বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকল সামর্থবানদের নৈতিক দায়িত্ব : মুহাম্মদ শাহজাহান

বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকল সামর্থবানদের নৈতিক দায়িত্ব : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বানভাসী মানুষগুলো আজ বড় অসহায়। বহু কষ্টে মানবেতর জীবন যাপন করছে বন্যা দুর্গতরা। তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সহানুভূতি প্রকাশ করা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। 

তিনি বলেন, যে কোন দুর্যোগে মানবিক সহায়তায় জামায়াতে ইসলামীর পাশাপাশি ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও পিছিয়ে নেই। তার প্রমাণ আজকের এই ত্রাণ সহায়তা। জামায়াত-শিবিরের পাশাপাশি সরকারকে সহযোগিতায় বন্যার্ত মানুষের পাশে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। 

সোমবার (২৬ আগস্ট) ফেনীতে বন্যা কবলিত মানুষের মাঝে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এসময় ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা শামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এ.টি.এম মিছবাউল হক, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইমলাম, আইআইইউসি ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ হাসনাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

চকরিয়ার ফাঁসিয়াখালীতে শহীদ আহসান হাবিবের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

চকরিয়ার ফাঁসিয়াখালীতে শহীদ আহসান হাবিবের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীস্থ ৯নং ওয়ার্ড আসতআলীপাড়া নিবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিব হাসানের পরিবারে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন এবং নগদ এক লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি শোকাহত পরিবার-পরিজনকে সান্তনা প্রদান করেন মহান আল্লাহর কাছে আহসান হাবিবের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে দোয়া করেন।

এ সময় কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, জামায়াত নেতা হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফাঁসিয়াখালি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত করে মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত শোক সভা আয়োজন করা হয়। চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সর্বক্ষেত্রে বৈষম্যের কবলে পড়েছিল আমাদের তরুণ ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৭ কোটি মানুষকে মুক্তির সূর্য দেখিয়ে দিয়েছে। আমরা তরুণ ছাত্রদের এনে দেওয়া দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তুলে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ চালিয়ে যাব। সম্ভাবনাময়ী বাংলাদেশে আর কোন বৈষম্য, বিভেদ, জুলুম-নির্যাতন, নিষ্পেষণ থাকবে না। আমরা এ দেশকে তারুণ্য শক্তির সংমিশ্রণে একটি উন্নত সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমাদের তরুণ ছাত্ররা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশবাসীকে এগিয়ে আসা আহবান জানাচ্ছি । দেশে গণতন্ত্র, মানবাধিকার ও জন নিরাপত্তা বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো সময়ের দাবি। আমাদের ছাত্র তরুণদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা গোপনে কৌশলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে দেশে শান্তি শৃঙ্খলা ও নাগরিক অধিকারের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা আমীর মাওলানা আবুল বাশার।

এসময় শোক সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েতুল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, লক্ষ্যাচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার, শ্রমিক নেতা শওকত আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার্থী আহসান হাবিব হাসান গত ১৮জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কক্সবাজার শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলীতে শাহাদাত বরণ করেন।
“ছাত্রদের বীরত্বপূর্ণ ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে”

“ছাত্রদের বীরত্বপূর্ণ ভূমিকাকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে”

ঈদগাঁও উপজেলা জামায়াতের কর্মী সমাবেশে মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক নতুন মোহনায় এসে উপনীত হয়েছে। মানবাধিকার, গণতন্ত্র, সামাজিক সুবিচার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কে দেশের কল্যাণে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের স্বপ্ন কে বাস্তবে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা আয়োজিত শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী‌র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরো বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে নিয়োজিত। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জামায়াত সর্বদা অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে সজাগ থাকতে হবে।

উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালী, জামায়াতনেতা ছৈয়দুর হক, লায়েক ইবনে ফাজিল, ছাত্রনেতা হাফিজ শাহেদ মোস্তফা, মোঃ আব্দুল্লাহ।
লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিকলঘাট স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৪আগস্ট) লক্ষ্যারচর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আল ইয়ামিন মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। 

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুুহাম্মদ ইয়াকুব। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার হিসেবে তবারুক বিতরণ করা হয়। 

এদিকে এরআগে আসরের নামাযের পর ছিকলঘাট স্টেশন জামে মসজিদে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আলী আহমদ, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


চকরিয়ায় মহাসড়কে ট্রাফিক শৃংখলা নিশ্চিত করতে নিসচা

চকরিয়ায় মহাসড়কে ট্রাফিক শৃংখলা নিশ্চিত করতে নিসচা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরশহরে চিরিঙ্গায় ট্রাফিক শৃংখলা নিশ্চিতকরণ তথা যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে শৃংখলার দায়িত্ব পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখা। 

শনিবার (১০ আগস্ট) নিসচা উপজেলা শাখার কর্মকর্তা ও সদস্যদের মাঝে টি শার্ট বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্যের পাশাপাশি নিসচা টিম চকরিয়া। 

উপজেলা সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাদা মো. সাইফুল আজম, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, নিসচা চকরিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, কর্মকর্তা মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের শহর রক্ষাবাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বালু উত্তোলন বন্ধ ও মাতামুহুরী নদীর পাড় অব্যাহত ভাঙ্গন রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গরমুখ স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন রব্বানীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় পুরোনো দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী। 

