Showing posts with label প্রকৃতি ও পরিবেশ. Show all posts
Showing posts with label প্রকৃতি ও পরিবেশ. Show all posts
ফুলকুঁড়িদের বৃক্ষরোপণ

ফুলকুঁড়িদের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস : 

ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) শাখাধীন চকরিয়া পৌরশহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাড়ির আঙ্গিনায় চারা গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় আসরের কৃষি শিল্প ও বিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম ও জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ। জেলা শাখার সহকারী পরিচালক আবু নাঈমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচি ক্ষুদে ফুলকুঁড়ি সদস্যরাও অংশগ্রহণ করে। পরে তাদের মাঝে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

চকরিয়ার সাহারবিলে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চকরিয়ার সাহারবিলে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চকরিয়া টাইমস :

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলাধীন সাহারবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯জুলাই) এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর তাগিদ দিয়ে সকলকে সচেতন ও এগিয়ে আসার আহবান জানিয়ে উপস্থিত বেশ কজনের হাতে ফলদ, বনজ ও ঔষুধি বিভিন্ন প্রচাতির গাছের চারা তুলে দেন।
এসময় জামায়াত নেতা মাওলানা আশরাফুল মোস্তফা, ডাঃ আবদুস সামাদ, হাফেজ মাসুমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়ায় শিবিরের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখা।

শুক্রবার (২১জুন) চারা রোপণের মধ্যদিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ আরমান।

চকরিয়া শহর সভাপতি মো. ইবরাহিম সিদ্দিকী ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোণ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম শিশিরসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দিয়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
কোনাখালীতে পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন

কোনাখালীতে পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার কোনাখালী সিকদারপাড়ায় পরিবেশবান্ধব গ্রাম বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) এ কর্মসূচির আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড  ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্প। প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদারের সার্বিক তত্বাবধানে সিকদারপাড়া গ্রামের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে পরিবেশ বান্ধব গ্রাম তৈরি, জনসচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ফেমিনিষ্ট ক্ল্যাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ ও ফিল্ড অফিসার আব্দুল হান্নানসহ সহযোগি সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও চারা রোপনকালে প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের জনগোষ্ঠীর জন্য সুষম বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব গ্রাম এবং জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স কাজ করছে। সেই সাথে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার সুনিশ্চিত করে নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ ও সবুজ ব্যবসায় বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস-(বিআইডিফোরসিজে)” প্রকল্পের মাধ্যমে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন, ইয়োথ নেটওয়ার্ক গঠনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ওই গ্রামের বড় সমস্যা ব্যবহার যোগ্য সুপেয় পানির অভাব এবং আবহাওয়া-জলবায়ু পরিবর্তন জনিত বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) বিনষ্ট ও ক্ষয়ক্ষতি। পাশাপাশি গ্রামের সকল শ্রেনির মানুষদের ঐক্যবদ্ধ করে তাদের দক্ষতা বৃদ্ধি, বৃক্ষ রোপন, পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা, বাড়ির আঙ্গিনায় সবজি বাগান, সবুজ বনায়ন গ্রামবাসী একত্রিত হয়ে এ কার্যক্রম বাস্তবায়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।   

উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স অক্সফ্যাম বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড  ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” নামক একটি প্রকল্প কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার কয়রা উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থপনা এবং  জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী যে সকল সমস্যায় রয়েছে, সে সকল সমস্যা সমাধানে প্রকল্পের উদ্যোগসমূহ “জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন”; বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) পুনরুদ্ধারে পুকুর সংস্কার, বৃক্ষ রোপন এবং পরিবেশ উন্নয়নসহ সুপেয় পানির ব্যবস্থা। 


চকরিয়ায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

চকরিয়ায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল; “করবো ভূমি পুনরুদ্ধার, মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”। 

বুধবার (৫জুন) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল- কুইজ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ। 

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাস্টার আনছারুল করিমের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্পের ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ। 

অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, পরিবেশ সংগঠক সাইদুল হক প্রমুখ। 

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ইমরানুল ইসলামসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে সকালে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাধিক ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সহযোগি সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। 

চকরিয়ায় প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ স'মিল ও শ্যালুমেশিনসহ পাইপ জব্দ

চকরিয়ায় প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ স'মিল ও শ্যালুমেশিনসহ পাইপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ডুলাহাজারায় ২টি অবৈধ স'মিল উচ্ছেদ করেছে। একই সাথে মাতামুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ২টি শ্যালুমেশিনসহ পাইপ জব্দ করা হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) উপজেলার ডুলাহাজারায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে তিনটি মামলায় ৬০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে। 

এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। 

চার ঘন্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও আনসার বাহিনী অংশ নেন।

সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই 


সংবাদ বিজ্ঞপ্তি :

"গাছ লাগান পরিবেশ বাঁচান" এই শ্লােগানে সাংবাদিক সংসদ কক্সবাজার এর উদ্যােগে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি৷ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। 

সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম। 

তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।"

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল। 

বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরও অনেকেই।

চকরিয়ায় ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

চকরিয়ায় ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বার্তা পরিবেশক : 

চকরিয়ায় ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে তিন মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১জুন) শাখার অন্যতম আসর চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হাসনাহেনা আসরে এ কর্মসূচি শুরু হয়।      

শাখা পরিচালক মুহাম্মদ ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক আবু নাঈমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শাখার মিডিয়া উপদেষ্টা চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ ও বিশিষ্ট সমাজসেবক মো. আবু ছাদেক। এসময় শাখা সংগঠক আরমান মুহাম্মদ রাফিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংক বোয়ালখালীর গোমদন্ডী শাখায় বৃক্ষরোপন কর্মসূচি পালন

গ্রামীণ ব্যাংক বোয়ালখালীর গোমদন্ডী শাখায় বৃক্ষরোপন কর্মসূচি পালন

বার্তা পরিবেশক : 

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে মঙ্গলবার (২০ শে) জুন গ্রামীণ ব্যাংক বোয়াখালীর গোমদন্ডী শাখায় বৃক্ষরোপন অভিযান পালন করা হয়েছে। 

বিশ্বব্যাপী  উষ্ণতা বৃদ্ধি, প্রকৃতিক পরিবেশ বিপন্ন, জলবায়ু পরিবর্তন এবং নির্বিচারে বৃক্ষ নিধনযজ্ঞে যে সংকট তৈরি হয়েছে, সেখান থেকে পরিত্রাণের জন্য গ্রামীণ ব্যাংক প্রাধান কার্যালয় বর্ষকাল ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় চট্টগ্রাম যোনের নবাগত যোনাল ম্যানেজার কে এম রহমত উল্লাহ এর নির্দেশনায় বোয়ালখালী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এর তত্বাবধানে এরিয়ার ১২টি শাখায় ব্যাপক আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। 

গোমদন্ডী শাখার শাখা ব্যবস্থাপক মোক্তার আহমেদ এর নেতৃত্বে শাখার সকল সহকর্মী স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। এ সময় কেন্দ্রে কেন্দ্রে সকল সদস্য কর্মসূচি সফল করার লক্ষ্যে বাড়ির আঙিনায় পতিত জায়গায় ও রাস্তার দু'পাশে বৃক্ষরোপন করে। 

গ্রামীণ ব্যাংকের এই কর্মসূচি এলাকায় সাড়া জাগিয়েছে এবং সাধারণ জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহিত করেছে। বোয়ালখালী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় আমাদের বৃক্ষ রোপন অব্যাহত থাকবে। 

গ্রামীণ ব্যাংক সবসময় দেশ ও জাতির কল্যাণে অগ্রগামী। গোমদন্ডী শাখার শাখা ব্যবস্থাপক মোক্তার আহমেদ বলেন, নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠান মানুষের জন্য নিবেদিত। "গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সকল কর্মকর্তা/ কর্মচারী ও সদস্যের সাথে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। এই সময় শাখার ৬৩টি কেন্দ্রে এক সাথে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার’র কমিটি গঠন

পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার’র কমিটি গঠন

বার্তা পরিবেশক : 

কক্সবাজারে কর্মরত পেশাদার পরিবেশ সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অস্থায়ী কার্যালয়ে পরিবেশ সাংবাদিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সবার সর্বসম্মতিক্রমে ইব্রাহিম খলিল মামুনকে সভাপতি এইচ এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ইরফান উল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার এর কমিটি গঠন করা হয়। 

এছাড়াও কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি ওসমান গণি, অর্থ সম্পাদক তারেক হায়দার, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং নির্বাহী সদস্য করা হয়েছে ইসলাম মাহমুদকে।

উল্লেখ্য, সভায় আগামী তিন মাসের মধ্যে অন্যান্য পদগুলো পূরণের সিদ্ধান্ত হয়।

চকরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

চকরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: 

"স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাতুজ্জামান দিপু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার মোঃ এস এম নাসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। এরআগে প্রধান অতিথি জাফর আলম এমপিসহ অতিথিবৃন্দ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল সরেজমিন ঘুরে ফিরে পরিদর্শন করেন।

