Showing posts with label সংগঠন. Show all posts
Showing posts with label সংগঠন. Show all posts
লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিকলঘাট স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৪আগস্ট) লক্ষ্যারচর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আল ইয়ামিন মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। 

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুুহাম্মদ ইয়াকুব। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার হিসেবে তবারুক বিতরণ করা হয়। 

এদিকে এরআগে আসরের নামাযের পর ছিকলঘাট স্টেশন জামে মসজিদে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আলী আহমদ, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


চকরিয়ায় মহাসড়কে ট্রাফিক শৃংখলা নিশ্চিত করতে নিসচা

চকরিয়ায় মহাসড়কে ট্রাফিক শৃংখলা নিশ্চিত করতে নিসচা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরশহরে চিরিঙ্গায় ট্রাফিক শৃংখলা নিশ্চিতকরণ তথা যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে শৃংখলার দায়িত্ব পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখা। 

শনিবার (১০ আগস্ট) নিসচা উপজেলা শাখার কর্মকর্তা ও সদস্যদের মাঝে টি শার্ট বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্যের পাশাপাশি নিসচা টিম চকরিয়া। 

উপজেলা সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাদা মো. সাইফুল আজম, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, নিসচা চকরিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, কর্মকর্তা মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মাতামুহুরী নদীর ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের শহর রক্ষাবাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বালু উত্তোলন বন্ধ ও মাতামুহুরী নদীর পাড় অব্যাহত ভাঙ্গন রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গরমুখ স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন রব্বানীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় পুরোনো দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী। 

সমাবেশে অবৈধ বালু বন্ধের জোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার নুরুল আলম কন্ট্রাক্টর, ভাঙ্গারমুখ নূরানী কাফেলার সভাপতি ব্যাংক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রাসেল, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক আমির আলী, রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মো. রায়হান, তরুণ সমাজসেবক মুহাম্মদ হাসান মুনীরি, তরুণ সংগঠক সালমান শামিল সাকিব প্রমুখ। 

এসময় কক্সবাজার দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক চকরিয়া শাখার সাবেক সভাপতি মানবিক সমাজসেবক শাহজাদা মো. সাইফুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বরের বেশে ইমামের বিদায়!

বরের বেশে ইমামের বিদায়!

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৩৬ বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা ক্বারী নুরুল হককে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে খরুলিয়ার গ্রামবাসী, প্রাক্তন ছাত্র পরিষদসহ মসজিদ পরিচালনা কমিটি। বরের বেশে মাওলানাকে গ্রামের বাড়ি পৌঁছে দিতে চড়ানো হয়েছে মোটরসাইকেল বহর সহকারে ফুল সজ্জিত কারগাড়িতে। জমকালো এ অনুষ্ঠানে অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে পেনশন হিসেবে হাতে তুলে দিয়েছেন নগদ সাড়ে ৮ লাখ টাকার বিরল সম্মাননাসহ অসংখ্য উপহার। বিদায় বেলায় একজন ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রশংসায় ভাসছেন প্রাক্তন ছাত্র পরিষদসহ আয়োজকরা।

শনিবার (১৩ জুলাই) সকালে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা ক্বারী নুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত ইমাম মাওলানা নুরুল হক পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের জালিয়ারচাং গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে মাওলানা নুরুল হককে মসজিদটিতে ইমামতির দায়িত্ব দেন। এরপর কেটে যায় প্রায় ৩৬টি বছর। কর্মস্থল এ মসজিদটিতে তিনি তার উদ্যোগে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় নানান সংস্কার কাজ করেন। পাশাপাশি শিক্ষকতা করেছেন খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসায়। এছাড়া খরুলিয়া নূরানী এন্ড ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবন অতিবাহিত করা প্রিয় ইমাম প্রিয় শিক্ষককে স্মরণীয় বিদায় জানাতে গ্রামবাসীসহ তাঁর প্রাক্তন ছাত্ররা ওই মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মসজিদ পরিচালনায় কমিটির সভাপতি মাস্টার হাবীব আহমদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবিরের পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া এমইউ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।

