Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার ব্যবসায়ী নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার ব্যবসায়ী নিহত

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তিনজন। সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এম এ নোমান।

শনিবার (২৯ মার্চ) রাত ২টার দিকে চকরিয়ার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমদের ছেলে।

আহতরা হল- চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার শামশু উদ্দিনের ছেলে মোহাম্মদ ফাহিম ড্রাইভার ও সাতকানিয়া এলাকার তোফায়েলের ছেলে হাসান(২২)।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, রাত ২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাক চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১জন প্রাণ হারায় এবং তিনজন গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কারে থাকা ৩ আরোহী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, কার ও ট্রাক পুলিশ জব্দ করেছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করুক : কক্সবাজার জেলা জামায়াত

দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করুক : কক্সবাজার জেলা জামায়াত

চকরিয়া টাইমস :


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর খুশির ক্ষণ পবিত্র ঈদুল ফিতর সমাগত। এবারের ঈদুল ফিতর জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদি শাসনের কবলে পড়ে দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি। তাই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এবারের প্রথম হোক সকলের জন্য শান্তি -স্বস্তি, নিরাপদ ও আনন্দময়।

নেতৃদ্বয় আরো বলেন, মাহে রমাদান আমাদের কে এক মাস আত্নগঠন, সহমর্মিতা প্রদর্শন, চরিত্র সংশোধন এবং তাকওয়া অর্জনের পথে চালিত করেছে। রমাদানের এই শিক্ষা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিফলিত হলে বাংলাদেশ একটি শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতি চিরতরের জন্য দূরীভূত হবে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক প্রভাব পড়বে। মহান আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন। ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বিশ্বাসী হৃদয়ে। ঈদ মোবারক। (প্রেস বিজ্ঞপ্তি, ২৯ মার্চ ২০২৫)
তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই : আবদুল্লাহ আল ফারুক

তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই : আবদুল্লাহ আল ফারুক

ফাঁসিয়াখালীর ৮নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস : চকরিয়ার ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) গাবতলি স্টেশন চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮নং ওয়ার্ড সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগানোর মাধ্যমে তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম।

এতে বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাষ্টার এনামুল হক, সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি এইচ এম এরশাদ ও বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ আহমদ।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি নবিউল হোছাইন মাহিন, যুববিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ নোমান, সেক্রেটারী হামিদ হোছাইন, ৭নং ওয়ার্ড সভাপতি প্রফেসর আমিনুল হক , নুরুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে বর্তমান প্রবাসী, সাবেক প্রবাসী, প্রবাসী পরিবারসহ সাধারণ দুঃস্হদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ এবং ইফতার পার্টি  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ-২৫) চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসহাক।

প্রবাসী ফোরামের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, থানার সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, চকরিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা ছাবের আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ঈসা, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, শারজাহ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রবাসী ফোরামের নেতা হেলাল উদ্দিন, নুরুল আমিন মোন্না, মোঃ হাসান প্রমূখ।

অনুষ্ঠান শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী ফোরাম সোসাইটির সহ-সভাপতি হায়দার আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় প্রবাসী ফোরাম সোসাইটির পক্ষ থেকে মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ নির্দেশনা ও কার্যক্রমঃ

মহান সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক সকল আমিরাত প্রাবসীদের ঐক্যবদ্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন তৈরির লক্ষ্যে একতা, সততা, মানবতা, জবাবদিহিতা ও সর্বোপরি প্রবাসীদের জীবন মান উন্নয়ন অর্থনৈতিক ভাবে স্বামলম্বী ও সচ্ছলতা নিশ্চিত করতে বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গের সু-পরামর্শে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে, একটি সম্পূর্ন অরাজনৈতিক ও প্রবাসী সেবা মূলক সংগঠন চকরিয়ায় প্রবাসী ফােরাম সোসাইটি নামে প্রবাসী সংগঠনটি অগ্রযাত্রা শুরু করে।

প্রবাসী ফোরাম সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য

১. সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক আমিরাত প্রবাসীদের এক্যবন্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন রচনা করা

