চকরিয়া টাইমস:
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া টাইমস:
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া টাইমস :
চকরিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসা মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান ও জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
এসময় মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চকরিয়া টাইমস :
কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
চকরিয়া টাইমস:
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় চকরিয়ার ডুলাহাজারায় স্কিলফো পাইলট প্রকল্পের এমসিপিদের রিভিও ওয়ার্কশপ সোমবার (২৪ফেব্রুয়ারী'২০২৫) ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা সুপার মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ও স্কিলফো পাইলট প্রকল্পের কোর্স কো-অডিনেটর রবিউল ইসলাম ও ইউনিসেফ স্কিলফো পাইলট প্রকল্পের ডোনার আসাদুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনসহ সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য এমসিপি (ব্যাবসায়ী) ও বিভিন্ন ক্যটাগরীর ব্যাক্তিবর্গ।
স্কিলফো পাইলট প্রকল্পের (এফএমএ) ফরহাদ পিয়ারুর সঞ্চালনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অত্র প্রকল্পে ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ, বেকারত্ব দূরীকরণ, মাদক, জুয়া, ইভটিজিং চুরি ও ছিনতাই থেকে বিরত রাখতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখবে।
স্কিলফো পাইলট প্রকল্পের ছয় মাসব্যাপী কারিগরী বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণসহ উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে সুদক্ষ জনশক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বাস্তবায়িত প্রকল্পটি চলমান থাকলে আগামী দিনের কিশোর কিশোরীরা অনৈতিক কাজ থেকে বিরত থেকে নিজ নিজ যে দক্ষতা অর্জন করেছে; তা দিয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তাছাড়া এ প্রকল্পের আওতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের সাক্ষরতা নিশ্চিত ও কারিগরী শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ছয় মাস ব্যাপী বিনামূল্যে ট্রেনিং শেষে এককালীন তাদেরকে প্রতিজন ১৫ হাজার টাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।
চকরিয়া টাইমস:
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি-২০২৫ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চকরিয়া টাইমস :
প্রাথমিক গোল্ডকাপ ফুটবল-২০২৫ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ।
খেলায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
চকরিয়া টাইসম:
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চকরিয়া আবাসিক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।
এতে বিশেষ অতিথি চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও দাতা সদস্য শেফায়ত হোসেন আরফাত।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে রকমারি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
চকরিয়া টাইমস :
চকরিয়ার লক্ষ্যারচর সিকলঘাটস্থ আল মোস্তফা এতিম প্রকল্পের আয়োজনে বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রকল্প প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
মাহফিলে অধিবেশনভিত্তক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা ফয়েজ উল্লাহ নূরী।
এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচনা মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা আবুল ফজল প্রমুখ।
প্রকল্প পরিচালক মাস্টার মুহাম্মদ মুছা’র সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা ছাবের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সকল কবরবাসীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
চকরিয়া টাইমস :
স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ক্যান্সার ব্যতিত সবধরনের রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি আরগন ফার্মাসিউটিক্যালসের চকরিয়ায় সেবা কেন্দ্র “আল-আকসা মেডিকেল সেন্টার’র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভারঙ্গারমুখস্থ আবদুল হাফেজ মেম্বারের মার্কেটে এ শাখাটির উদ্বোধন করেন আরগন ফার্মাসিউটিক্যালস কোম্পানির জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. খাদেমুল ইসলাম।
এসময় আল-আকসা মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা: আমিনুল ইসলাম, কোম্পানির ডেপুটি সেলস ম্যানেজার তৌহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী (ইএসপি ওনার) মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল হামিদ নূরী।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কাশেমের মালিকানাধীন এইচ.এম কাশেম মেডিকো নামে উদ্বোধন হতে যাচ্ছে লক্ষ্যারচরের সিকলঘাট স্টেশনস্থ আরগন ফার্মাসিউটিক্যালসের নতুন সেবা কেন্দ্র।
উল্লেখ্য, আল-আকসা মেডিকেল সেন্টারে প্রতি সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগি দেখবেন প্রতিষ্ঠানের নিজস্ব মেডিকেল অফিসার।
চকরিয়া টাইমস:
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ মাদরাসা প্রাঙ্গণে শুরু হয়েছে।
