চকরিয়া টাইমস :
তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই : আবদুল্লাহ আল ফারুক
ফাঁসিয়াখালীর ৮নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
চকরিয়া টাইমস : চকরিয়ার ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) গাবতলি স্টেশন চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮নং ওয়ার্ড সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগানোর মাধ্যমে তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম।
এতে বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাষ্টার এনামুল হক, সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি এইচ এম এরশাদ ও বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ আহমদ।
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি নবিউল হোছাইন মাহিন, যুববিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ নোমান, সেক্রেটারী হামিদ হোছাইন, ৭নং ওয়ার্ড সভাপতি প্রফেসর আমিনুল হক , নুরুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল
চকরিয়া টাইমস:
৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ একেরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আজিজুল হকের সঞ্চালনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাই নাই। ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগসহ সহযোগি রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে জিম্মি করে সামগ্রিক স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন।
অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া ও সেক্রেটারি আতিকুর রহমান।
এসময় ২নং ওয়ার্ডের সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ, ৫নং ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক মোঃ ছাবের, ওলামা বিভাগের নেতা মাওলানা কাজী আবুল কাসেম, অধ্যাপক মো. জসিম উদ্দিন, মাওলানা মো. ফরিদ, মোঃ জমির, মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউনিটের সেক্রেটারি নাজেম উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার হাজিয়ান ইউনিট জামায়াতের ইফতার মাহফিল
ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতের বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল
চকরিয়া টাইমস:
চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী।
এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
কোন ষড়যন্ত্র ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না : মাওলানা মোস্তাফিজুর রহমান
চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্র ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশা’আল্লাহ। বদরের প্রান্তরে রাসূল (সা:) বিপুল সংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো, কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা এবং জুলাই ২৪ অভূথানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন আরমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মোজাম্মেল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমান, মাস্টার রিদওয়ানুল হক, আবদুল হাকিম, আবদুল আজিজ, মেম্বার আবদুল আওয়াল, মাওলানা সিরাজুল হক, মাওলানা এনামুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ ইব্রাহিম।
এসময় অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, মাওলানা রেজাউল করিম আরমান, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, হাজী আবদুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা রহমতুচ্ছালাম, মাওলানা মোফাজ্জল আহমদ, হাফেজ নুরুল আবছার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ছৈয়দ হোছাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবদুর রহমান বলেন, বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিন জীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।
চকরিয়ায় জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক মাস্টার গোলাম কাদেরের জানাযা সম্পন্ন
চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার জামায়াতের তিন মহিলা রুকনের অভিভাবক করাইয়াঘোনা নিবাসী চকরিয়া উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক প্রবীণ শিক্ষক মাস্টার গোলাম কাদেরের তিন দফা নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল দশটায় চকরিয়া পৌরসভার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের বড়ভাইয়ের নাতি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী।
প্রভাষক মাহফুজুল করিমের সঞ্চালনায় জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মরহুমের ভাতিজা মাওলানা ফজলুল কাদের ও মরহুমের একমাত্র ছেলে মাস্টার নুরুল মোমেন।
এরআগে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মাস্টার গোলাম কাদেরের শিক্ষকতা জীবনের দীর্ঘ ৪০বছর কাটিয়ে দেয়া এলাকা হারবাং হাইস্কুল মাঠে। পরে নিজগ্রাম করাইয়াঘোনা জামে মসজিদে সর্বশেষ নামাযে জানাযা শেষে; পরিবার সংশ্লিষ্ট কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাযায় ৯নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর মুহাম্মদ এহেসানুল হক, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মোহাম্মদ আতিকুর রহমানসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গোলাম কাদের বার্ধক্যজনিত কারণে সোমবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।
জামায়াতের ইসলামী একনিষ্ঠ শুভাকাংখি মাস্টার গোলাম কাদেরের সহধর্মীনি, এক মেয়ে ও পুত্রবধু সাংগঠনিক শপথের (রুকন) কর্মী।
এদিকে প্রবীণ শিক্ষাবিদ মাস্টার গোলাম কাদেরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ। মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের
চকরিয়া টাইমস:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন। ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । তিনি আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ( ১৮ মার্চ) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক ও উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের।
ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : হেদায়েত উল্লাহ
চকরিয়ার ৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
চকরিয়া টাইমস: চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় ক্যামব্রিয়ান স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