২. দেশে ও দেশের বাইরে চকরিয়া উপজেলার সকল প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সঠিক দিক নির্দেশনা প্রদান করা।

৩. চকরিয়ান সকল প্রবাসী ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সব ধরনের বৈধ স্বার্থ সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতা প্রদান করা।

৪. গরীর ও অসহায় পরিবারের মাঝে সময় উপযোগী সহায়তা প্রদান করা। (যেমন-শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদের উপহার ও দূর্যোগপূর্ণ এলাকায় ত্রান বিতরণ ইত্যাদি)

৫. শিক্ষার ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সমসাময়িক উদ্যোগ গ্রহণ করা। (যেমন: প্রবাসী মর্ডাণ স্কুল, স্কুল, কলেজ, আধুনিক মান সম্পন্ন হাসপাতাল ইত্যাদি)

৬. আধুনিক চকরিয়া বির্ণিমানে অগ্রনী ভূমিকা পালন করা।

৭. প্রবাস ফেরত সদস্যদের জন্য কর্ম সংস্থান সৃষ্ঠির লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করা।

৮. বৈদেশিক যে কোন বৈধ সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা।

ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার (২৬ মার্চ) ঘুনিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ একেরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আজিজুল হকের সঞ্চালনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাই নাই। ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগসহ সহযোগি রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে জিম্মি করে সামগ্রিক স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন।

অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া ও সেক্রেটারি আতিকুর রহমান।

এসময় ২নং ওয়ার্ডের সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ, ৫নং ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক মোঃ ছাবের, ওলামা বিভাগের নেতা মাওলানা কাজী আবুল কাসেম, অধ্যাপক মো. জসিম উদ্দিন, মাওলানা মো. ফরিদ, মোঃ জমির, মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউনিটের সেক্রেটারি নাজেম উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আফম ইকবাল হাসান, প্রভাষক মুবিনুল হক, সিনিয়র সহকারী শিক্ষক এস.এম হেলাল উদ্দিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলু। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান।
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫।

বুধবার (২৬ মার্চ) চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। 

পরপরই জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনসহ বর্ণিল বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

পরে বাংলাদেশ পুলিশ চকরিয়া থানা, উপজেলা আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, উপজেলা স্কাউট ও বাদকদলের অংশগ্রহণে শুরু হয় কুচকাওয়াজ। 

অনুষ্ঠিত কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন চকরিয়া থানা পুলিশের এস.আই মো. সোহরাব সাকিব। অংশগ্রহণকারী কুচকাওয়াজ দলনেতাদের অভিবাদন গ্রহণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও চকরিয়া থানা ওসি মো. শফিকুল ইসলাম। 

কুচকাওয়াজ শেষে অতিথিদ্বয় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার এস.এম নাসিম হোসেন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, বিএনপি নেতা মো. সবুজ, উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আতিকুর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবারক হোসেন জিহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকলের মাঝে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। 

এদিকে কুচকাওয়াজ শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যদের পরিবেশনায় শিক্ষামূলক ঝুঁকিপূর্ণ দুর্ঘটনারোধে অগ্নিনির্বাপক কার্যক্রম ও নজেল ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

অন্যদিকে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে চকরিয়া উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে যৌথ ও পৃথক শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।


মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয় : কামাল হোসেন আজাদ

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল 

চকরিয়া টাইমস : কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ বলেছেন, মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয়। প্রতিবছর আমরা রমযান পালন করি। আমাদের কাছে রোজাভিত্তিক আমল নাই, নামাযভিত্তিক আমল নাই; আমাদেরকে আমলদার হতে হবে। 