এতে ইমাম মাওলানা নুরুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিনুল হক, ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসাইন, মসজিদ কমিটির সহ-সভাপতি মুস্তফা কামাল, ব্যবসায়ী রহিম উদ্দীন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ, মাস্টার গোলাম কবির, মাওলানা আবদুল্লাহ, শিক্ষক আলতাফ হোসাইন, সিরাজুল হক নিজামী, ব্যবসায়ী আজিম খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম শামস, ইঞ্জিনিয়ার কায়ছার উদ্দিন, মোশারফ হোসাইন, ব্যাংক কর্মকর্তা আনিসুল কবির, ব্যবসায়ী ও যুবনেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার ৭ গ্রামের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পুরো খরুলিয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে খরুলিয়া সিএনজি চালক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র পরিষদ ও নুরানী ক্যাডেট মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী ইমামের স্মৃতি তুলে ধরতে গিয়ে মুসল্লিা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যায় হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন; যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

স্থানীয় সমাজ কর্মী জিয়াউল হক জিয়া, আনিসুল কবির, শরিয়ত উল্লাহ, ফয়সাল মাহমুদসহ শত শত যুবক বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৩৬ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবির বলেন, কক্সবাজার সদরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এটাই প্রথম। এরআগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। ইমাম সমাজের নেতা। নেতাকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

সংবর্ধিত বিদায়ী ইমাম মাওলানা নুরুল হক আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৩৬ বছরের বিদায় বেলাতে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদায়বেলায় তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এম. আজিজুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান সবার চক্ষু খোলে দিয়েছে। সকল মসজিদের দায়িত্বশীলদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। 

অনুষ্ঠান শেষে বিদায়ী ইমাম ক্বারী মাওলানা নুরুল হককে বরের বেশে ফুল সজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা। দীর্ঘ ৩৬ বছরের কর্মময় এলাকা খরুলিয়ার হাজারো মুসল্লি ও শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে ক্বারী নুরুল হক হুজুরকে বিদায় জানান অশ্রুসিক্ত নয়নে।


ফুলকুঁড়িদের বৃক্ষরোপণ

ফুলকুঁড়িদের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস : 

ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) শাখাধীন চকরিয়া পৌরশহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাড়ির আঙ্গিনায় চারা গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় আসরের কৃষি শিল্প ও বিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম ও জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ। জেলা শাখার সহকারী পরিচালক আবু নাঈমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচি ক্ষুদে ফুলকুঁড়ি সদস্যরাও অংশগ্রহণ করে। পরে তাদের মাঝে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

চকরিয়া টাইমস :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মাস্টার নুরুল আমিন হেলালিকে (দৈনিক কক্সবাজার ৭১) সভাপতি এবং মো. ওসমান গনি ইলিকে (জাতীয় অর্থনীতি ও এশিয়ান টিভি) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব মো. কামরুল ইসলাম কক্সবাজার জেলা কমিটির অনুমোদন করেন।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে জেলা কমিটির অন্যান্য পদবির কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি মো. আব্দুর রহমান (আনন্দ বাজার), মাস্টার রেজাউল করিম (বাংলাদেশ বেতার/ দৈনিক আজাদী), মো. শেফাইল উদ্দিন (দৈনিক খবর/ রূপালী সৈকত), জামাল হোছাইন (দৈনিক জনবানী/ সকালের কক্সবাজার), নাজিম উদ্দীন (আমার সংবাদ), আব্দুল আলিম নোবেল (কক্সবাজার ৭১), সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা (দৈনিক ইত্তেফাক), শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), মিজানুর রহমান (বাংলাদেশ প্রতিদিন/ এশিয়ান টিভি), আবু হেনা সাগর (বাংলাদেশ সমাচার), আবুল কালাম আজাদ (দৈনিক বসুন্ধরা), জিয়াবুল হক আকাশ (জাতীয় অর্থনীতি), মহিলা সম্পাদক শাহানাজ বেগম (জাতীয় অর্থনীতি ও কক্সবাজার সংবাদ), কামরুন তানিয়া (একুশে সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল আলম রাশেদ (আমার বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন টিপু (দৈনিক ভোরের সময়/ কক্সবাজার বাণী), রাসেল তালুকদার (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-অর্থ সম্পাদক এইচ.এম রুহুল কাদের (দৈনিক গণমানুষের আওয়াজ), প্রচার সম্পাদক হোসেন সুমন, আশ্রয় প্রতিদিন, সহ-প্রচার সম্পাদক মো. সাঈদুজামান (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক একে সোহেল (দৈনিক মেহেদী), সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন (বাংলাদেশ সমাচার), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন), সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খায়েদ আলম কায়সার, ক্রিড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক ঈমন (কক্সবাজার বাণী), সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত (দৈনিক মেহেদী), সাংস্কৃতিক সম্পাদক রানা মুল্লিক (আশ্রয় প্রতিদিন), সহ-সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক রাজু (রূপালী সৈকত), ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক (ভোরের চেতনা), মিডিয়া বিষয়ক সম্পাদক বিজয় কুমার ধর (দৈনিক দেশবিদেশ), সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক সেলিম খান বাপ্পী (ভোরের সময়), আপ্যায়ান বিষয়ক সম্পাদক জাফর আলম দিদার (দৈনিক কক্সবাজার বাণী), সহ-আপ্যায়ান বিষয়ক সম্পাদক আব্দুল বাসেত (দৈনিক আপনকন্ঠ), আইসিটি বিষয়ক সম্পাদক জাফর আলম, সহ-আইসিটি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সদস্য যথাক্রমে- কামাল উদ্দিন, তামান্না জান্নাত, শওকত আলম, ইমরান উদ্দিন প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)

