মাওলানা নুরুল আলমের ইন্তিকাল : জানাযা বিকাল সাড়ে পাঁচটায়

মাওলানা নুরুল আলমের ইন্তিকাল : জানাযা বিকাল সাড়ে পাঁচটায়

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা নিবাসী মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিনামারা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আলম (৮০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২৫জুন) দিবাগত রাত সোয়া দুইটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা নুরুল আলম বর্ণাঢ্য সংসার জীবনে ৫ ছেলে ২ মেয়ে সন্তানের জনক।

পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, তার পিতা মাওলানা নুরুল আলমের নামাযে জানাযা আজ মঙ্গলবার (২৫জুন) বিকাল সাড়ে পাঁচটায় তথা আসরের নামাযের পর বিনামারা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চকরিয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।

রোববার (২৩জুন) বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ছাত্রনেতা বাপ্পির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব, উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল, পৌরসভা ছাত্রলীগ নেতা ইবনুল জাওয়াদ,সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ শাওন, পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হাবীব, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় গেইটে ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বাপ্পি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার বড়ভাই মিশকাত উদ্দিন বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার জমা দিয়েছে বলে সূত্রে জানা গেছে। 

চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া থানার সাবেক সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার 

(২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।   

চৌকস পুলিশ কর্মকর্তা ওসি রনজিত বড়ুয়া কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানা, কক্সবাজার মডেল থানা, চকরিয়া থানা, ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এপিবিএন ঢাকাসহ সর্বশেষ ঢাকা গোয়েন্দা বিভাগে ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখিত সংশ্লিষ্ট স্টেশনগুলোতে দায়িত্বশীল অভিযানে প্রশংসার সহিত দৃশ্যমান সফলতাও লাভ করেন।

এদিকে চকরিয়া থানার সাবেক সফল ওসি রনজিত কুমার বড়ুয়া সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় চকরিয়া উপজেলার বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এসব শুভেচ্ছা বার্তায় পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়ার কর্মময় জীবনের সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানান আনুষ্ঠানিকতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৩জুন) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলমের নেতৃত্বে সিস্টেম কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়। 

এতে উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।