তিনি বলেন, রোজাও রাখি-নামাযও পড়ি, অনিয়মও সাথে সাথে করি। রোজা নামাযের পাশাপাশি অন্যায় ও অনিয়মের সাংবাদিকতাও করে যাচ্ছি। আমরা মিথ্যা ছাড়তে পারছিনা; সুযোগ পেলেই একে অপরের পরনিন্দা ও গীবত চর্চায় ব্যস্ত সময় পার করছি। এসব পরিহার করার মাধ্যমে পরিত্রাণ পেতে নিজের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। রোজার শিক্ষা হলো আল্লাহকে ভয় করে মিথ্যা, পরনিন্দা ও গীবত চর্চার মতো সকল গর্হিত কাজ হতে বিরত থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ জীবনই মুমিম বান্দাকে তাকওয়া অর্জনের পথে ধাবিত করে। পেশাগত জীবনে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা তাকওয়ার অন্তরায়। তাই দেশ ও দশের কল্যাণে দলাদলি পরিহার করে সকলে ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আদর্শ ও সঠিক সাংবাদিকতা চর্চায় মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। 

রোববার (২৩ মার্চ) চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে চকরিয়া থানা রোডস্থ পশু হাসপাতালের সামনে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও চকরিয়া থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাবুল মিয়া। 

এসময় চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক লায়ন এম. রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহুর, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগযুগান্তরের প্রতিনিধি ফরিদুল আলম বাবুল, দৈনিক আমাদের সংগ্রামের প্রতিনিধি আরফান উদ্দিন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, দৈনিক বায়েজীদের প্রতিনিধি মো. আরফাত সানি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাগর রায়হান শরীফসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ স্লোগানকে ধারণ করে পথচলা শুরু করা বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল চকরিয়া পৌরশহরের ইটালিয়া রুফটপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সহ- সেক্রেটারি ডাঃ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, সেক্রেটারি শাহেদুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ মিসবাহ, অডিট কমিটি তারিকুল ইসলাম বাদশা, মিজানুর রহমান,  এভারগ্রীন হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ) ডাঃ তাহমিদুল ইসলাম, সিনিয়র সদস্য মাস্টার মোহাম্মদ মোকাদ্দেস ও মোহাম্মদ  মিনার।

সভায় বক্তারা- ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আশাব্যঞ্জক তথ্য উপস্থাপনের মাধ্যমে এর কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যমত পোষণ করেন। এছাড়া চলতি বছরের বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫০হাজার বনজ চারাগাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এসময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য কাজী মাওলানা জমির উদ্দিন

চকরিয়া পৌরসভার হাজিয়ান ইউনিট জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পৌরসভার হাজিয়ান ইউনিট জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড এমারত শাখার হাজিয়ান ইউনিটের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শফিউল হক জিহাদী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা'র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা মোহাম্মদ মকছুদ আহমদ।
এসময় স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্র ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশা’আল্লাহ। বদরের প্রান্তরে রাসূল (সা:) বিপুল সংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো, কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা এবং জুলাই ২৪ অভূথানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন আরমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মোজাম্মেল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমান, মাস্টার রিদওয়ানুল হক, আবদুল হাকিম, আবদুল আজিজ, মেম্বার আবদুল আওয়াল, মাওলানা সিরাজুল হক, মাওলানা এনামুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ ইব্রাহিম।

এসময় অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, মাওলানা রেজাউল করিম আরমান, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, হাজী আবদুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা রহমতুচ্ছালাম, মাওলানা মোফাজ্জল আহমদ, হাফেজ নুরুল আবছার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ছৈয়দ হোছাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবদুর রহমান বলেন, বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিন জীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।

পরে ঐতিহাসিক বদর দিবস, জুলাই বিপ্লবে শহীদ, আহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা।
সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

সম্প্রীতির চকরিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই : সাজ্জাদ হোসেন

চকরিয়া টাইমস : 

জাতীয় নাগরিক কমিটি চকরিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, সম্প্রীতির সুন্দর চকরিয়া গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। এ জন্য প্রয়োজন পারস্পারিক সৌহার্দপূর্ণ আচরণ। মাহে রমযান আমাদেরকে দৈনন্দিন জীবনে সেই সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করার শিক্ষা দেয়।

মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া পৌরসভা বাংলাদেশ গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দীন খালেদ।

বিশেষ অতিথি ছিলেন পালাকাটা দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি এহসানুল হক নঈমী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আযম ও চকরিয়া শাহ জোহাদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মুফতি মহিউদ্দিন।

