শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে চলমান ভারীবর্ষণে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় নদীগর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি হিসেবে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। 

পৌর ছাত্রদলের সার্বিক প্রচেষ্টায় ত্রাণবিতরকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক সায়মুন ইসলাম জামসেদসহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা অলিউল্লাহ নাজেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, জামায়াত নেতা আরিফুল ইসলাম ও কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাস্টার মুহাম্মদ জুনাইদ। 

এসময় বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা রিয়ানুল হক রিয়ান, হারুনুর রশিদ টিপু, জামায়াত নেতা মাহমুদুল করিম, এমইউপি মো. ইলিয়াছ সাঈদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

শফিউল করিম সবুজ, চকরিয়া : 

দুইদিনের অতিভারী বর্ষনে মাতামুহুরি নদীর পার্শ্ববর্তী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় ১৬-১৮টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

এছাড়া চকরিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশির ক্ষতির সম্মুখীন হয়েছে পৌরসভার কোচপাড়া এলাকার বাসিন্দারা। 

তারা জানান গত দুই দিনের ভারী বর্ষনে ভাঙ্গন শুরু হয় শুক্রবার বেলা আড়াইটার দিকে পরিপূর্ণভাবে নদীগর্ভে বিলিন হয়ে যায় এতে প্রত্যেক বাড়ির গরুছাগল, টিউবওয়েল, দালানঘরসহ গুরুত্বপূর্ণ সম্পদ বিলিন হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি এখন নদীগর্ভে বিলিন গেছে। আমাদের মাথা গোজার আর ঠাঁই নেই। এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্তরা।

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়ার বাঁশঘাটা নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙন পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার  মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

এসময় কাউন্সিলর বেলাল উদ্দিন, ছাত্রপ্রতিনিধি এম.এইচ জিহান, শামসুল আলম সাঈদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় ওলামা মাশায়েখদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

চকরিয়ায় ওলামা মাশায়েখদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : 

“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক চকরিয়া শাখার আয়োজনে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সুলতানুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ। 

তিনি বলেন, সমাজে নিজেকে ইসলামী নেতৃত্বের মডেল হিসেবে উপস্থাপন করতে সামাজিক নেতৃত্বদানে আজকের ওলামা মাশায়েখদের এগিয়ে আসতে হবে। 

মতবিনিময় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাওলানা ছাবের আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ। 

পরে ব্যাংকের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। 

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, গভর্নিং বডি এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হক। তিনি বলেন, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, গভর্নিং বডি ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের মন, মনন এবং মেধার পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। চকরিয়া আবাসিক মহিলা কলেজকে উপজেলা-জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে পর্যন্ত সুনাম প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা রয়েছে। সভায়- চরম শিক্ষক সংকটের বিষয়টি উল্লেখ করে অতিসত্বর তা সমাধানে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক মুহম্মদ শওকত আলী, অধ্যাপক শাহজাহান নেওয়াজ, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক বি.এম হাবিব উল্লাহ, ডাক্তার সরওয়ার কামাল, ব্যাংক কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. জয়নাল আবেদীন।
‘জনকল্যাণমূখী নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য’

‘জনকল্যাণমূখী নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য’

হালিশহর থানা জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। সেই সাথে তাদের দলীয় অঙ্গসংগঠনগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলে মত্ত ছিল। বিশ্বের বুকে এ দেশকে এক অনন্য উচ্চতায় নেয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনকল্যাণমূখী এক নতুন বাংলাদেশ বিনির্মাণে চারিত্রিক সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে শনিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ জামায়াত-শিবির ও জনতার উপর চরম নির্যাতন হামলা মামলা চালিয়েছে। নির্যাতিত নিরীহ জনতার ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। খুন, গুম ও অপহরণ চালিয়ে গোটা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। যারা আল্লাহর কাছে শহীদি তামান্না কামনা করে তাদেরকে জেল জুলুম চালিয়ে দমিয়ে রাখা যায় না। একটি আদর্শ আন্দোলনের নেতা-কর্মীকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। হত্যা জেল জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না। 

হালিশহর থানা জামায়াতের আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক মুহাম্মদ নুর, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, হালিশহর থানা নায়েবে আমীর ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন, জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হক, শহীদ আবিদ বিন ইসলামের পিতা এডভোকেট মনিরুল ইসলাম, ছাত্রনেতা আবু শাহাদাত সায়েম, আব্দুল ফাত্তাহ উসামা প্রমুখ।

নগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দরিদ্র থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সব কর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। 

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসককে বেসরকারি শিক্ষকদের স্মারকলিপি