প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদের অভিনন্দন:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় কমিটির সকল কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি সকলের সুস্বাস্থ্য এবং পেশাগত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

চকরিয়া টাইমস : 

দেশের ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সালের “শিল্পী ও অভিভাবক সমাবেশ” ৫ই জুলাই রাজধানীর একটি অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। ১৯৭৮ সাল থেকে সুস্থ সংস্কৃতি উপহার দিয়ে আসা এই সংগঠন তাদের শিল্পী, অভিভাবক, সাবেক দায়িত্বশীল, সাবেক পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সাইমুমের সাবেক পরিচালক মাওলানা তারিক মুনাওয়ার। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আকতার এবং কবি মতিউর রহমান মল্লিকের সহধর্মিণী সাবিনা মল্লিক।
অনুষ্ঠানে প্রবীণ শিল্পী আবুল হোসাইন মাহমুদসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। সাবেক পরিচালক আকরাম মুজাহিদ, শরীফ বায়েজিদ মাহমুদ, আমিনুল ইসলাম, মুস্তাগিছুর রহমান মুস্তাক, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফি, হুসনে মোবারক, এবিএম নোমান, আবু রায়হান, আব্দুল্লাহ আল নোমান এবং আতিক তাশরীফও অনুষ্ঠানে যোগ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, বিশিষ্ট কবি আবু তাহের বেলাল, বিশিষ্ট ছড়াকার কবি নাঈম আল ইসলাম মাহিন, সুরকার ও শিল্পী গোলাম মওলা, বিশিষ্ট কাওয়ালী শিল্পী হাসিনুর রব মানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব মুকুল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহসান হাবিব খান, সাইমুমের তত্ত্বাবধায়ক সাদেক আব্দুল্লাহ ও এ. আর. আজাদ এবং শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, দিদারুল ইসলাম, মারুফ আল্লামসহ সাইমুমের জনপ্রিয় শিল্পীরা। সেই সাথে ঢাকাস্থ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর ইসলামি সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। অভিভাবকরা তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২০২৪ সেশনের বাকি সময়ের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ বিভিন্ন বক্তারা সাইমুমের অবদান তুলে ধরেন এবং আগামীর পথচলায় সাইমুমকে দিকনির্দেশনা প্রদান করেন। সাবেক বিভিন্ন দায়িত্বশীলরাও তাদের বক্তব্য প্রদান করেন।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিদায়ী বিভিন্ন শিল্পী ও দায়িত্বশীলদের আজীবন সম্মাননা প্রদান করা হয় এবং অভ্যন্তরীন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইমুমের বর্তমান সহকারী পরিচালক শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন এবং পরিচালনা করেন বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।
প্রবালের এক দশক পূর্তি উদযাপন