গাউছিয়া কমিটি বাংলাদেশ চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নোমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানা প্রতিনিধি খাইরুল হাসান, জয়নব শাকিল সানি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়ায় বদর দিবসে শিবিরের কুরআন বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ হেদায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান ও জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

এসময় মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চকরিয়ায় জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক মাস্টার গোলাম কাদেরের জানাযা সম্পন্ন

চকরিয়ায় জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক মাস্টার গোলাম কাদেরের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক করাইয়াঘোনা নিবাসী চকরিয়া উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক প্রবীণ শিক্ষক মাস্টার গোলাম কাদেরের তিন দফা নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল দশটায় চকরিয়া পৌরসভার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের বড়ভাইয়ের নাতি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। 

প্রভাষক মাহফুজুল করিমের সঞ্চালনায় জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মরহুমের ভাতিজা মাওলানা ফজলুল কাদের ও মরহুমের একমাত্র ছেলে মাস্টার নুরুল মোমেন। 

এরআগে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মাস্টার গোলাম কাদেরের শিক্ষকতা জীবনের দীর্ঘ ৪০বছর কাটিয়ে দেয়া এলাকা হারবাং হাইস্কুল মাঠে। পরে নিজগ্রাম করাইয়াঘোনা জামে মসজিদে সর্বশেষ নামাযে জানাযা শেষে; পরিবার সংশ্লিষ্ট কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযায় ৯নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর মুহাম্মদ এহেসানুল হক, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মোহাম্মদ আতিকুর রহমানসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গোলাম কাদের বার্ধক্যজনিত কারণে সোমবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক। 

জামায়াতের ইসলামী একনিষ্ঠ শুভাকাংখি মাস্টার গোলাম কাদেরের সহধর্মীনি, এক মেয়ে ও পুত্রবধু সাংগঠনিক শপথের (রুকন) কর্মী। 

এদিকে প্রবীণ শিক্ষাবিদ মাস্টার গোলাম কাদেরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ। মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন। ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । তিনি আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং  শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ( ১৮ মার্চ) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক ও উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের। 

ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : হেদায়েত উল্লাহ

ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : হেদায়েত উল্লাহ

চকরিয়ার ৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল 

চকরিয়া টাইমস: চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় ক্যামব্রিয়ান স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

তিনি ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বলেন- মহান আল্লাহ তা’আলা রহমত, মাগফিরাত ও নাযাতের মাস মাহে রমযান আমরা মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন বলে পবিত্র কুরআনে স্পষ্ট করেছেন। যাতে করে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারি। 

পানাহার থেকে শুরু করে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারে অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করার অর্থই হচ্ছে ‘তাকওয়া’। মাহে রমযান আমাদেরকে সেই তাকওয়াপূর্ণ জীবন গঠনের শিক্ষা দেয়। তিনি- ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনাসহ সকল ক্ষেত্রে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জননেতা মো. আরিফুল কবির। অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. শওকত আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ নূরী ও ছাত্রনেতা নুরুল ইসলাম। 

এসময় চকরিয়া পৌরসভার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, ৮নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর সৈয়দ আলম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:


চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে উত্তর জোনের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় স্টেশনপাড়া জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা ছৈয়দ আলমের সভাপতিত্বে ও জামায়াত নেতা আরিফুল হুদা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম।

এসময় জামায়াত নেতা আমিরুল ইসলাম, মকসুদ আহমদসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মিউনিসিপ্যাল স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুন্দর সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এ সংগঠন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সবধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য মানবতার সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সোনার মানুষগুলোই কেবল মানবতার কল্যাণ সাধন করতে পারে। 

তিনি তিনদশক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জনে নিজেদের জীবনকে এর আলোকে পরিচালনা করার আহবান জানান। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার। 

অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়াল। 

এসময় সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুকসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর ইছালে সওয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার (১৪মার্চ) মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। 

এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী। 

বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, বাঁশ সরবরাহ সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগি মো. শওকত আলম ও মরহুম ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউল করিম। 

এসময় এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনসহ মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে কবরবাসী ও প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজম জিহাদী।