বুধবার (১৯ফেব্রুয়ারি) পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরীর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাওলানা আনিছুর রহমান, রিদুয়ানুল হক চৌধুরী সজিবসহ মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।সিনিয়র শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কর্মসূচির প্রথমদিন বুধবার সকল ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়।
চকরিয়া টাইমস :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নরেশ রুদ্র টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ, খোরশেদ আলম, হোসাইন মুহাম্মদ কাউসার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও চকরিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এরআগে অতিথিবৃন্দ হাউসভিত্তিক শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় হাতের তৈরি পিঠা-পুলিসহ বিভিন্ন প্রদর্শণী পরিদর্শন করেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
চকরিয়া টাইমস:
দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে পাঁচ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) একাধিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের ও সিনিয়র শিক্ষক মো. আনসারুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলমসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হাউসভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার ৭নংওয়ার্ড বিনামারা গ্রামের বাসিন্দা কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়েজ আহমদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযার ইমামতি করেন বিনামারা মসজিদুন নূরাঈন জামে মসজিদের খতিব মাওলানা জাফর আলম হামেদী।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের প্রতিবেশি চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সাহাবউদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ফখরউদ্দিন ফরায়েজী, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, মরহুমের সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুকুন উদ্দিন ও মরহুমের বড় ছেলে ফরহাদুল ইসলাম মুকুল।
এসময় চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো. সালাহউদ্দিন খালেদ, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি তরুণ সমাজসেবক মাওলানা হাফেজ এহসানুল হক ও মরহুমের ছোট ছেলে বোরহান উদ্দিন রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের নিজগ্রামের বাড়ি সংলগ্ন কবরস্থানে লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন মাস্টার ফয়েজ আহমদ (৬৯)। তিনি সংসার জীবনে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট এলাকার সর্বমহলে পরিচিত ছিলেন।
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্বাস আহমদ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি মানসিক প্রফুল্লতার জন্য সুস্থ বিনোদন চর্চার বিকল্প নেই। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে অভিজ্ঞতা ও দক্ষতার জায়গাকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আজকের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসা সম্ভব হবে। এরআগে তিনি শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় সুসজ্জিত পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী হাউজ ফিতা কেটে উদ্বোধন ও পরিদর্শন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক এনামুল হক।
এসময় ক্রীড়া কমিটির আহবায়ক মাস্টার মোহাম্মদ আবু শোয়াইব, সদস্য সচিব মাস্টার শহিদুল হক হাসান, সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন, শিক্ষকদের মধ্যে রাসেল উদ্দিন তরিকুল ইসলাম, ইফতেখার নাঈম মোল্লা, মাওলানা জাফর আলম, সাইফুদ্দিন আহমদ মানিক, মনি সোলতানা, উত্তম কুমার দে, রাজিবুল ইসলাম, রুপন কান্তি জলদাশ, মোতাহারা বেগম, খাদিজাতুল কোবরা গোলাপ, সাব্বির আহমদ, সুমন ইসলাম, আবদুল কাদের, রাজিবুল ইসলাম ও শাহরিয়ার হোসাইন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলাস্থ পূর্ব বড়ভেওলা ইউনিয়নে ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব বড়ভেওলা এহছানুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার ও সচিব মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম।
এসময় অতিথি ছিলেন জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আবু মূসা আশয়ারি রায়হান, সহকারী শিক্ষক মুহাম্মদ আজিজুল ইসলাম, মুহাম্মদ রবিউল হাসান, মাওলানা মুহাম্মদ কাইছারুর ইসলাম, মুহাম্মদ এহতেচামুল হক রাফে, সহকারি শিক্ষিকা মোছাম্মৎ সাইমা জান্নাত, মোছাম্মৎ রিনা আক্তার, মোছাম্মৎ মুসলিমা জান্নাত, মোছাম্মৎ রুনি আক্তার, সহকারী শিক্ষক মুহাম্মদ হানিফুর রহমান, মুহাম্মদ রশিদুল মোস্তফা মিশকাত, মুহাম্মদ আদিলুর রহমান, মৌলনা মুহাম্মদ আজিজুর রহমান, মৌলনা মুহাম্মদ রাশেল উদ্দিন, মৌলনা মুহাম্মদ আবছার উদ্দিন ও মৌলনা মুহাম্মদ মিরাছুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে আগামী বুধবার ১২ফেব্রুয়ারি-২০২৫ পূর্ব বড়ভেওলা এহছানুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে ঐতিহাসিক ১৯তম বার্ষিক সভা ও প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল-আযহারি ও শিক্ষক মাওলানা মুহাম্মদ সৈয়দুল আলম।