প্রবালের এক দশক পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ও কক্সবাজার জেলার বৃহত্তর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রবাল শিল্পী গোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান চকরিয়া পৌরশহরের অভিজাত কনভেনশন হল সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৫জুলাই) প্রবালের পরিচালক শিল্পী মো. আবদুল গফুরের সভাপতিত্ব ও সহকারী পরিচালক মো. ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক আহমেদ তাউফিক। 

এতে বিশেষ অতিথি দেশের সুপরিচিত সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মো. ইকবাল হাসান, প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মুসা ইবনে হোসাইন বিপ্লব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী প্রফেসর মো. শওকত আলী। 

এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও ছড়াকার কবি সাদ্দাম হোসেন, নিসর্গ সাংস্কৃতিক সংসদের পরিচালক হাফেজ মুহাম্মদ জুনাইদ, চকরিয়া মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী এম আই মুকুল, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মোহাম্মদ আরফান, দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি আরফাত হোসেনসহ প্রবালের একঝাঁক শিশু-কিশোর শিল্পী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক-অভিভাবিকা ও বিভিন্ন শ্রেণির পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অতিথিদের আলোচনা শেষে প্রবালের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠী ২০১৪ সালের ৩০জুন প্রতিষ্ঠা করা হয়।

চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখা।

শুক্রবার (২১জুন) চারা রোপণের মধ্যদিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ আরমান।

চকরিয়া শহর সভাপতি মো. ইবরাহিম সিদ্দিকী ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোণ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম শিশিরসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দিয়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
চকরিয়ায় রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা সস্পন্ন

চকরিয়ায় রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা সস্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১৮জুন) সকাল ১০টায় ভাঙ্গারমূখ মধ্যম দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ রাইহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সেক্রেটারিট ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ বেলাল উদ্দিন, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকি, সাপ্লাই সেইন কেন পার্ক রিজেন্সি বাংলাদেশ সহকারী ব্যবস্থপক মোহাম্মদ সাজ্জাত জুয়েল, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদলতের সহযোগী সরকারি আইনজীবী আহমেদ মিরাজ, সোনালী ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোছাইন ফয়সাল, সোশ্যাল ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার ছৈয়দ মুহাম্মদ রাসেল, মায়ের ছোঁয়া কন্স্ট্রাকশনের সিইও মুহাম্মদ রেজাউল করীম, চকরিয়া নূরানী কাফেলার সেক্রেটারি মু. এহেছানুল হক, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শাওন কবির হ্যাভেন, রাইজিং স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ সোহেল রানা পারভেজ।

এসময় দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক অনলাইন সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ক্রাইম রিপোর্টার মুহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক বিকাল বার্তা চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ আরফাতুল ইসলাম সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিসহ গুণিজনদের হাতে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব ও কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ বশির আহমদ।
কোনাখালীতে পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন

কোনাখালীতে পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার কোনাখালী সিকদারপাড়ায় পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) এ কর্মসূচির আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড  ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্প। প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদারের সার্বিক তত্বাবধানে সিকদারপাড়া গ্রামের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে পরিবেশ বান্ধব গ্রাম তৈরি, জনসচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ফেমিনিষ্ট ক্ল্যাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ ও ফিল্ড অফিসার আব্দুল হান্নানসহ সহযোগি সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও চারা রোপনকালে প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের জনগোষ্ঠীর জন্য সুষম বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব গ্রাম এবং জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স কাজ করছে। সেই সাথে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার সুনিশ্চিত করে নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ ও সবুজ ব্যবসায় বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস-(বিআইডিফোরসিজে)” প্রকল্পের মাধ্যমে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন, ইয়োথ নেটওয়ার্ক গঠনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ওই গ্রামের বড় সমস্যা ব্যবহার যোগ্য সুপেয় পানির অভাব এবং আবহাওয়া-জলবায়ু পরিবর্তন জনিত বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) বিনষ্ট ও ক্ষয়ক্ষতি। পাশাপাশি গ্রামের সকল শ্রেনির মানুষদের ঐক্যবদ্ধ করে তাদের দক্ষতা বৃদ্ধি, বৃক্ষ রোপন, পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা, বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, সবুজ বনায়ন গ্রামবাসী একত্রিত হয়ে এ কার্যক্রম বাস্তবায়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।   

উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড  ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” নামক একটি প্রকল্প কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার কয়রা উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থপনা এবং  জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী যে সকল সমস্যায় রয়েছে, সে সকল সমস্যা সমাধানে প্রকল্পের উদ্যোগসমূহ “জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন”; বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) পুনরুদ্ধারে পুকুর সংস্কার, বৃক্ষ রোপন এবং পরিবেশ উন্নয়নসহ সুপেয় পানির ব্যবস্থা। 


চকরিয়ায় নূরানী কাফেলার উদ্যোগে এসএসসি ও দাখিলে জিপিএ-৫প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়ায় নূরানী কাফেলার উদ্যোগে এসএসসি ও দাখিলে জিপিএ-৫প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভাঙ্গারমুখ নূরানী কাফেলার উদ্যোগে ২০২৪সালে এসএসসি ও দাখিলে জিপিএ-৫প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৭জুন) মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহেছানুল হকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম সুমন। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী আলোচক কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ হাসান মুহাম্মদ ইয়াছিন। 

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক মো. আরিফুল কবির, মো. ফখরুল ইসলাম, ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী ও রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি রায়হানুল ইসলাম। 

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে সাঈদুর রহমান আকাশ ও হামিম জন্নাত কুমকুম বক্তব্য রাখেন। এসময় সিনিয়র সহ-সভাপতি এম. রুহুল আমিন রুবেল, অর্থ সম্পাদক জালাল উদ্দিন কিবরিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫প্রাপ্তসহ মেধাবি শিক্ষার্থীদের হাতে সংগঠনের তরফ থেকে কৃতীত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে চকরিয়ায় নিসর্গের সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে চকরিয়ায় নিসর্গের সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চকরিয়ায় নিসর্গ সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীত ও নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা-২০২৪। 

শনিবার (২৫ মে) সংগঠনটির সমন্বয়কারী মো. ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসর্গের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি গবেষক ফখরুল ইসলাম ও প্রভাষক মাহফুজুল করিমসহ বিশিষ্টজনেরা। 

অতিথিবৃন্দ কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন

খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার খুটাখালীতে চার জামায়াত নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। 

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা দেলোয়ার হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ওমর হামজা, মাওলানা ছৈয়দ করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাহাবউদ্দিন আরমান। আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাদের জন্য উত্তম প্রতিদান চেয়ে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 

উল্লেখ্য, সম্প্রতি খুটাখালী জামায়াতের নেতা মাওলানা নুরুচ্ছফা, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন মেম্বার, একই ওয়ার্ডের সাবেক সেক্রেটারি ছৈয়দুল হক ও ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাস্টার রমজান আলীর মৃত্যুতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 


ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকাস্থ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন ধলঘাটা এসোসিয়েশনের উদ্যোগে ১৯৯১সালে ভয়াল ২৯শে এপ্রিল প্রলংয়করী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল দি রয়েল পাবলিকেশন্স মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯এপ্রিল) মাগবিবের নামাযের পরে ধলঘাটা মোহাম্মদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন।

আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ‍দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ মুহাম্মদ দিদার, ইসলামী ব্যাংক মিরপুর শাখার কর্মকর্তা মুহাম্মদ আয়াত উল্লাহ ও শিল্পী মুহাম্মদ শামসুল আলম টিটু।

পরে প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত একং জীবিত সকল আত্মীয় স্বজনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন দোয়া অনুষ্ঠানের সভাপতি মাওলানা সিরাজুল হক।

আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : 

প্রবাসী আরিফুল ইসলাম খোকার নেতৃত্বে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন মানবিক সংগঠনে পরিণত হয়েছে। এগিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। প্রশংসনীয় সফলতা পাচ্ছে মাবনিক এ প্রতিষ্ঠানটি। চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচর ষোলহিচ্ছা গ্রামের জনৈক মঞ্জুর আলমের ছেলে আরিফুল ইসলাম খোকা এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম খোকা জীবিকার তাকিদে পরিবার পরিজন ছেড়ে ২০১২ সাল থেকে দুবাইতে রয়েছেন প্রবাসী হিসেবে। নিজ কর্মের পাশাপাশি সমাজ তথা নিজ এলাকার অবহেলিত মানুষের কল্যাণে কিভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার যায়; তার জন্য প্রতিষ্ঠা করেন ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন নামে মানবিক সংগঠন। তিনি ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ডুলাহাজারার প্রবাসী বন্ধু ও বড়ভাইয়ের নিয়ে তাদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে এই সংগঠনের ব্যানারে থেকে পরিচালনা করে আসছেন কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম। সেই সুবাধে সংগঠনটির দীর্ঘদিন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম খোকার আহবানে সাড়া দিয়ে মানবিক কার্যক্রমের সারথি হতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তসহ রয়েছে অর্ধশতাধিক সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম খোকা বলেন, একটি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। এই সংগঠন নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি।

সাংগঠনিক কার্যক্রম তথা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য রাতদিন নিরলস সময় দিয়েছি। বিভিন্ন মানুষের সাথে কথা বলে পরামর্শও নিয়েছি।

আজ নিজেকে গর্বিত মনে হয় যে; আমার হাতে গড়া একটি সংগঠন অত্র ইউনিয়নের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি এই সংগঠনের মাধ্যমে। এই সংগঠনের মূল কাজই হচ্ছে অসহায়দের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

তিনি জানান, গরিব মানুষের মেয়ে যে গুলো বিয়ে দিতে পারছেন না; তাদেরকে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করার মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা। আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছেন তন্মধ্যে অসুস্থ হলে অর্থ সহযোগিতা দিয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। পবিত্র রমজান মাসে ইউনিয়নের যে সমস্ত অবহেলিত মানুষ রয়েছেন তাদের মাঝে প্রত্যেক বছর রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা। এভাবে অন্যান্য আরো সামাজিক যেগুলো ভালো কাজ আছে প্রত্যেক কাজে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে থাকি।

তিনি বলেন, আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন; আপনারাও চাইলে আমাদের এই ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশন একদিন বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নতুন করে কেউ যদি সদস্য হতে চান আপনারা বর্তমান যে কমিটি রয়েছে; তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সভাপতি- মোঃ শাহজাহান (+971 55 789 0327), সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম (+971 56 744 2562) ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম (+966550852162)।

ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি অনুমোদন

ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

ডুলাহাজারা ইউনিয়নের সর্বস্তরের প্রবাসীদের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ সেশনে এক বছরের জন্য নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২২এপ্রিল) ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হায়দার মোস্তফা লাভলু ও প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম খোকা’র যৌথ সাক্ষরিত সাংগঠনিক প্যাডে ৭সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি ঘোষণা করা হয়। 

এতে মোহাম্মদ শাহজাহানকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অন্যান্য পদে মনোনীত কর্মকর্তারা হলেন; সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমাস, সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ, অর্থ সম্পাদক শেখ আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম। 

উল্লেখ্য, ডুলাহাজারার প্রবাসীদের সমন্বয়ে মানব কল্যাণমূলক সংগঠনটি তরুণ উদ্যোক্তা আরিফুল ইসলাম খোকা’র হাত ধরে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সংগঠন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দক্ষ উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতির নির্দেশনায় সকল সদস্যদের ঐক্যবদ্ধ সহযোগিতায় ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনটি সমাজে অবহেলিত জনগোষ্ঠির পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ইউসুফ বিন হোছাইন (স্টাফ রিপোর্টার) : 

চকরিয়ায় দাদা ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় চিরিংগা ইউনিয়ন পরিষদ মাঠে সম্পন্ন হয়েছে। এতে হাসপাতালপাড়া আবদুল্লাহ ক্রিকেট একাডেমিকে হারিয়ে বুড়িপুকুর সিকান ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। তিনি বলেন, শিক্ষা-দীক্ষার পাশাপাশি  দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। এসময় এমন সুন্দর আয়োজনের জন্যে মহিউদ্দিন ভুট্টোকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাফর আলম। 

