চকরিয়া টাইমস :
চকরিয়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তিনজন। সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এম এ নোমান।
শনিবার (২৯ মার্চ) রাত ২টার দিকে চকরিয়ার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমদের ছেলে।
আহতরা হল- চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার শামশু উদ্দিনের ছেলে মোহাম্মদ ফাহিম ড্রাইভার ও সাতকানিয়া এলাকার তোফায়েলের ছেলে হাসান(২২)।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, রাত ২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাক চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১জন প্রাণ হারায় এবং তিনজন গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কারে থাকা ৩ আরোহী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, কার ও ট্রাক পুলিশ জব্দ করেছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।