চকরিয়ায় বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে সেমিনার

চকরিয়ায় বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে সেমিনার

চকরিয়া টাইমস:

চকরিয়ায় বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে সম্পূর্ণ আরবি ভাষায় এক সেমিনার চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) চকরিয়া আদর্শ শিক্ষক কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাতারবাড়ী মজিদিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা এরশাদ উল্লাহ।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চকরিয়া সোসাইটি শাহী মসজিদের প্রধান মুয়াজ্জিন হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
সংগঠনের সেক্রেটারি আমজাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল লতিফের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা মাওলানা এনয়ামুল হক।
সেমিনারে আরবি ভাষার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মাস্টার রিদুয়ানুল ইসলাম, প্রভাষক মাওলানা মোরশেদ আলম, মাওলানা রুহুল আমিন আনসারী, মাওলানা কামাল উদ্দিন ও চকরিয়া গ্রামার স্কুলের হেড মাওলানা ইয়াসিন আকবর ইমরান।
এসময় চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম, মাস্টার এহসানুল হক, মুহাম্মদ শরিফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের সফলতা এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন।
চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :

“থাকবো ভাল- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে ও সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির ইসহাকের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দুবাই উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা

এসময় চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সহ সভাপতি আক্তার আহমেদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজমান শাখার সাংগঠানিক সম্পাদক এস এম বাবু, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বৃহত্তর উত্তর দুবাই শাখার আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন (মুন্না), ফুজিরা শাখা সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, আজমান শাখার জাহেদ, আসিফ, করিম, সদস্য নুরুল আবচারসহ প্রবাসী ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্য, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে চকরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে চকরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধা ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় চকরিয়া পৌরশহরের চিরিংগা মাস্টারপাড়া বায়তুল মাওয়া জামে মসজিদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা ছাত্রপ্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সাধারণ সম্পাদক জয়নব শাকিল সানির সঞ্চালনায় দোয়া ও মোনাজাত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার অন্যতম সম্মুখ যোদ্ধা ছাত্রপ্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সভাপতি খাইরুল ইসলাম ইমরুল।
পরে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধা ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ বেলাল উদ্দীন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি জিল্লুর রহমান ফয়সাল, শাহেদুল ইসলাম, মোঃ হাসান, রিদয়, আসিফ, সাকিব, সাজ্জাদ, তাসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার রাজাখালী এয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রাত্যহিক সমাবেশ, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, দলীয় সঙ্গীত ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম উদ্দিন ও ইমরানুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আবু জাফর এম,এ।
অন্যান্যদের মধ্যে ছিলেন রাজাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শওকত আলম, সাবেক অভিভাবক সদস্য আবদুল মান্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াবুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, নুরুল আলম নুরী, মিনহাজ উদ্দিন, কৃষকদলের সভাপতি মো: আমিন উল্লাহ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন আরিয়ান, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাইদুর রহমান রোমান, ছাত্রদলের আহবায়ক আনছার উল্লাহ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী লুৎফর রহমান কাজল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
হোয়াইক্যংয়ে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

হোয়াইক্যংয়ে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আন্তঃউপশাখা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা মঙ্গলবার (১৭ডিসেম্বর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩নং ওয়ার্ড উনছিপ্রাং শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১নং ওয়ার্ড কাটাখালি শাখা।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

এসময় ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়ালসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
চকরিয়ায় জামায়াতের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় দিবসের র‌্যালী

চকরিয়ায় জামায়াতের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় দিবসের র‌্যালী

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরশহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে ৫৪তম বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বিশাল বিজয় র‌্যালী বের করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর ব্যানারে অনুষ্ঠিত র‌্যালীটি পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বর শুরু হয়।
র‌্যালীর অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী পদপ্রার্থী মো. আরিফুল কবির।

বর্ণাঢ্য এ র‌্যালী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ প্রশাসনিক প্রধানসড়ক প্রদক্ষিণ করে মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে সমাবেশে মিলিত হয়।
চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখার সভাপতি ইব্রাহিম ছিদ্দিক ফারুক।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনি, মাওলানা জামাল হোসাইন নূরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, মানব সম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিম, শ্রমিক নেতা শওকত আলম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আজাদসহ কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশাল বিজয় র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগস্টের পরেও এখনও বৈষম্য নিয়ে কথা বলতে হয় । এসময় বক্তারা সিংড়িঘেরে দখলবাজী, সড়কে চাঁদাবাজিসহ সকল অপকর্মের তীব্র প্রতিবাদ জানান। প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হুঁশিয়ারি উচ্চারণ করে বৈষম্যমূলক আচরণ থেকে সরে আসার আহবান জানান। এ ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নিরপেক্ষ আচরণ করার আহবান জানান।
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪। সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের পরপরই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠনিক কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা প্রশাসন চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে দিনব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) মো. রকিব উর-রাজা, চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, উপজেলা সমবায় মো. রমিজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. নাসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আজিম, উপজলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন আরফাত প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আ'লীগ-জাপার সাথে কোনো সমঝোতা মানা হবেনা : কক্সবাজারে রাশেদ খাঁন

আ'লীগ-জাপার সাথে কোনো সমঝোতা মানা হবেনা : কক্সবাজারে রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: 

গণঅধিকার পরিষদের মহাসচিব মোহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, 'শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সাথে কোন সমঝোতা মানা হবেনা। 

তিনি বলেন, 'কক্সবাজার হবে শান্তির শহর, এখানে আর কোন ইয়াবা বদির জন্ম হবেনা। ইয়াবা বদির কাছ থেকে মাদক ব্যবসার ৫০% কমিশন পেতেন ওবায়দুল কাদের। আগামী এক মাসের মধ্যে কক্সবাজারকে মাদকমুক্ত ঘোষণা করার আহ্বানও জানান তিনি। এজন্য কক্সবাজারের ডিসি-এসপিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।' 

শেখ পরিবার ও আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেফতার না করার রহস্য জানতে চেয়ে রাশেদ খান বলেন, 'আ.লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের দোসরদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।'

গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় রাশেদ খাঁন এইসব কথা বলেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভাটির আয়োজন করে গণঅধিকার পরিষদ, কক্সবাজার জেলা। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন আরও বলেন, 'আগামী এক মাসের মধ্যে কক্সবাজারকে মাদকমুক্ত জেলা হিসেসে ঘোষণা করতে হবে। কক্সবাজারের মানুষ আমার কাছে অভিযোগ করেছে, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই। ডিসি-এসপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে পারছে না। এখনো আ.লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যারা এখানে গুম খুনের নির্দেশদাতা, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে গ্রেফতার করা হচ্ছে না।'

রাশেদ খান বলেন, 'এই কক্সবাজারে ওসি প্রদীপের তাণ্ডব আমরা দেখেছি। দুইশ'র অধিক মানুষকে সে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। কিন্তু কাদের নির্দেশে তিনি হত্যা করলেন? তাদেরকে কি বিচারের আওতায় আনা হয়েছে? এখানে মেজর সিনহা হত্যার শিকার হয়েছে। তখন কোন গণমাধ্যম নিউজ করেনি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছি। এরপর আলোচনায় আসে, ওসি প্রদীপ আটক হয়। 

তিনি বলেন, 'মিয়ানমার থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে ইয়াবা আসে। এতে বিজিবির হাত থাকার অভিযোগ আছে। টেকনাফ সীমান্তে সিসি ক্যামেরা বসাতে না পারলে এগুলো ধরা যাবেনা। আমরা চাইনা টেকনাফে আর কোন বদির জন্ম হোক। বদির সাম্রাজ্য ভেঙেচুরে খানখান করতে হবে।' 

রাশেদ বলেন, 'আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। এখনো শেখ পরিবার ও আওয়ামী হাইকমান্ডের কেউ গ্রেফতার হয়নি। তার মানে কি এখানে কোন সমঝোতা হয়েছে? আমরা গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সাথে কোন সমঝোতা মানবো না। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেনা। অবশ্যই তাদের নিষিদ্ধ করতে হবে। জাপাকে ১৯৯১ সালে সুযোগ দেওয়ার খেসারত আজও দিতে হচ্ছে। আ.লীগকে এবার সুযোগ দিয়ে এই খেসারত আর দিতে চাইনা।'