তিনি ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বলেন- মহান আল্লাহ তা’আলা রহমত, মাগফিরাত ও নাযাতের মাস মাহে রমযান আমরা মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন বলে পবিত্র কুরআনে স্পষ্ট করেছেন। যাতে করে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারি।
পানাহার থেকে শুরু করে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারে অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করার অর্থই হচ্ছে ‘তাকওয়া’। মাহে রমযান আমাদেরকে সেই তাকওয়াপূর্ণ জীবন গঠনের শিক্ষা দেয়। তিনি- ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনাসহ সকল ক্ষেত্রে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জননেতা মো. আরিফুল কবির। অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. শওকত আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ নূরী ও ছাত্রনেতা নুরুল ইসলাম।
এসময় চকরিয়া পৌরসভার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, ৮নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর সৈয়দ আলম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর জোন জামায়াতের ইফতার মাহফিল
চকরিয়া টাইমস:
ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা ছৈয়দ আলমের সভাপতিত্বে ও জামায়াত নেতা আরিফুল হুদা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম।
এসময় জামায়াত নেতা আমিরুল ইসলাম, মকসুদ আহমদসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে : পৌর আমীর আরিফুল কবির
চকরিয়া টাইমস :
শনিবার (১৫ মার্চ) ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুন্দর সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এ সংগঠন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সবধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য মানবতার সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সোনার মানুষগুলোই কেবল মানবতার কল্যাণ সাধন করতে পারে।
তিনি তিনদশক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জনে নিজেদের জীবনকে এর আলোকে পরিচালনা করার আহবান জানান।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার।
অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়াল।
এসময় সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুকসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মুহাম্মদ শাহজাহান
চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, মাহে রামাদান মহান আল্লাহ তা'আলার শ্রেষ্ঠ উপহার। রমাদানে মহান আল্লাহ কুরআন নাজিল করেছেন আবার বিজয় ও দিয়েছিলেন। দুনিয়ার জীবনে কোন না কোন ক্ষেত্রে কুরআন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত না করলে পরকালে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই কুরআন পড়ে-বুঝে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসা সকলের দায়িত্ব।তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। আমাদের মধ্যে চিন্তার ঐক্য নেই। কেউ বলছি ক্ষমতা আগে। আর কেউ সংস্কার আগে। আমাদের মধ্যে দেশ নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান প্রয়োজন। তিনি বলেন, আগ্নেয়গিরির মতো জেগে ওঠা নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সকল কিছুর উর্ধ্বে রেখে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের একটি তারকামানের রেস্টুরেন্টে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, নেজাম ইসলাম পার্টি জেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী।
প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান আরো বলেছেন, নির্বাচনের পরে সংস্কার চিন্তা করলে নতুন প্রজন্ম যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। শাসন কাঠামোতে মৌলিক কিছু পরিবর্তন অপরিহার্য।
মানুষের চাহিদা মতো নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব।
দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
আগামী নির্বাচনে শতভাগ গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলকে বড় ভূমিকা পালন করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ফেসবুকে যৎ সামান্য কাদা ছোড়াছড়ি; লেখালেখি হচ্ছে, সেটা সমাধানযোগ্য। মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। স্বৈরাচারকে কোনভাবে সুযোগ দেওয়া যাবে না।
জামায়াতের প্রশংসা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে আমাদের সঙ্গে সুন্দর রাজনীতি করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি'র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আমাদের জাতীয় ঐক্য দরকার। আগামী অন্তত তিনটি টার্ম একসঙ্গে রাজনীতি না করলে ফ্যাসিবাদ আবার চলে আসতে পারে। অন্ধকারে পড়তে পারে দেশ। এখনো সময় আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জেএইচএম ইউনুছ।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক ককসু ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর।
পবিত্র কুরআনের দারস পেশ করেন মাওলানা শফিউল হক জিহাদী।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুছা, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জিএএম আশিক উল্লাহ, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক ফরিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক।
যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়তে চায় জামায়াত : চকরিয়ায় জেলা আমীর
চকরিয়া টাইমস :
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধাচরণকারীরা নিজের পিতা-মাতা হলেও কোনো ধরনের আপোষ নয় । আল্লাহ এবং তার রাসূল (সা) মুসলমানদের চুড়ান্ত বন্ধু । বিগত স্বৈরাচারের আমলে শত হামলা-মামলায় জামায়াতে ইসলামীকে স্তব্ধ করতে পারেনি । জুলাই বিপ্লবের মাধ্যমে সেই জুলুমের শেষ হয়েছে , এটাই আল্লাহর সিদ্ধান্ত ছিল । শত শাহাদাতের নাজরানায় দেশ-বিদেশে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে । তার ধারাবাহিকতায় জামায়াত দেশের প্রথম সারির রাজনৈতিক দলে পরিণত হওয়ায় দেশি-বিদেশি ষড়যন্ত্রও বৃদ্ধি পেয়েছে । আওয়ামী লীগের মাধ্যমে ভারত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের হত্যা করেছিল । যতই ষড়যন্ত্র করুক না কেন, সামনে ইসলামী শক্তিই বড় শক্তিতে পরিণত হবে। আমাদেরকে সতর্ক ও ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে ।
সোমবার (১০ মার্চ) জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার আয়োজনে চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে ইউনিয়ন-ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ ও চকরিয়া পৌর আমীর আরিফুল কবির।
এসময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম চৌধুরী, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামানসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : আবদুল্লাহ আল ফারুক
চকরিয়া টাইমস:
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মসজিদের ছাদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি নাজিম উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আল নোমান।
এসময় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জসিম উদ্দিন, গোলাম নাজের, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি একরামুল হক, সেক্রেটারি আবদুল আজিজ, জামায়াত নেতা এইচ.এম এরশাদ, আবু ছিদ্দিক, নেজাম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
চকরিয়ার মাছঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা
চকরিয়া টাইমস:
চকরিয়ার বুড়িপুকুর মাছঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
রোববার (৯ মার্চ) বিকাল পাঁচটায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ছুটে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়ার জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন।
প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নূরুন্নবী, পেশাজীবী সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শিল্পী শোয়াইব বিন হাবিব, সেক্রেটারি কফিল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্চের শুরুতে প্রথম রমযান উপজেলার বুড়িপুকুর মাছঘাট স্টেশনস্থ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় মসজিদের বারান্দাসহ ৭টি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তন্মধ্যে রয়েছে- চিত্ত কর্মকারের মালিকানাধীন কামারের দোকান, আবুল কালামের মালিকানাধীন মুরগির দোকান, শাহেদের মালিকানাধীন ভাতঘর, আমিন ডাক্তারের মালিকানাধীন ফার্মেসি, মাহমুদুল হকের মালিকানাধীন চায়ের দোকান, রানার মালিকানাধীন টেইলার্স, এনাম মিকারের দোকান ও পাশ^বর্তী মসজিদের আংশিক বারান্দা।
পেকুয়ায় জামায়াতের নেতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ
চকরিয়া টাইমস:
মাহে রমজানকে স্বাগত জানিয়ে চকরিয়া পৌরসভা জামায়াতের মিছিল
চকরিয়া টাইমস :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী । গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাযের পর পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথা এলাকার সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে । সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না । আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন । রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রামু উপজেলা জামায়াতের স্বাগত মিছিল
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের রামু উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল বের করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামায শেষে এ মিছিল মহাসড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু বাস স্টেশনস্থ চৌমুহনী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। পরে তিনি সমাবেশের সভাপতিত্ব করেন।
রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক ও জামায়াত নেতা মুহাম্মদ সোহরাব হোসেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা- সিয়াম সাধনার মাস রমজানে আল্লাহ ভীরুতা অর্জনের আহবান জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
নতুন কমিটি ঘোষণা, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি: মাহবুবুর রহমান
সোহাইল আহমেদ, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উদ্যোগে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে এক জনসভায় তিনি এ কথা বলেন। মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা নুরুদ্দিনের সঞ্চলনায় সভাপতিত্বে করেন মোহম্মদ শামসুল হক (সুমন)
মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’
তিনি আরও বলেন আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। যেখানে জুলুম, দুর্নীতি, অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সমৃদ্ধি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সাম্য। সেই রাষ্ট্র হবে ইসলামি মূল্যবোধের রাষ্ট্র। এ জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশা আল্লাহ সফল হবে
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী নিয়াজুল করীম, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জাকির হোসাইন,হাফেজ কারী মোহাম্মদ আলী, মুফতি সাইদুর ইসলাম আল মাদানী, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, আলমগীর হোসাইন (বাদল), মুফতি মাসুম বিল্লাহ ফরিদী আরও উপস্থিত ছিলেন হাফেজ আশ্রাফ আলী, মুফতি শেখ সাদী বিন আব্দুল মজীদ, মুফতি মোবারক উল্লাহ সিরাজী, শফিক মিয়া প্রমূখ।
পরে সম্মেলন শেষে দুই (২০২৫-২৬) বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয় সভাপতি মো: শামসুল হক সুমন, সহসভাপতি মো: জুবায়ের আহমেদ, সহসভাপতি মুফতি সাইদুল ইসলাম, সেক্রেটারি মওলানা জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুদ্দিন।
“আমরা বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালোবাসি” : কক্সবাজারে ডা. শফিকুর রহমান
চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’আলার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ। চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়। তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আমীরে জামায়াত আরো বলেন, সকল ইসলামী দলকে ঐকব্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা। বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তাছাড়া সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মুছাসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
এসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, কক্সবাজার জেলা বারের চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।