খেলার আয়োজক তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মহিউদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, চিরিংগা ইউপি সচিব আতাউল গণি পারভেজ, তরুণ আইনজীবী এডভোকেট বাবলু মিয়া, আরটিভির স্টাফ রিপোর্টার মুহাম্মদ আশিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন ভুট্টো বলেন, অতীতের কালিমা মুছে কক্সবাজার জেলার আদর্শ ইউনিয়ন হবে চিরিংগা ইউনিয়ন। আদর্শ ইউনিয়ন গড়তে যুব সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এলাকার তরুণদের দীর্ঘ দিনের দাবি ‘মিনি ইনডোর স্টেডিয়াম’ বাস্তবায়নের কথা বলেন ভুট্টো। অনুষ্ঠানে এ দাবির সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী একমত পোষণ করে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। 

উল্লেখ্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ গত ২৩ মার্চ শুরু হয়। এ টুর্নামেন্টে উপজেলা-শহরের ৮টি দল অংশগ্রহণ করে।

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটার লালমিয়া সওদাগরপাড়াস্থ স্বেচ্ছসেবী ও সমাজসেবামূলক সংগঠন মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার (৮এপ্রিল) স্থানীয় মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল হাসান সাকিবের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তরুণ রাজনীতিবিদ তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি হাফেজ মাওলানা এহসানুল হক, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জাহেদুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল আজিজ। 

এসময় ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. এরফান চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মুছা ইবনে হোসাইন বিপ্লব ও বিজয় বাংলাদেশের প্রতিনিধি মো. আরফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকার কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ঈমাম উদ্দিন ছিলেন একজন সফল সমাজসেবক ও সমাজ সংস্কারক। ছিলেন আলোকিত মানুষ। তিনি এতদাঞ্চলে ইসলাম তথা দ্বীন চর্চার মাধ্যমে ইনসাফভিত্তিক ন্যায়নীতির সমাজ প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা রাখেন। যার ফলশ্রুতিতে তার রেখে যাওয়া আদর্শিক চিন্তা-চেতনা ও কর্মজজ্ঞ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে মাওলানা ঈমাম উদ্দিনের উত্তরসুরীরা সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে একটি আলোকিত সমাজ বিনির্মাণে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। তাছাড়া বক্তারা- একটি মানসম্মত পাঠাগার স্থাপন এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এলাকার অনগ্রসর ছেলে-মেয়েদের পড়ালেখায় মনোনিবেশের মাধ্যমে তাদেরকে সামাজিক অবস্থানে প্রতিষ্ঠিত করতে; সেই ধরনের উপযোগি পরিবেশ নিশ্চিত করার ওপর জোর মতামত দেন। 

পরে মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে মাহে রমযানের আলোচনা ও ইফতার মাহফিল শনিবার (৬ এপ্রিল) পৌর শহরের রেডচিলি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দি ডেইলী নিউ নেশনের প্রতিনিধি বি.এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি এম. রিদুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মো. ইবনে আমিন। তিনি বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ এর ব্যবস্থাপনা সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মো. মুবিনুল ইসলাম। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গণবার্তা ও সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি খন্দকার মোহাম্মদ হোসাইন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মনজুর আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, চকরিয়া সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার), অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন (প্রতিনিধি- দৈনিক ভোরের ডাক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা), দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি মো. আব্দুল হামিদ ও দৈনিক আমাদের চট্টগ্রামের প্রতিনিধি মো. ওমর আলী।  

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি মো. নুরুদ্দোজা, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি আরাফাত চৌধুরী, দৈনিক আমার সংবাদের ফয়সাল আলম সাগর, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি রিদুয়ানুল হক মজিদী, ডেইলী কমার্শিয়াল টাইমসের প্রতিনিধি জমির হোসেন, দৈনিক গণসংযোগের প্রতিনিধি মনিরুল আমিন, আলোকিত চকরিয়া ডটকমের এডমিন সিরাজুল মোস্তাকিম মিশু, দৈনিক কক্সবাজার ৭১এর প্রতিনিধি ইয়ার রহমান আনান প্রমুখ।