সমাবেশে অবৈধ বালু বন্ধের জোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার নুরুল আলম কন্ট্রাক্টর, ভাঙ্গারমুখ নূরানী কাফেলার সভাপতি ব্যাংক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রাসেল, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক আমির আলী, রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মো. রায়হান, তরুণ সমাজসেবক মুহাম্মদ হাসান মুনীরি, তরুণ সংগঠক সালমান শামিল সাকিব প্রমুখ। 

এসময় কক্সবাজার দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক চকরিয়া শাখার সাবেক সভাপতি মানবিক সমাজসেবক শাহজাদা মো. সাইফুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল চকরিয়া নতুন বাস স্টেশনস্থ অভিজাত রেস্টুরেন্ট ফুড টার্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আমিন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বি.এ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. টিপু সুলতান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন জাপা।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জুবাইরুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, বিএমচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউল আলম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেমসহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পল্লীবন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত এবং দীর্ঘদিন ধরে অসুস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজ্বী মুহাম্মদ ইলিয়াছের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  


বরের বেশে ইমামের বিদায়!

বরের বেশে ইমামের বিদায়!

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৩৬ বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা ক্বারী নুরুল হককে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে খরুলিয়ার গ্রামবাসী, প্রাক্তন ছাত্র পরিষদসহ মসজিদ পরিচালনা কমিটি। বরের বেশে মাওলানাকে গ্রামের বাড়ি পৌঁছে দিতে চড়ানো হয়েছে মোটরসাইকেল বহর সহকারে ফুল সজ্জিত কারগাড়িতে। জমকালো এ অনুষ্ঠানে অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে পেনশন হিসেবে হাতে তুলে দিয়েছেন নগদ সাড়ে ৮ লাখ টাকার বিরল সম্মাননাসহ অসংখ্য উপহার। বিদায় বেলায় একজন ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রশংসায় ভাসছেন প্রাক্তন ছাত্র পরিষদসহ আয়োজকরা।

শনিবার (১৩ জুলাই) সকালে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা ক্বারী নুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত ইমাম মাওলানা নুরুল হক পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের জালিয়ারচাং গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে মাওলানা নুরুল হককে মসজিদটিতে ইমামতির দায়িত্ব দেন। এরপর কেটে যায় প্রায় ৩৬টি বছর। কর্মস্থল এ মসজিদটিতে তিনি তার উদ্যোগে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় নানান সংস্কার কাজ করেন। পাশাপাশি শিক্ষকতা করেছেন খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসায়। এছাড়া খরুলিয়া নূরানী এন্ড ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবন অতিবাহিত করা প্রিয় ইমাম প্রিয় শিক্ষককে স্মরণীয় বিদায় জানাতে গ্রামবাসীসহ তাঁর প্রাক্তন ছাত্ররা ওই মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মসজিদ পরিচালনায় কমিটির সভাপতি মাস্টার হাবীব আহমদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবিরের পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া এমইউ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।

এতে ইমাম মাওলানা নুরুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিনুল হক, ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসাইন, মসজিদ কমিটির সহ-সভাপতি মুস্তফা কামাল, ব্যবসায়ী রহিম উদ্দীন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ, মাস্টার গোলাম কবির, মাওলানা আবদুল্লাহ, শিক্ষক আলতাফ হোসাইন, সিরাজুল হক নিজামী, ব্যবসায়ী আজিম খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম শামস, ইঞ্জিনিয়ার কায়ছার উদ্দিন, মোশারফ হোসাইন, ব্যাংক কর্মকর্তা আনিসুল কবির, ব্যবসায়ী ও যুবনেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার ৭ গ্রামের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পুরো খরুলিয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে খরুলিয়া সিএনজি চালক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র পরিষদ ও নুরানী ক্যাডেট মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী ইমামের স্মৃতি তুলে ধরতে গিয়ে মুসল্লিা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যায় হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন; যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

স্থানীয় সমাজ কর্মী জিয়াউল হক জিয়া, আনিসুল কবির, শরিয়ত উল্লাহ, ফয়সাল মাহমুদসহ শত শত যুবক বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৩৬ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবির বলেন, কক্সবাজার সদরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এটাই প্রথম। এরআগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। ইমাম সমাজের নেতা। নেতাকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

সংবর্ধিত বিদায়ী ইমাম মাওলানা নুরুল হক আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৩৬ বছরের বিদায় বেলাতে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদায়বেলায় তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এম. আজিজুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান সবার চক্ষু খোলে দিয়েছে। সকল মসজিদের দায়িত্বশীলদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। 

অনুষ্ঠান শেষে বিদায়ী ইমাম ক্বারী মাওলানা নুরুল হককে বরের বেশে ফুল সজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা। দীর্ঘ ৩৬ বছরের কর্মময় এলাকা খরুলিয়ার হাজারো মুসল্লি ও শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে ক্বারী নুরুল হক হুজুরকে বিদায় জানান অশ্রুসিক্ত নয়নে।


বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চকরিয়া পৌরসভা উপজেলা চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চকরিয়া পৌরসভা উপজেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুর্ধ্ব-১৭ বালকদের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত খেলায় চকরিয়া পৌরসভা ফুটবল একাদশের মুখোমুখি হয় বিএমচর ফুটবল একাদশ। এতে বিএমচর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ। 

খেলা শেষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মো. মাঈন উদ্দিন মিলকি, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তীতু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আবছারসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

আলোচনা শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন

চকরিয়া টাইমস :

বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, বেনাপোল পৌরসভা মেয়র মোঃ নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে দ্রুততার সাথে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি