বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ¦ মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। তাই জাতির যে কোন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আজকের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  

জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান, জেলা উপদেষ্টা এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জাহিদুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক ও উপদেষ্টা জাকির হোসাইন। 

এসময় শ্রমিক কল্যাণের জেলা সহ-সভাপতি সাইদুল আলম, শহিদুল মোস্তফা চৌধুরী, আমিনুল ইসলাম হাসান, শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক নেতা মো. শাহজাহান, মো. শাহজাহান ও জসিম উদ্দিন।


প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক চকরিয়ায় প্রবাসী সোসাইটির সেমিনার

প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক চকরিয়ায় প্রবাসী সোসাইটির সেমিনার

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া প্রবাসী সোসাইটির উদ্যোগে প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক সচেতনতামূলক বিশেষ সেমিনার বৃহস্পতিবার (৫ডিসেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া প্রবাসী সোসাইটির সভাপতি হুমায়ুন কবির ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার সহ-ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, প্রবাসী ফোরামের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান ও ছাবের আহমদ। এসময় প্রবাসী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

“শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‌্যালি পরবর্তী চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়নতনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে ও এনজিও সংস্থা সার্ভ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ ও চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকছুদুল আলম মুহিত। 

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে বেশকিছু সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এসময় ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের পক্ষ থেকে তিনি নিজেকে সবসময় প্রতিবন্ধীদের অভিভাবক হয়ে পাশে থাকার ঘোষণা দেন।

দেশের জনগণ দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা ছেড়ে দিবেনা : হামিদুর রহমান আযাদ

দেশের জনগণ দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা ছেড়ে দিবেনা : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বৈষম্যহীন কাংখিত বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণ আর কখনও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা। জনগণের সরকার গঠনের মাধ্যমে প্রত্যেক হত্যাকান্ডের বিচার করা হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে বাংলাদেশেকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করেছে তারা জাতির বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজীবন সম্মানের সাথে স্মরনীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ৫৩ বছর অতিবাহিত হওয়ার পরও সাম্য, সমতার সুফল পায়নি জনগণ। সংবিধানে বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান, অথচ নিরাপদে কেউ বসবাস করতে পারেনি, ব্যবসা বানিজ্য করেতে পারেনি, আইন করে একটি পরিবারের জন্য প্রটোকল দেওয়া হয়েছে নির্লজ্জভাবে,রাস্তা ঘাট,ইজারাদার দখল,হাট বাজার দখল,ভুমি অধিক গ্রহণের টাকা লুটপাট, এসব অপমান আ'লীগের নেতাকর্মীদের জন্য হয়েছে। বাংলাদেশের জনগণ এখন সজাগ এবং সতর্ক, এদেশের জনগণ আর কখনো দূর্নীতিবাজদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেনা, নেতৃত্ব নির্বাচনে ভুল করবেনা এদেশের জনগণ। ৮৫%সম্পদ গুটি কয়েক লোকের হাতে আর ১৫%সম্পদ দিয়ে সিংহভাগ মানুষ জীবন ধারণ করে, ৬০হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে সকলের ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে মহেশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী ও সহযোগি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশাল কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে জাতীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে ১৫টি বছর,জোরজার মুল্লুক তার নীতিতে তারা নির্বাচন করেছে, তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলনা,তারা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে ক্ষমতা স্থায়ী করতে চেয়েছিলেন।
১৫বছর যারা অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোন অধিকার রাখে না, ৫৭জন সেনা সদস্য হত্যা,২৮ অক্টোবর ট্রাজেডি,৫ই আগষ্ট আলেম হত্যার মাস্টার মাইন্ড, আগস্ট বিপ্লবে গণহত্যার জন্য দায়ী খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন আ'লীগের নেত্রী শেখ হাসিনাকে।

এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা উত্তরের আমীর মাস্টার নজরুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, মহেশখালী দক্ষিণের নায়েবে আমীর আজিজুল হক, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ উপহার দিতে চায় জামায়াত : জেলা আমীর আবদুচ সালাম

জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ উপহার দিতে চায় জামায়াত : জেলা আমীর আবদুচ সালাম

লামার ফাঁসিয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার পাশ্ববর্তী পার্বত্য ইউনিয়ন লামার ফাসিয়াখালী ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সহযোগি ও কর্মী সম্মেলন হায়দারনাশী গুলিস্থানবাজারস্থ আশরাফিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০নভেম্বর) ফাঁসিয়াখালী দক্ষিণ জামায়াতের সভাপতি মাওলানা জাকারিয়া হেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস.এম আবদুচ সালাম আজাদ। 

তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশকে সত্যিকারর্থে জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে জামায়াত কর্মীদের ঐক্যবদ্ধভাবে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তার আলোচনা পেশ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান জেলা পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, লামা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু মোনায়েম, সেক্রেটারি মোহাম্মদ শোয়াইব, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমান উল্লাহ কুতুবী, লামা ফাঁসিয়াখালী ওলামা মাশায়েখ নেতা মাওলানা হোসাইন আহমদ, চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা জমির উদ্দিন প্রমুখ। 

কাতারে গণিত প্রতিযোগিতায় লামার উছাইওয়াংয়ের সাফল্য

কাতারে গণিত প্রতিযোগিতায় লামার উছাইওয়াংয়ের সাফল্য

চকরিয়া টাইমস :

গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ইং কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।

এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে। এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র।

পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করে। আমরা তার আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পদুয়ার তরকারি ব্যবসায়ী নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পদুয়ার তরকারি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়ায় বাসের ধাক্কায় রুস্তম আলী (৩৭) নামে পদুয়ার এক তরকারি ব্যবসায়ী মারা গেছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাস টার্মিনালস্থ কাঁচাবাজারের পাইকারী আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রুস্তম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হক সওদাগরের পুত্র।

নিহতের মামা সালাউদ্দিন জানান, 'রুস্তুম আলী পদুয়া তেওয়ারী হাট এবং বটতলী স্টেশনের সাহেব বাজারে কাঁচা মরিচ বিক্রি করে। সকালে বাড়ি থেকে চকরিয়ায় কাঁচা মরিচসহ তরকারি কেনার জন্য গিয়েছিল। মালামাল কিনে আমার ভাগিনা সেখান থেকে লোহাগাড়ায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। পথিমধ্যে একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি কেউ অবগত করেনি। তবে আমার হাইওয়ে থানা পুলিশের টিম মাঠে রয়েছে। খবর নিয়ে গাড়িটা জব্দ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন ইউএনও চকরিয়ার

ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন ইউএনও চকরিয়ার

চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের চলমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে এ কাজ পরিদর্শনে তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দাস, উপ-সহকারী প্রকৌশলী মামুন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া ইক্বরা নূরানী একাডেমির মা সমাবেশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া ইক্বরা নূরানী একাডেমির মা সমাবেশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার হাসপাতালপাড়াস্থ ইক্বরা নূরানী একাডেমির আয়োজনে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৩০ নভেম্বর) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান। 

এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ তৈয়ব, দৈনিক বাংলাদেশের আলো’র চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও দৈনিক সংগ্রামের চকরিয়া উপজেলা সংবাদদাতা শাহজালাল শাহেদ। 

এসময় মাদরাসা পরিচালনা পর্ষদের পরিচালক মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রিফাত, সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল সায়েম, মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম দিদার, মাওলানা মুহাম্মদ শওকত উল্লাহ, মাওলানা এইচ.এম নূরে হাবিব তসলিম, পরিচালক মোঃ সাইফুল, মাওলানা হাফেজ শাহাদাত হোসেন, তৌহিদুল ইসলাম শুক্কুর, মোঃ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র সাজানোর দায়িত্ব দিতে চায় দেশের জনগণ : শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র সাজানোর দায়িত্ব দিতে চায় দেশের জনগণ : শাহজাহান চৌধুরী

হারবাং জামায়াতের সমাবেশ সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। দেশের জনগণ সেই সাজানোর দায়িত্ব মানবতার মুক্তির সংগঠন জামায়াতে ইসলামীকে দিতে চায়। 

তিনি বলেন, সীমাহীন দূর্নীতি ও জুলুম নির্যাতন করে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে । সালমান এফ রহমান ও কিছু চিহ্নিত লোক দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে। 

তিনি আরো বলেন, কয়েক লক্ষ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে পাচার করেছে । পাচারকৃত এসব টাকা ফেরত আনলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে । 
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়। বাংলাদেশের সাধারণ মানুষ বিলাসি নয়, এদেশের রাজনৈতিক ব্যক্তিরা উচ্চাবিলাসী। তাদের কোটি টাকার সম্পদ থাকলেও বিদেশে গিয়ে বাড়ি করতে হয়। 

তিনি আরো বলেন, শেখ মুজিবের সাড়ে তিন বছরের রাজত্বে দেশের সকল গণমাধ্যম বন্ধ, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেশে দূর্ভিক্ষ এনেছিল । আর শেখ হাসিনা টানা সাড়ে পনের বছরের শাসনে দেশে জোর যার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একের পর এক পরিকল্পিত গণহত্যা সংঘটিত করেছে। শেখ মুজিবের চেয়ে শেখ হাসিনা বিশ গুন অপরাধ বেশি করেছে। শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে ফাঁসির মঞ্চ ছাড়া কোথাও জায়গা দেয়া যায় না। 

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, ৫আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর স্বৈরাচার আওয়ামী লীগ কখনো রিকসা লীগ, কখনো আনসারলীগ, কখনো ইসকন লীগসহ বিভিন্ন লীগ হয়ে আবির্ভূত হচ্ছে। তাদের সর্বশেষ ভার্সন হচ্ছে আওয়ামী ইসকন লীগ। এদেশে আর কখনও ফ্যাসিবাদ কায়েমের সুযোগ পাবেনা আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগকে সাবধান করে দিয়ে বলেন, সময় থাকতে ভালো হয়ে যান, মসজিদে ঢুকে পড়েন, ওয়াক্ত মতো নামায আদায় করেন, কুরআন পড়েন। দেশের মানুষের ওপর নিজেদের করা জুলুমের ক্ষমা চান, তাওবাহ করেন আল্লাহর কাছে।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় ইসকন লীগ প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম আদালতে চুনতির কৃতি সন্তান এপিপি এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। কোন উস্কানিতে পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এমনকি শহীদের দাফন ও কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে সেই পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। স্বৈরাচাররা বিদেশে বসে দেশবিরোধী নানা ধরনের চক্রান্ত করছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্যে নগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, ৫আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মাধ্যমেই স্বৈরাচারি আওয়ামী লীগের পতন হয়েছে। ছাত্রজনতার এই অর্জনকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা  জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ, নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুছা, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, সাবেক উপজেলা সেক্রেটারী মাস্টার রশিদুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জহির উদ্দিন আহমদ বাবর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার প্রমুখ।

পুরো সমাবেশ সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুনাইদ সিকদার ও সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু।