Showing posts with label বাণিজ্যিক. Show all posts
Showing posts with label বাণিজ্যিক. Show all posts
গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন

চকরিয়া টাইমস :

বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, বেনাপোল পৌরসভা মেয়র মোঃ নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে দ্রুততার সাথে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক : 

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রবি আজিয়াটা লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে স্বশরীরে এবং অনলাইনে অনুষ্ঠিত হয়। 

 সভায় রবি আজিয়াটা লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিবেক সুদ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, রাজীব শেঠি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রাশিদ,অন্যান্য বোর্ড সদস্য ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব, সাহেদ আলম। 

শেয়ারহোল্ডারদের উদ্দেশে রবি’র চেয়ারম্যান বিবেক সুদ বলেন, ‘২০২৩ সালে অসাধারণ কিছু উদ্যোগের মাধ্যমে রবি'র গুণগত সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। ডিজিটাল ট্রান্সফর্মেশনের এই যাত্রায় গ্রাহকেরা রবিকে আপন করে নিয়েছে। তবে টেলিযোগাযোগ খাতে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে কর ব্যবস্থা। কর ব্যবস্থা যৌক্তিক না হলে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ কষ্টসাধ্য হয়। এর বাইরে দেশের বিধি বিধান অনুসরণ করে আমরা ব্যবসার প্রবৃদ্ধিতে যা যা করার সবই করছি। আমাদের সম্মানিত সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানাই তারা তাঁদের মূল্যবান বিনিয়োগের কাঙ্খিত ফলাফল পেতে আমাদের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন।"

২০২৩ সালে রবি'র শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৬১ টাকা। এ সময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবি সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে  ২৮.১৮%।  রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

চকরিয়া হজ্ব কাফেলা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া হজ্ব কাফেলা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পৌরশহরের পবিত্র হজ্ব ও উমরাহ যাত্রী এবং প্রবাসী সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) বিকাল ৫টায় হজ্ব কাফেলা নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। 

চকরিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও চকরিয়া হজ্ব কাফেলার পরিচালক ছৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.আর বিশ্ব সংযোগের পরিচালক চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশন প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জাফর আলম, সহ-সেক্রেটারি হাফেজ ওমার ফারুক, মা ট্রাভেলসের পরিচালক মিজানুর রহমান, আফিফা ট্রাভেলসের পরিচালক আব্দুল খালেক, আল-মনোয়ারা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ, বাংলাদেশ ট্রাভেলসের পরিচালক মিজবাহ উদ্দিন, শাহ আবরার হজ্ব কাফেলার পরিচালক শহিদুল ইসলাম, নুসাইফা ট্রাভেলসের পরিচালক শহিদুল ইসলাম ছোটন, নাছির ট্রাভেলের পরিচালক মক্কী নাছির উদ্দীন, এয়ার ইন্টারন্যাশনালের পরিচালক হাবিবুর রহমান, চকরিয়া প্রবাসী ট্রাভেসের পরিচালক সাইফুল ইসলাম শাওন, চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, ওসমান গণি, সোহেল প্রমুখ। 

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরখান উদ্দিন।

চকরিয়া জনতা শপিং সেন্টারে শৈশবের শাখা উদ্বোধন

চকরিয়া জনতা শপিং সেন্টারে শৈশবের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ায় বাচ্চাদের রুচিসম্মত পছন্দের জামা কালেকশনের রকমারি পোষাকের সমাহার নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে স্মার্ট গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান “শৈশব” এর ৫২তম শাখা।

শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরশহরের জনতা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি এ প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 

শৈশব চকরিয়া শাখার স্বত্ত্বাধিকারী ফখরউদ্দিন রাজির সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, শৈশব প্রধান কার্যালয়ের মার্কেটিং অফিসার মো. মাহাদী হাসান রাজু, কমার্শিয়াল ম্যানেজার জিয়াউল করিম ও চট্টগ্রাম বিভাগের ইনচার্জ কলিম উল্লাহ আজাদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রুবেলসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে শৈশবের মার্কেটিং অফিসার মোহাম্মদ মাহাদী হাসান রাজু বলেন, স্মার্ট গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান  শৈশব ফ্যাশন্স বাংলাদেশ লিমিটেডই দেশের শিশু-কিশোরদের জন্য একমাত্র ব্র্যান্ড। শুধুমাত্র এ প্রতিষ্ঠানটিই শূন্য তথা নবজাতক থেকে শুরু করে ১২ থেকে ১৩ বছর বয়সী শিশু কিশোরদের জন্য সব ধরনের রুচিসম্মত পণ্য উৎপাদন করে দেশব্যাপি সাড়া ব্যাপক জাগিয়েছে। দেশের অন্যান্য এলাকার শো’রুমগুলোর মতো শৈশব ফ্যাশনের চকরিয়া শো’রুমও গ্রাহকদের চাহিদা পুরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


চকরিয়া জনতা শপিং সেন্টারে হজ্জ ও উমরাহ প্রতিষ্ঠান “আদ-দোহা ইন্টারন্যাশনাল” উদ্বোধন

চকরিয়া জনতা শপিং সেন্টারে হজ্জ ও উমরাহ প্রতিষ্ঠান “আদ-দোহা ইন্টারন্যাশনাল” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া পৌরশহরের ঐতিহ্যবাহী জনতা শপিং সেন্টারের তৃতীয় তলায় শুভ উদ্বোধন করা হয়েছে হজ্জ ও উমরাহ’র বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ-দোহা ইন্টারন্যাশনালের কর্পোরেট অফিস।

বৃহস্পতিবার (৭মার্চ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আছহাব উদ্দিন আছাদ ও সহকারী পরিচালক মুহাম্মদ হাছান মুনিরীর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলার প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা বশির আহমদ, কাফেলা প্রধান উপদেষ্টা সাতকানিয়া ছদাহা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা গিয়াস উদ্দিন, কাফেলার উপদেষ্টা চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. এনামুল হক, কাফেলার উপদেষ্টা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক ও কাফেলার উপদেষ্টা বাস স্টেশন জামে মসজিদের খতিব সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ।  এসময় বিভিন্ন মসজিদ মাদরাসার আলেম-ওলামা ও শিক্ষকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কাফেলার প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা বশির আহমদ।

চকরিয়ায় চারদিনের হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা সম্পন্ন

চকরিয়ায় চারদিনের হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় হস্তশিল্প নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে মেলার আয়োজন করছেন নারী উদ্যোক্তাদের সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতি। অনুষ্ঠিত চার দিনব্যাপী মেলা সুষ্ঠু, সুন্দরভাবে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৌরশহরে কোরক বিদ্যাপীঠের সামনে বিজয় মঞ্চ মাঠে এ মেলার আয়োজন করা হয়। শুরু হওয়া চার দিনব্যাপী হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মেলা রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টায় শেষ হয়।

মেলা আয়োজক কমিটির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাত হোছাইন এলি'র সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। প্রধান আলোচক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া- পেকুয়া সার্কেল) রাকীব উর রাজা, সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, সুরাজপুর- মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপি’র সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, এনএএন টিভির ডিরেক্টর ও জনতা শপিং সেন্টার ব্যবস্থপনা পরিচালক এমডি জাফর আলম কোম্পানি, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম সিদ্দিকী প্রমূখ।

চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়েছিলেন মোট ৩৪জন নারী উদ্যোক্তা। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলে। এছাড়া মেলা চলাকালীন চকরিয়ায় শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

সূত্রে জানা গেছে, মেলায় উপজেলার উদ্যোক্তারা ২৩টি স্টল দেন। এসব স্টলে বিভিন্ন ধরনের হোমমেড কেক, পিঠা, আচার, ঘি, হাতের তৈরি বিভিন্ন প্রসাধনী, তুলি, ব্লক, আলপনা আঁকা হস্তশিল্প, বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন পণ্য, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, মণিপুরি শাড়ি, ব্যাগসহ নানা সামগ্রী স্থান পায়।

বৈরী আবহাওয়ার মধ্যেও শত শত নারী-পুরুষ মেলায় এসে কেনাকাটা করেন।এ মেলার পণ্যগুলো ছিল শতভাগ দেশীয়। হাতে তৈরি নান্দনিক এসব পণ্যের মান নিয়ে বেশ সন্তুষ্ট ক্রেতারা; এমন দাবি আয়োজক কর্তৃপক্ষের।
চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চকরিয়া শাখাধীন পৌরশহরের জনতা শপিং সেন্টারের নীচ তলায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় ব্যাংকটির ১৩৪ তম এটিএম বুথের উদ্বোধন করা হয়।
চকরিয়া শাখার ম্যানেজার এফএভিপি মো. মিজানুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)।
এতে উদ্বোধক ছিলেন আওয়ামী তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, জনতা শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও এনএএন টিভির ডিরেক্টর এমডি জাফর আলম কোম্পানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাওলানা মনসুর আলম কোম্পানি, ব্যাংকটির চট্টগ্রাম জোনের জোনাল হেড ডিএমডি রাশেদ সরওয়ার ও জুবিলী রোড শাখার ম্যানেজার ইভিপি এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের।
এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন শাখার ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ জানান, গ্রাহকগণ এই এটিএম বুথের মাধ্যমে কোনধরনের বিঘ্ন ছাড়া সার্বক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।
চকরিয়ায় দোহা ফুডের শাখা উদ্বোধন

চকরিয়ায় দোহা ফুডের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরশহরের পুরাতন বাস টার্মিনাল স্টেশন মসজিদ সংলগ্ন স্বাদে ও মানে আপোষহীন বিশুদ্ধ ফাস্টফুড ও মিষ্টান্ন বিতানের রুচিশীল প্রতিষ্ঠান দোহা ফুড লিমিটেডের ২০তম চকরিয়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোহা ফুডের চেয়ারম্যান মো. আবদুল গণি। তিনি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে চকরিয়া শাখার স্টোর কার্যক্রম পরিদর্শন করেন। 

চকরিয়া শাখার স্বত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মো. জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডি.জি.এম জহির উদ্দিন বাবর, ডিরেক্টর মোস্তাক আহমদ, পরিদর্শক সাদ্দাম হোসেন ও আলী হোসেন। 

পরে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন চকরিয়া পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন। 

দোয়া মুনাজাত শেষে অতিথি ও উপস্থিতিদের সাথে নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুল গণি।


চকরিয়ার বদরখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২১৬তম উপশাখা উদ্বোধন

চকরিয়ার বদরখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২১৬তম উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার বদরখালীতে রেজা টাওয়ারের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২১৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. জাফর আলম। 

উপশাখা ইনচার্জ মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে বদরখালী উপশাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে হোসাইন আরিফ, চকরিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শহিদ উল্লাহ ও চকরিয়া শাখার অপারেশন ম্যানেজার আসফাকুল হক মিটন। 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংটির  শাখা ও উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের জানাযা সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার ডুলাহাজারার কৃতি সন্তান ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার আরডিএস প্রকল্পের কর্মকর্তা মো. নুরুল ইসলাম ভুট্টোর নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ডুমখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ আবদুল্লাহ ফয়েজ আকিল। 

এতে ইসলামী ব্যাংকের উর্ধ্বতন ও স্থানীয় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।  

উল্লেখ্য, রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম ভুট্টো (৪৮) মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঈদগাঁও খোদাইবাড়ি রাশেদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হন। একটি মালবাহী কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয় পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল ইসলাম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী নিবাসী জনৈক ইসহাক আহমদের ছেলে। তিনি সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।


চকরিয়া পৌর বাসটার্মিনালের কাঁচাবাজারে ডাচ বাংলা’র এজেন্ট ব্যাংক উদ্বোধন

চকরিয়া পৌর বাসটার্মিনালের কাঁচাবাজারে ডাচ বাংলা’র এজেন্ট ব্যাংক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালের কাঁচাবাজারে মেসার্স তাকরিম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ডাচ বাংলা ব্যাংক চকরিয়া শাখাধীন এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভা চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তীতুর সভাপতিত্বে ও ব্যাংকের সেলস ম্যানেজার ওমর ফারুকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক। 

এতে এজেন্ট ব্যাংকের নানামুখী সুযোগ সুবিধা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. এমরানুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার নির্বাহী অফিসার (পিএনও) মাসুদ মোরশেদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হানিফ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন, সিনিয়র সেলস ম্যানেজার আশফাকুর রহমান ও কক্সবাজারের এরিয়া ম্যানেজার চন্দন শর্মা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ আলমগীর মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার এজেন্ট মো. হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম ও কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল সওদাগর। 

সভা শেষে অতিথিবৃন্দ বর্ণিল ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ৮২১৫তম এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এরআগে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতা কামনা করে স্থানীয় আলেম-ওলামাদের অংশগ্রহণে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।


চকরিয়া হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিকের উদ্বোধন

চকরিয়া হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিকের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হসপিটালের দক্ষিণ পার্শ্বে হাজী কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে চকরিয়া হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিকের বিপনী প্রতিষ্ঠান। 