বার্ষিক সভায় প্রধান বক্তার আলোচনা পেশ করবেন চকরিয়া শমশুমিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শিব্বির আহমদ ওসমানি। বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ রহমানিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলাম (সিআইপি)।
সভায় বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন পালাকাটা দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী, মাওলানা বশির আহমদ আল কাদেরী (বেতুয়ারকুল), মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম (বহদ্দারকাটা), মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান রাইয়ান।
চকরিয়া টাইমস:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চকরিয়া সিটি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রভাষক আরিফুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদ।
দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক প্রভাষক আবদুল মালেলের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জহির আহমদ, প্রভাষক মনজুর আলম, সাবেক আইসিটি শিক্ষক সাংবাদিক মিজবাউল হক, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক হারুন সরোয়ার বাদল, প্রভাষক সোলতান আহমদ, প্রভাষক নন্দ দুলাল পাল, প্রভাষক আবদুল কাদের, প্রভাষক নরেশ রুদ্র, প্রভাষক হাসনীন জাহান নিম্মি, প্রভাষক শেকাব উদ্দিন, প্রভাষক মো. কামাল উদ্দিন, প্রভাষক শাহাদাত হোসেন রিপন, প্রভাষক প্রণব কুমার দে, প্রভাষক মিলটন দাশ, প্রভাষক অভিদাশ গুপ্ত, প্রভাষক মো. আবতাত উল হক, প্রভাষক তছলিমা জান্নাত মনি, প্রভাষক সমশের মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক আশরাফ উজ জামান, প্রভাষক ইফতেখার উদ্দিন রিয়াদ ও প্রভাষক ওমর ফারুক। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের স্টাফসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বুধবার (২৯ জানুয়ারি) কলেজ মাঠে শুরু হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫।
চকরিয়া টাইমস :
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদালয় মাঠে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম শহিদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ রকমারি পুরস্কার তুলে দেন।
চকরিয়া টাইমস :
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চকরিয়া সিটি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার (২৯ জানুয়ারি) কলেজ মাঠে শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠামালার সূচনা হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ইংরেজি প্রভাষক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক সুলতান আহমদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে কর্মসূচির প্রথমদিন বুধবার বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের আয়োজনে চকরিয়া আবাসিক মহিলা কলেজে এইচএসসি-২০২৪ইং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অধ্যাপক মুহাম্মদ শওকত আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মানিবক বিভাগের ছাত্রী মোছাম্মৎ আয়াতুল কুরসী।
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি। অনুষ্ঠানে চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জুবাইদুল হকের সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের সহকারী অধ্যক্ষ মুহাম্মদ রায়হান আযাদ।
এতে বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের গর্ভনিং বডির সদস্য মুহাম্মদ শেফায়েত হোসেন আরফাত, কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি কলেজের ডাইরেক্টর মুহাম্মদ দরবেশ আলী আরমান, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর সেলিম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের বাংলা প্রভাষক মুহাম্মদ সায়েম রেজা মুনির, দর্শন বিভাগের প্রভাষক মুহাম্মদ জয়নাল আবেদীন ও রাষ্ট্র বিভাগের বিজ্ঞান মোছাম্মৎ বুলবুল জান্নাত।
এসময় অতিথিবৃন্দ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ২০২৫সালের ক্যালেন্ডার ও নাস্তা বিতরণ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ।
চকরিয়া টাইমস :
চকরিয়ায় আদর্শ নূরানী শিক্ষাবোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ+প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ নূরানী শিক্ষাবোর্ড বাংলাদেশ’র চেয়ারম্যান চট্টগ্রাম রাঙ্গুনিয়া মেহেরিয়া এহয়াউল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আনাস মাদানী।
চকরিয়া শাখার ব্যবস্থাপক মাওলানা এস.এম ইদ্রিস আহমদের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা ক্বারী নূরুচ্ছুলতান, আদর্শ নূরানী শিক্ষাবোর্ডের পরিচালক আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক, পরিচালক মাওলানা মঈন উদ্দিন রুহী, কোরালখালী মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহমান ও চকরিয়া আন নূর মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল হামিদ নূরী।
পরে অতিথিবৃন্দ আদর্শ নূরানী শিক্ষাবোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতিত্বের স্বাক্ষর রাখা এ+প্রাপ্ত চকরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।