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসককে বেসরকারি শিক্ষকদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : 

বেসরকারি শিক্ষাব্যবস্থা (স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের জাতীয় কর্মসূচি ৬৪ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে “স্মারকলিপি প্রদান” করা হয়েছে। 

এ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাসের হাতে স্মারকলিপি জমা দিয়েছে জেলার সাধারণ শিক্ষকদের প্রতিনিধিবৃন্দ। এতে নেতৃত্ব দেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কক্সবাজার জেলার সমন্বয়ক মো. আনিসুজ্জামান। 

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবু ছালেক আব্বাসী, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু ইউসুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, চকরিয়া বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আনিসুল ইসলাম সবুজসহ বিভিন্ন উপজেলার সমন্বয়করা।

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায় দেশের জনগণ : খুটাখালীতে জেলা আমীর

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায় দেশের জনগণ : খুটাখালীতে জেলা আমীর

খুটাখালী জামায়াতের কর্মী সম্মেলন অনুুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ার খুটাখালী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন সোমবার (৯ সেপ্টেম্বর) সেলিম ফিউচার পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুুষ্ঠিত হয়েছে। খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা শাহাবুদ্দিন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বড় সব দলকে পরীক্ষা করেছে দেশের জনগণ। কেউ দুর্নীতিমুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। এখন জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। বিগত সময়ে নেতৃবৃন্দের উপর হত্যা, নির্যাতন, সংগঠনকে নিষিদ্ধ করে দমিয়ে রাখতে পারেনি জামায়াতে ইসলামীর অগ্রগতি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় আসবে; তাদের চরিত্র হতে হবে ফ্যাসিবাদী ও দুর্নীতিমুক্ত। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, আবু নাঈম আজাদ, ওলামা মাশায়েখ নেতা মাওলানা আবুল ফজল, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান প্রমুখ।

এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত : মু. শাহজাহান

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত : মু. শাহজাহান

রামু উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। আজ সংগঠনটির সুশৃংখল কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। তিনি বলেন, সমাজের সকল ক্ষেত্রে অসৎ, দুর্নীতিবাজ ও অদক্ষ নেতৃত্বের কারণে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা দূর হচ্ছে না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় অবদান রাখতে বদ্ধপরিকর। দীর্ঘ ১৬ বছর আওয়ামী  দুঃশাসনের কারণে দেশের তরুণ সমাজ হতাশায় নিমজ্জিত ছিল। বেকারত্ব, দুর্নীতি, গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছিল। বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ছিল শুধুমাত্র আ’লীগদের। এহেন অবস্থা থেকে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তি এনে দিয়েছে এ দেশের ছাত্রসমাজ। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। 

সম্মেলনে মাওলানা মুহাম্মদ শাহজাহান আরো বলেন, গত ১৬ বছরে জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। জামায়াতের প্রথম সারির সকল নেতাকে হত্যা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতিতেও জামায়াত এদেশে প্রতিষ্ঠিত ছিলো, শহীদদের রক্তের সাথে বেঈমানী করেনি। বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্যও মাথা নত করেনি। কারণ জামায়াত কেবল আল্লাহকেই ভয় করে। যে কারণে চরম জুলুম নির্যাতন নিপীড়ন সত্ত্বেও জামায়াত ঠিকে ছিলো। অথচ আওয়ামী লীগ একটি প্রাচীণ রাজনৈতিক দল। একটানা ১৬ বছর ক্ষমতায় থাকার পরও ক্ষমতা হারানোর পর এক ঘন্টার জন্যও রাজনীতিতে ঠিকে থাকতে পারেনি। 

তিনি বলেন, আমরা ধর্ম, বর্ণ ও গোত্রভেদে পার্থক্যে বিশ্বাসী নয়। সকলে বাংলাদেশী হিসেবে সমঅধিকার নিশ্চিতে বিশ্বাসী। জাতিকে সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিভক্ত করে কোন কিছু অর্জন করা সম্ভব নয়। সকলেই বাংলাদেশী হিসেবে সমঅধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

রোববার (১ সেপ্টেম্বর) রামু উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন স্থানীয় সিটি পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক আ.ন.ম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর ওমর ফারুক সিরাজী, রামু উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুল হাকিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল আলম, উপজেলা উপজেলা আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোক্তার আহমদ, কচ্ছপিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি বাদশা আলম, গর্জনিয়া ইউনিয়ন সভাপতি আকতার কামাল, ফতেখারকুল ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাকমারকুল ইউনিয়ন সভাপতি মাওলানা শরীফুল হক ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ইরাক মিয়া।

এসময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন সেলিম, উপজেলা যুব সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আবদুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।