চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪জুন) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষকগণ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছন।
শাহারবিলের মাস্টার আহমদ হোসাইনের ইন্তিকাল : বাদে আসর জানাযা

শাহারবিলের মাস্টার আহমদ হোসাইনের ইন্তিকাল : বাদে আসর জানাযা

চকরিয়া টাইমস :

চকরিয়ার শাহারবিল মাইজঘোনা নিবাসী বাটাখালী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাস্টার আহমদ হোসাইন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার (২৫জুন) সকাল পৌঁনে ৯টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে পাঁচটায় আসরের নামাযের পর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাস্টার আহমদ হোসাইন চকরিয়া সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজঘোনা নিবাসী মরহুম মোহাম্মদ বকসুর ৬ষ্ঠ ছেলে এবং চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোক্তার আহমদের ছোট ভাই।
মাওলানা নুরুল আলমের ইন্তিকাল : জানাযা বিকাল সাড়ে পাঁচটায়

মাওলানা নুরুল আলমের ইন্তিকাল : জানাযা বিকাল সাড়ে পাঁচটায়

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা নিবাসী মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিনামারা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আলম (৮০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২৫জুন) দিবাগত রাত সোয়া দুইটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা নুরুল আলম বর্ণাঢ্য সংসার জীবনে ৫ ছেলে ২ মেয়ে সন্তানের জনক।

পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, তার পিতা মাওলানা নুরুল আলমের নামাযে জানাযা আজ মঙ্গলবার (২৫জুন) বিকাল সাড়ে পাঁচটায় তথা আসরের নামাযের পর বিনামারা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চকরিয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।

রোববার (২৩জুন) বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ছাত্রনেতা বাপ্পির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব, উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল, পৌরসভা ছাত্রলীগ নেতা ইবনুল জাওয়াদ,সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ শাওন, পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হাবীব, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় গেইটে ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বাপ্পি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার বড়ভাই মিশকাত উদ্দিন বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার জমা দিয়েছে বলে সূত্রে জানা গেছে। 

চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া থানার সাবেক সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার 

(২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।   

চৌকস পুলিশ কর্মকর্তা ওসি রনজিত বড়ুয়া কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানা, কক্সবাজার মডেল থানা, চকরিয়া থানা, ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এপিবিএন ঢাকাসহ সর্বশেষ ঢাকা গোয়েন্দা বিভাগে ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখিত সংশ্লিষ্ট স্টেশনগুলোতে দায়িত্বশীল অভিযানে প্রশংসার সহিত দৃশ্যমান সফলতাও লাভ করেন।

এদিকে চকরিয়া থানার সাবেক সফল ওসি রনজিত কুমার বড়ুয়া সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় চকরিয়া উপজেলার বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এসব শুভেচ্ছা বার্তায় পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়ার কর্মময় জীবনের সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানান আনুষ্ঠানিকতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৩জুন) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলমের নেতৃত্বে সিস্টেম কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়। 

এতে উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখা।

শুক্রবার (২১জুন) চারা রোপণের মধ্যদিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ আরমান।

চকরিয়া শহর সভাপতি মো. ইবরাহিম সিদ্দিকী ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোণ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম শিশিরসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দিয়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার? : ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী

আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার? : ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী

চকরিয়া টাইমস :

সম্প্রতি দেশে ভয়ঙ্কর বিস্তুৃতি ঘটতে যাওয়া আতংকের নাম রাসেলস ভাইপার নিয়ে চিকিৎসা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। এ নিয়ে তিনি তার ফেসবুক টাইমলাইনে লিখা অভিজ্ঞতাটি হুবুহু তুলে দেয়া হয়েছে।

আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার?
বাংলাদেশের প্রধান ৩ টি বিষাক্ত সাপ হলো গোখরা (কোবরা), কেউটে (ক্রেইট) এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতিসম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাঁড়া করে কাউকে দংশন করেনা। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পারা দিলে এই সাপটি ছোবল দেয়।

এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনী বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট এ্যটাকও হতে পারে। বাংলাদেশে সর্প দংশন প্রতিরোধী যে এন্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করেনা। এই এন্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরাপুরি কাজ করেনা।

আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী এন্টিভেনম তৈরী করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় ৪-৫ বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশাকরি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি এন্টিভেনম পেতে পারি।

বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে ৩০০০-৪০০০ এর বেশী সর্প দংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেইট, রাসেলস ভাইপার সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি। কিন্তু দূর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে ৫০% এর বেশি রোগীকে বাঁচাতে পারিনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে, অতিদ্রুত এন্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসি, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি।

আমরা সাধারণত সাপ কামড় দিলে বাঁধ দেই কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংগে গিট বা বাঁধ দিতে নিষেধ করা হয় কারণ বাঁধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অংগহানি হতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবেনা। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিলো কিন্তু সর্পদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনটিই কমেনি।

সাপে কামড়ের চেয়েও বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে। সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মারা যায়, ইনফেকশনে এন্টিবায়োটিক কাজ না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায়, গতবছর ডেঙ্গুতে মারা গিয়েছে ১৭০০ মানুষ।

দেশে সাপের কামড়ে মারা যায় প্রতিবছর ৬০০০ এর অধিক মানুষ। এর বেশিরভাগই প্রান্তিক জনগন। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে এন্টিভেনম প্রয়োগ করাই ভরসা। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায় তাই এখন সাবধান থাকাটা বেশি জরুরী।
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ১২ব্যাচের আয়োজনে ফুটবল উৎসব সস্পন্ন

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ১২ব্যাচের আয়োজনে ফুটবল উৎসব সস্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

কুরবানীর ঈদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১২ ব্যাচের আয়োজনে ফুটবল উৎসব-২০২৪ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯জুন) টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএসসি-২১ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-১৯ ব্যাচ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলার আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এতে বিশেষ অতিথি ছিলেন চকেউবি’র প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মাইদুল ইসলাম সোহেল ও সেন্ট্রাল কেয়ার হসপিটাল চকরিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল কায়েশ মুন্না। এসময় চকেউবি’র বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
চকরিয়ায় রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা সস্পন্ন

চকরিয়ায় রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা সস্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৮জুন) সকাল ১০টায় ভাঙ্গারমূখ মধ্যম দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ রাইহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সেক্রেটারিট ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ বেলাল উদ্দিন, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকি, সাপ্লাই সেইন কেন পার্ক রিজেন্সি বাংলাদেশ সহকারী ব্যবস্থপক মোহাম্মদ সাজ্জাত জুয়েল, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদলতের সহযোগী সরকারি আইনজীবী আহমেদ মিরাজ, সোনালী ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোছাইন ফয়সাল, সোশ্যাল ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার ছৈয়দ মুহাম্মদ রাসেল, মায়ের ছোঁয়া কন্স্ট্রাকশনের সিইও মুহাম্মদ রেজাউল করীম, চকরিয়া নূরানী কাফেলার সেক্রেটারি মু. এহেছানুল হক, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শাওন কবির হ্যাভেন, রাইজিং স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ সোহেল রানা পারভেজ।

এসময় দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক অনলাইন সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ক্রাইম রিপোর্টার মুহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক বিকাল বার্তা চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ আরফাতুল ইসলাম সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিসহ গুণিজনদের হাতে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব ও কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ বশির আহমদ।