Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌরভ বড়ুয়া জেলা চ্যাম্পিয়ন

দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌরভ বড়ুয়া জেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: 

৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪এর দাবা খেলায় কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌরভ বড়ুয়া। 

সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত খেলায় কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে চকরিয়া উপজেলা টিম কোরক বিদ্যাপীঠ এ সাফল্য অর্জন করে। 

সৌরভ বড়ুয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী। তার সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনছারুল করিম। 

কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ঘুনিয়া গ্রামের ধনরঞ্জন বড়ুয়া ও রিটু বড়ুয়া দম্পত্তির ছেলে। 

এদিকে দাবাতে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড় সৌরভ বড়ুয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি বিভাগীয় পর্যায়েও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে : জেলা আমীর

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে : জেলা আমীর

চকরিয়া পৌরসভা জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন সেক্টরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। 

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় রাখতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিজয় পরবর্তী বাংলাদেশকে নিয়ে আর কোন ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সব দল ও মত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দেশে কারো একক তালুকদারিত্ব কায়েম করতে দেয়া হবে না। সতেরো কোটি মানুষের আশা আকাঙ্খার আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। এ জন্য জামায়াতের কর্মীদের সর্বোচ্চ ত্যাগের নজনারা পেশ করতে হবে। 

জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে গত রোববার (১৩ অক্টোবর) দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। 

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ ও চকরিয়া উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।


মাতামুহুরি সাংগঠনিক উপজেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি চকোরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে কমিটি গঠন ও আলোচনা সভা কোরালখালী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৩অক্টোবর) মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকোরিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নেজাম ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শামসু উদ্দিন আফতাব, চকোরিয়া উপজেলা শাখার সম্পাদক চিকিৎসক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্বাস মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক মুহাম্মদ শেহাব উদ্দিন, চকোরিয়া পৌরসভা নেজাম ইসলাম পার্টি আহবায়ক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আজিজি, মাওলানা মুহাম্মদ নুরুল আবছার, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান ও মাওলানা মোহাম্মদ নাজেম উদ্দিন। 

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ শামসু উদ্দিন আফতাব ও মাওলানা মুহাম্মদ নুরুল আবছারকে সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়। এসময় নেজাম ইসলাম পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং সকল মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। 

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও প্রতিযোগিতা

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষাই একটি নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে চকরিয়া আবাসিক মহিলা কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল দশটায় কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হকের সভাপতিত্বে ও দর্শন বিভাগের শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী। তিনি বলেন- বৈষম্যমুক্ত আদর্শ শিক্ষক সমাজ প্রতিষ্ঠায় জাত, বর্ণ, দলমত নির্বিশেষে নৈতিক ভিত্তি মজবুত করার মাধ্যমে আজকের মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় কলেজের প্রভাষক জমির উদ্দিন, প্রভাষক সায়েম মুনীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বুলবুল জান্নাত, প্রভাষক সুলতানা জারিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে তিনটি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়ায় কৃষি মেলা শুরু

চকরিয়ায় কৃষি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: 

"কৃষিই সমৃদ্ধ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৪। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল এগারোটায় এ উপলক্ষে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. নাছিম হোসেন। 

কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ইরফান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, দৈনিক সমকালের প্রতিনিধি এম.আর মাহমুদ ও দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ।

এসময় সিনিয়র উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাস, সাংবাদিক শাহজালাল শাহেদসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

স্মার্ট হাজিরা দিচ্ছে চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীরা

স্মার্ট হাজিরা দিচ্ছে চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজে শিক্ষার্থীরা এখন দিচ্ছেন স্মার্ট হাজিরা ডিভাইস পদ্ধতিতে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. ফখরুল ইসলাম। 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, স্মার্ট হাজিরা ডিভাইস প্রকল্প পরিচালক মো. কুতুব উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হক জানান, কলেজে ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের জন্য এই কলেজেই প্রথম স্মার্ট হাজিরা ডিভাইস পদ্ধতি চালু করা হয়েছে। 

অন্যদিকে কলেজ গভনিং বডির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধিতিতে স্মার্ট হাজিরা নেয়ার মাধ্যমে ঝড়ে পড়া রোধ হবে। পাশাপাশি শিক্ষার প্রতি মনযোগী হবে, অভিভাবকরা সচেতন হবে, পাশের হার বৃদ্ধি পাবে এবং দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষায় একটি উন্নত কলেজে রূপান্তরিত হবে বলে তিনি মনে করেন। তাছাড়া শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস হাজিরায় অন্তত ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে। তিনি কলেজের শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেবেন বলে জানান।


শিক্ষাখাতে সম্মাননা পেলেন চকরিয়ার আছ-ছফা প্রধান শিক্ষক নুরুল হান্নান

শিক্ষাখাতে সম্মাননা পেলেন চকরিয়ার আছ-ছফা প্রধান শিক্ষক নুরুল হান্নান

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষাখাতে অবদান রাখায় বেগম রোকেয়া সাখাওয়াত বিশেষ সম্মাননা ক্রেস্ট পেলেন চকরিয়ার রামপুরস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান। 

গত ২১ সেপ্টেম্বর শনিবার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। 

এতে অতিথিবৃন্দ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নানের হাতে শিক্ষাখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এদিকে বেগম রোকেয়া সাখাওয়াত সম্মাননা পওেয়ায় আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।

গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়ায় ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ওয়ার্ড আমীর মাওলানা সৈয়দ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, নিপীড়িত গরীব দুঃখী কৃষক মেহনতিসহ গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজকে ইসলামী অনুশাসনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার ডাক দিয়েছে। এই আহ্বানকে বাস্তবায়ন করতে মানবতার মুক্তি আন্দোলনে নিজেকে শামিল করার মাধ্যমে আমাদেরকে মাঠে ময়দানে দুর্বার গতিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস.এম আলী জিন্নাহ, জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন নূরী, মকছুদ আহমদ ও ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী।

এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, আমিরুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান কুতুবী, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা শাকের উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. রেজাউল করিম, জামায়াত নেতা  নূরে ইলাহী বিন আজাদ, জিয়াউল হক, মাওলানা নুরুল মোস্তফা, মুহাম্মদ ইব্রাহিম, আরিফুল হুদা সজল প্রমুখ নেতৃবৃন্দ। 

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এহসানুল হকসহ জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহরিয়ার মাহমুদ, চকরিয়া প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। 

মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সাঈদ ও উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন ও মাওলানা গিয়াস উদ্দিনসহ সনাতন ধর্মের অনুসারী এবং জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা হত্যার মাধ্যমে দেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। সৎ নেতৃত্বের অভাবে দেশে বার বার দুর্নীতির রেকর্ড করেছিল। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে, আবার যেন সেই স্বৈরাচার যাতে ভিন্ন রুপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।

বৃত্তি পরীক্ষায় স্বর্ণপদকসহ চকরিয়া মাদরাসাতুস সাহাবাহ'র সাফল্য

বৃত্তি পরীক্ষায় স্বর্ণপদকসহ চকরিয়া মাদরাসাতুস সাহাবাহ'র সাফল্য

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুস সাহাবা চকরিয়ার শিক্ষার্থীরা বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করছে। 

বৃত্তি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে একজন স্বর্ণপদকসহ বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে ২২জন বৃত্তি লাভ করে। তৎমধ্যে স্বর্ণপদক শিক্ষার্থী হলেন জাফরিন আলম রাইসা। সে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বাটাখালী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোছাম্মৎ মুন্নি আক্তার দম্পতির কন্যা। অভাবনীয় এ সাফল্য মাদরসার শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা সন্তুষ্ট। 

এদিকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বেগম রোকেয়ার বৃত্তির ফলাফলে কৃতিত্বের সাথে উত্তির্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসার পক্ষে সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ও শিক্ষার্থীদের তত্বাবধানকারী সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম। একইসাথে অভিভাবকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সাফল্যের ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে দোয়া কামনা করেছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রা্প্ত অধ্যক্ষ নূসরাত জাহানসহ উপস্থিত অতিথি শিক্ষকগণ।

চকরিয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি

চকরিয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি

মোঃ আরফাত সানি চকরিয়া :

চকরিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত কক্সবাজার উত্তর জেলার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) বিশাল নূরানী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌরসভা মগবাজার হতে চকরিয়া মহাসড়ক পুরাতন বাসটার্মিনাল প্রদক্ষিণ করে মগবাজার এসে সমাপ্ত হয়।

মাওলানা এইচ.এম রবিউল হাসান আলকাদেরীর সঞ্চালনায় ও আয়োজন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিতি ছিলেন পবিত্র জশনে জুলুস উৎযাপন পরিষদের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, নুরুল হোসাইন  সওদাগর, আলহাজ্ব ওসমান সওদাগর, সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ শুয়াইবুল ইসলাম নূরী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা মুহাম্মদ জিয়াউল কাদের, মাওলানা মুহাম্মদ মেহেদী হাসান, শাহাজাদা আবুল হাশেম শাহ, শায়ের  ওসমান গনী, এইচ এম সুলতান আমিন, হাফেজ আনিস, মাওলানা সাদেক বদরী মাওলানা সালাহউদ্দীন আবেদী প্রমুখ। 

এসময় বিভিন্ন  ইউনিয়ন থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামীফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক যুব ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নেতারা উপস্থিত ছিলেন।

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে চকরিয়া পৌরসভা ছাত্রদলের ত্রাণ সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে চলমান ভারীবর্ষণে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় নদীগর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি হিসেবে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। 

পৌর ছাত্রদলের সার্বিক প্রচেষ্টায় ত্রাণবিতরকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক সায়মুন ইসলাম জামসেদসহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা অলিউল্লাহ নাজেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, জামায়াত নেতা আরিফুল ইসলাম ও কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাস্টার মুহাম্মদ জুনাইদ। 

এসময় বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা রিয়ানুল হক রিয়ান, হারুনুর রশিদ টিপু, জামায়াত নেতা মাহমুদুল করিম, এমইউপি মো. ইলিয়াছ সাঈদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

চকরিয়ায় নদগর্ভে বিলীন ১৮টি বাড়ি

শফিউল করিম সবুজ, চকরিয়া : 

দুইদিনের অতিভারী বর্ষনে মাতামুহুরি নদীর পার্শ্ববর্তী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকায় ১৬-১৮টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

এছাড়া চকরিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশির ক্ষতির সম্মুখীন হয়েছে পৌরসভার কোচপাড়া এলাকার বাসিন্দারা। 

তারা জানান গত দুই দিনের ভারী বর্ষনে ভাঙ্গন শুরু হয় শুক্রবার বেলা আড়াইটার দিকে পরিপূর্ণভাবে নদীগর্ভে বিলিন হয়ে যায় এতে প্রত্যেক বাড়ির গরুছাগল, টিউবওয়েল, দালানঘরসহ গুরুত্বপূর্ণ সম্পদ বিলিন হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি এখন নদীগর্ভে বিলিন গেছে। আমাদের মাথা গোজার আর ঠাঁই নেই। এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্তরা।

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

চকরিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সালাহউদ্দিন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়ার বাঁশঘাটা নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙন পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার  মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

এসময় কাউন্সিলর বেলাল উদ্দিন, ছাত্রপ্রতিনিধি এম.এইচ জিহান, শামসুল আলম সাঈদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় ওলামা মাশায়েখদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

চকরিয়ায় ওলামা মাশায়েখদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : 

“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক চকরিয়া শাখার আয়োজনে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সুলতানুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ। 

তিনি বলেন, সমাজে নিজেকে ইসলামী নেতৃত্বের মডেল হিসেবে উপস্থাপন করতে সামাজিক নেতৃত্বদানে আজকের ওলামা মাশায়েখদের এগিয়ে আসতে হবে। 

মতবিনিময় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাওলানা ছাবের আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ আবু নাঈম আজাদ, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ। 

পরে ব্যাংকের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। 

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

চকরিয়া আবাসিক মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, গভর্নিং বডি এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হক। তিনি বলেন, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, গভর্নিং বডি ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের মন, মনন এবং মেধার পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। চকরিয়া আবাসিক মহিলা কলেজকে উপজেলা-জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে পর্যন্ত সুনাম প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা রয়েছে। সভায়- চরম শিক্ষক সংকটের বিষয়টি উল্লেখ করে অতিসত্বর তা সমাধানে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক মুহম্মদ শওকত আলী, অধ্যাপক শাহজাহান নেওয়াজ, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক বি.এম হাবিব উল্লাহ, ডাক্তার সরওয়ার কামাল, ব্যাংক কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. জয়নাল আবেদীন।
জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায় দেশের জনগণ : খুটাখালীতে জেলা আমীর

জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায় দেশের জনগণ : খুটাখালীতে জেলা আমীর

খুটাখালী জামায়াতের কর্মী সম্মেলন অনুুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ার খুটাখালী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন সোমবার (৯ সেপ্টেম্বর) সেলিম ফিউচার পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুুষ্ঠিত হয়েছে। খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা শাহাবুদ্দিন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বড় সব দলকে পরীক্ষা করেছে দেশের জনগণ। কেউ দুর্নীতিমুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। এখন জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। বিগত সময়ে নেতৃবৃন্দের উপর হত্যা, নির্যাতন, সংগঠনকে নিষিদ্ধ করে দমিয়ে রাখতে পারেনি জামায়াতে ইসলামীর অগ্রগতি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় আসবে; তাদের চরিত্র হতে হবে ফ্যাসিবাদী ও দুর্নীতিমুক্ত। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, আবু নাঈম আজাদ, ওলামা মাশায়েখ নেতা মাওলানা আবুল ফজল, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান প্রমুখ।

এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের এগিয়ে আসতে হবে : মাওলানা নূর আহমদ

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের এগিয়ে আসতে হবে : মাওলানা নূর আহমদ

দীর্ঘ ১৭বছর পর প্রকাশ্যে চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পৌঁছানোর তোরণ আর সামিয়ানার তলে নেতাকর্মী এবং সর্বসাধারণের উপস্থিতি যেনো “জামায়াতে ইসলামী জিন্দাবাদ” বলার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে।   

শনিবার (৩১ আগস্ট) বিকাল তিনটায় অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে একের পর এক  ষড়যন্ত্র করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভিন্ন ইতিহাস রচনা করেছে। দেশের মানুষের কল্যাণে ও ইসলামের পক্ষে কথা বলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও আলেম ওলামাদের ওপর চরম জুলুম নির্যাতনের স্ট্রীম রোলার চালানোর হয়েছে। যার নজির অত্যন্ত ন্যাক্কারজনক। 

দেশের প্রচলিত আইনে তাদের বিচার দাবি করে তিনি বলেন, জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে যাওয়ায় ছাত্রজনতার রক্তস্নাত আন্দোলন সংগ্রামে ঠিকতে পারেনি জুলুমবাজ সরকার। স্মরণকালের ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে সেই স্বৈরাচার হাসিনাকে লজ্জাজনকভাবে ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, দেশ এখনও ষড়যন্ত্রমুক্ত নয়। স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। জেলা আমীর নূর আহমদ আনোয়ারী বলেন, আওয়ামী লীগ মানবতার সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই আজ জনতার আদালতে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। ছাত্রজনতার গণআন্দোলনে আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আজকের কর্মীদের আদর্শিক অবস্থানের ওপর অটল থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ হোছাইন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি ইবরাহিম ফারুক সিদ্দিকী, ইসলামিক কালচারাল সেন্টার দুবাই বিজনেস ফোরামের অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম নান্নু, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের নেতা বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক, পেশাজীবী নেতা মাস্টার মো. শহিদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ জুনাইদ প্রমুখ। 

এসময় জামায়াতে ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।