স্বত্ত্বাধিকারী মো. জুবাইরুল ইসলামের পরিচালনাধীন এ দোকান থেকে সকল প্রকার রং, হার্ডওয়্যার, ইলেক্ট্রিক এবং যাবতীয় নির্মাণ সামগ্রি পাইকারী ও খুচরা সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। শুক্রবার (২০অক্টোবর) জুমার নামাযের পর আলেম-ওলামাদের নিয়ে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক।


ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. জুবাইরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিয়ানের বিশিষ্ট সমাজসেবক মকছুদ আহমদ, ফাঁসিয়াখালীর সাবেক এমইউপি নুরুল হক ও বিশিষ্ট আলেমেদ্বীন সহকারী অধ্যাপক মাওলানা শওকত ওসমান। 

এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুনাজাত শেষে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়। 

চকরিয়া সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠিত

চকরিয়া সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি ও আমির হোছাইন সম্পাদক মনোনীত 

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরশহরের প্রসিদ্ধ বিপনি বিতান চকরিয়া সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চকরিয়া হজ্ব কাফেলার কার্যালয়ে সকাল ১০টা থেকে নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এবং শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়।

অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মো. বশিরুল আলমকে প্রধান উপদেষ্টা এবং আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহকে সভাপতি ও আমির হোছাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪০সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। 

এতে কমিটির অন্যান্য পদের নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. শোআইব, সহ-সভাপতি মকসুদ আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন। 

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন টিটু বি.এ (অনার্স) এম.এ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান। 

অর্থ সম্পাদক রিয়াদুল ইসলাম, সিনিয়র সহ-অর্থ সম্পাদক এহছানুল হক, সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম। 

সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম এমরান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক হেফাজত উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান। 

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেফায়াত হুদা রাজু, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফরহাদুল ইসলাম। সমাজ কল্যাণ সম্পাদক মো. আতিক বিন ওসমানী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. ইসমাইল। 

প্রচার সম্পাদক মো. এরশাদ, সহ-প্রচার সম্পাদক মো. সেলিম। ধর্ম-বিষয়ক সম্পাদক মাওলানা নুর নবী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোরসাল। সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাজাহান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ। 

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জামির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল করিম সাজ্জাদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম। ক্রীড়া বিষয়ক সম্পাদক বিষু কর্মকার, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসান মো. খোকন ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তকি উল্লাহ সাকিবকে মনোনীত করা হয়। 

এদিকে নবমনোনীত পরিচালনা কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা  বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মো. বশিরুল আলম। চকরিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতিতে ৮৩জন সদস্য রয়েছে। 

এসময় নবমনোনীত সভাপতি চকরিয়া হজ্ব কাফেলার স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সুন্দর একটি কর্মসূচী সফল করার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আগামীতে আরো সুন্দর সমিতি উপহার দেয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজারের পিতার ইন্তিকাল

শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজারের পিতার ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক : 

শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. মিজানুল করিম ও দৈনিক নয়াদিগন্তের পেকুয়া প্রতিনিধি সফওয়ানুল করিমের পিতা মাস্টার মুবিনুল হক ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

পেকুয়া উপজেলার সিকদারপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষক মুবিনুল হকের বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল রোববার বাদ আছর পেকুয়া সিকদারপাড়াস্থ পারিবারিক কবরস্থান মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে সেখানেই দাফন কার্যক্রম সম্পন্ন হয়। 

এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।


চকরিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ব্যাংক মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় শাখা ব্যবস্থাপক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপশাখা ব্যবস্থপক শহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় শুরুতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম। 

এসময় বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় শুভ উদ্বোধন করা হয়েছে চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এম.আর বিশ্ব সংযোগের স্বত্ত্বাধিকারী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সবুজ বাংলা ট্রাভেলস এজেন্সির মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান।
সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহ।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, আবাহা ওভারসিজ চকরিয়ার ফরিদুল আলম, মোঃ কুতুব উদ্দিন, হেফাজ উদ্দিন, আবদুল খালেক, আবুল কালাম, মুহাম্মদ আবদুর রউফ মনছুর, নেজাম উদ্দিন প্রমুখ।
সভা শেষে যোহরের নামায আদায়ের মাধ্যমে দোয়া মুনাজাত পরিচালনা করেন গালফ ট্রাভেলসের মালিক মুহাম্মদ জাফর আলম। পরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজের খাবার পরিবেশন করা হয়।
চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩৯তম শাখা উদ্বোধন

চকরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩৯তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌর শহরের জনতা শপিং টাওয়ারে শুভ উদ্বোধন করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখা। বুধবার (২৮ডিসেম্বর) ব্যাংক মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চিরিঙ্গা মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ রিয়াজ উদ্দিন। 

হেড অফিসের এসইভিপি মো. শামসুদ্দোহা শিমুর সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক মো. মিজানুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান এসইভিপি রাশেদ সরওয়ার। তিনি অতিথিসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। তিনি বক্তব্যে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চকরিয়া শাখার উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী ও পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ, বহদ্দারকাটা মাদরাসার পরিচালক মাওলানা হোসাইন আহমদ ও সাংবাদিক এ.কে.এম নাছির উদ্দিন। এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-স্টাফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমান্য লোকজন উপস্থিত ছিলেন।   

পরিবেশ বান্ধব সামুদ্রিক লবণ উৎপাদনে চকরিয়ায় পদক্ষেপের এডভোকেসি কর্মশালা

পরিবেশ বান্ধব সামুদ্রিক লবণ উৎপাদনে চকরিয়ায় পদক্ষেপের এডভোকেসি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : 

“পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ কর্মসূচি” শীর্ষক চকরিয়া উপজেলা পর্যায়ে এডভোকেসি কর্মশালা মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল এগারোটায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিসিক কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ জাফর ইকবাল ভূঁইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম নাছিম হোসেন। 

শুরুতে তথ্যভিত্তিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের ম্যানেজার রঞ্জন কান্তি পন্ডিত। 

এসময় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, বিভিন্ন লবণ কেন্দ্রিক মিল মালিক ও চাষি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৪তম শাখা উদ্বোধন

চকরিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৪তম শাখা উদ্বোধন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া পৌরশহরের সিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন করা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৪তম শাখা। রোববার (২অক্টোবর) বিকাল চারটায় প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী চকরিয়ার কৃতি সন্তাান জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। 

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও ব্যাংকের ডিএমডি এম.ডি ফোরকান উল্লাহ। 

এসময় ব্যাংকের উর্ধ্বতন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল্লাহ অপু। পরে ব্যাংকের সমৃদ্ধি ও সফলতা কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কফিল উদ্দিন।


রপ্তানিযোগ্য শুটকি-বালাচাও উৎপাদনে ৪০নারী উদ্যোক্তাকে কক্সবাজার শপ ডটকমের প্রশিক্ষণ

রপ্তানিযোগ্য শুটকি-বালাচাও উৎপাদনে ৪০নারী উদ্যোক্তাকে কক্সবাজার শপ ডটকমের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপদ শুটকি উৎপাদনে ব্যাপক সাড়া জাগিয়েছে কক্সবাজার শপ ডটকম। শুধু তাই নয়, উৎপাদিত শুটকি থেকে বালাচাও তৈরিতে এগিয়ে আসা ৪০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণও প্রদান করেছে। পাশাপাশি আরো ৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণসহ সরঞ্জামাদি সরবরাহ করেন।

বুধবার ১৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার শপ ডটকমের উদ্যোগে আয়োজিত 'প্রজেক্ট লার্নিং, শেয়ারিং এন্ড ক্লোজআউট ওয়ার্কশপে এসব তথ্য জানানো হয়। শুরুতে ওয়ার্কশপের উদ্বোধন করেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এম. বদরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার ডটকমের প্রোপাইটর লিটন দেবনাথ। তিনি জানান, শুধুমাত্র শুটকি উৎপাদনে নয়। তার প্রতিষ্ঠান কাস্টমার সচেতনতা, পুষ্টি বিষয়ক অনুষ্ঠানসহ মৎস্য সপ্তাহেরও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জানান, তাদের উৎপাদিত ১০০ ভাগ নিরাপদ এবং বিষমুক্ত শুটকি কক্সবাজারকে দেশব্যাপী নতুন করে পরিচিতি দিয়েছে। সরকারিভাবে নিবন্ধন পেলে তাদের উৎপাদিত শুটকি ও বালাচাও রপ্তানির সুযোগ তৈরি হবে।

জোন অফ রেজিলিয়েন্স কোঅর্ডিনেটর এসএম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কক্সবাজার জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড ফিশ'র অ্যাকোয়াকালচার স্পেশালিষ্ট ড. আবদুল বাতেন ভুঁইয়া। ইউএস এইডের অর্থায়নে ওয়ার্ড ফিশের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার প্রজেক্টের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুটকি উৎপাদনকারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, উদ্যোক্তা, সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।