তিনি আরও বলেন, 'এই কক্সবাজারের মানুষ অত্যন্ত সহজ-সরল। এখানে মহান আল্লাহর রহমত রয়েছে। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এই কক্সবাজার। এইদ জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে। আর কোন গুম-খুন এখানে হতে দেওয়া যাবেনা।' 
গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলা আহবায়ক মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডলি, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) লোকমান হোসাইন, কেন্দ্রীয় পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুল কাদের প্রাইম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ্যাড.মোঃ নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ শাহ্ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক ডাক্তার ইমদাদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক রোরহান উদ্দিন, কক্সবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফকরুল আলম প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলা সদস্য সচিব মোরশেদ আলী। 

পরে বিকেল চারটার দিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ কক্সবাজার জেলা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলালের সভাপতিত্বে এতে রাশেদ খাঁন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ : মাওলানা আবদুল হালিম

আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ : মাওলানা আবদুল হালিম

চাঁদপুরের হাইমচর উপজেলার কর্মী সম্মেলন

চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আপোষ করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা আদর্শের ভিত্তিতে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ।"
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান প্রমুখ।
মাওলানা আবদুল হালিম বলেন, "চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবেনা। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।"
তিনি বলেন, "জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সকলকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বানী পৌঁছে দিতে হবে।"
প্রধান অতিথি বলেন, "দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসতেছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কন্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশি আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারি দল ছাড়া সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।"
কক্সবাজারে হ্নীলার তিন রত্ন সংবর্ধিত

কক্সবাজারে হ্নীলার তিন রত্ন সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক :

সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলার তিন মেধাবী রত্নকে জমকালো সংবর্ধনা দিয়েছে কক্সবাজারস্থ হ্নীলা ফোরাম। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের হোটেল মিশুকের কনফারেন্স হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত (সহকারী জজ) পলিনা আকতার স্মৃতি ও জয়নাল আবেদীন আল মারুফ ও ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে নুরুল মোস্তফা বিন বশিরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজক কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক ছৈয়দ আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান মাদানী ও রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক মাওলানা শফিকুর রহমান।
বক্তব্য রাখেন-হ্নীলার কৃতি সন্তান খুরুশকুল গাজীর ডেইল দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইসমাঈল, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহসান উদ্দিন, সহকারী অধ্যাপক ওমর ফারুক, জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার হার্ভাড কলেজের প্রভাষক সিরাজুল কবির, উন্নয়ন কর্মী মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসবক এডভোকেট মীর জাহাঙ্গীর আলম, অভিভাবক আনোয়ার পারভেজ, বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল আমিন, ব্যবসায়ী হারুনুর রশীদ, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট নুরুল কবির, শিক্ষক ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম মাহাদী, আব্দুর রহমান হাশেমী, আতিকুর রহমান, অনিক, মুহাম্মদ শাহজাহান, নুরুল আলম, রফিক উল্লাহ।
অনুষ্ঠানে সহকারী জজ মাদারীপুর জেলায় কর্মরত পলিনা আকতার স্মৃতি ও সিলেট মৌলভীবাজার জেলায় কর্মরত জয়নাল আবেদীন আল মারুফ, বিসিএস শিক্ষা ক্যাডার কক্সবাজার সরকারী মহিলা কলেজে কর্মরত নুরুল মোস্তফা বিন বশির তাঁদের অভিভাবকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। উপহার হিসেবে সংবর্ধিত তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরো দেশে এই তিন মেধাবী রত্ন আলো ছড়িয়েছে। টেকনাফের হ্নীলা থেকে গড়ে উঠা সহজ বিষয় ছিল না। তাদের অদম্য পড়াশুনা আর পরিশ্রম আজ সফলতা এনে দিয়েছে। মাদক আর রোহিঙ্গা তকমা থেকে ফিরে আসতে তারা উদাহরণ ও ভূমিকা রাখবে।
সীমান্ত শহরে মেধা, মনন ও যোগ্যতায় টপকিয়ে মাদকের তকমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে টেকনাফ। এই আয়োজন পরবর্তী প্রজন্মকে সঠিক ট্র‍্যাকে রাখতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।