এসময় সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সাংবাদিক শাহজালাল শাহেদ, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রদর্শনী স্টলে ২০ সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রাণিসম্পদ পরিচর্যায় সফল ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়ায় বিপন্ন প্রজাতির ২ ভালুক শাবকসহ ‘পাচারকারি’ গ্রেপ্তার

চকরিয়ায় বিপন্ন প্রজাতির ২ ভালুক শাবকসহ ‘পাচারকারি’ গ্রেপ্তার

শাকিলুর রহমান শাকিল (চকরিয়া টাইমস) : 

কক্সবাজারের চকরিয়ায় বিপন্ন প্রজাতির কালো ভালুকের দুইটি শাবকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে আন্তর্জাতিক ‘পাচারকারি চক্রের সদস্য’ বলছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকায়  অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

গ্রেপ্তার দীপক দাস (৩২) দিগর পানখালী এলাকার মৃত সোনারাম দাসের ছেলে। উদ্ধার হওয়া ভালুক শাবক দুইটির বয়স আনুমানিক দুই মাস এবং প্রতিটির ওজন এক কেজির বেশি।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, দীপক দাসের আমদানি-রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচারকাজে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে আগে থেকে তথ্য ছিল। এতে পুলিশ দীর্ঘদিন ধরে তার ওপর নজরদারি শুরু করে। 

সম্প্রতি দুই ভালুক শাবক পাচার করে এনে দীপক নিজ হেফাজতে জিম্মি করে রেখেছে- এমন তথ্য পেয়ে শুক্রবার রাতে দিগর পানখালী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল ।

অভিযানে সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে দীপক পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে বাড়িটিতে তল্লাশী চালিয়ে ভালুক শাবক দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, “গ্রেপ্তার দীপক দাস আন্তর্জাতিক বন্যপ্রাণি পাচারকারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি বান্দরবান সীমান্তের চোরাইপথে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমদানি-রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী আনতেন।

পরে কিছুদিন নিজ হেফাজতে রেখে অধিক মুনাফায় পাচার চক্রের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতেন। উদ্ধার করা ভালুক শাবকগুলো ১৪ দিন আগে তিনি মিয়ানমার থেকে পাচার করে আনেন।"

দীপকের দেওয়া তথ্য মতে, সক্রিয় পাচার চক্রের সদস্যরা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে বাণিজ্য নিষিদ্ধ বন্যপ্রাণী ভারতে পাচার করে থাকে।”

সাম্প্রতিক সময়ে এই পাচার চক্রের সদস্যরা দুইটি ভালুক, দুইটি উল্লুক ও ছয়টি লজ্জাবতী বানর ভারতে পাচার করার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন মাহফুজুল ইসলাম

বনায়ন ধ্বংস এবং বন্যপশু শিকারের কারণে ভালুকদের সংকটাপন্ন প্রজাতির প্রাণি হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)। বাংলাদেশে কালো ভালুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এবং বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসীল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

গ্রেপ্তার দীপক দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান এসপি মো. মাহফুজুল ইসলাম।

মারা গেছে ডুলাহাজারা সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’ : থানায় জিডি

মারা গেছে ডুলাহাজারা সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’ : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার অন্যতম প্রাকৃতিক বিনোদন কেন্দ্র ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পুরুষ হাতি ‘সৈকত বাহাদুর’ অজ্ঞাত রোগে মারা গেছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল চারটার দিকে পার্কের অভ্যান্তরে হাতির গোদা নামক এলাকায় হাতিটি মারা যায়।  

এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৪০১) করেন। তিনি হাতির মাহুত ফারুক হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩২বছর বয়সী পুরুষ হাতি সৈকত বাহাদুর সোমবার বিকালে হাতি রক্ষিত এলাকায় স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণকালে আকষ্মিতভাবে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে সংশ্লিষ্ট ভেটেরিনারী চিকিৎসক সরেজমিন শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। 

তিনি আরো জানান, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ময়না তদন্ত করা হবে। এ জন্য ল্যাব রিপোর্ট পেতে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।  

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলো চকরিয়ার হাছান মুনিরী

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলো চকরিয়ার হাছান মুনিরী

চকরিয়া টাইমস : 

চকরিয়ায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ্যাওয়ার্ড পেয়েছেন চকরিয়ার তরুণ সমাজসবেক ও ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ হাছান মুনিরী। রোববার (২০ নভেম্বর) সিজেএফবি'র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে “নদী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বীয় কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন। 

সিজেএফবি উপদেষ্টা কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টে র বিচারপতি এস.এম মজিবুর রহমান। তিনি চকরিয়ার তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ হাছান মুনিরীর হাতে সনদপত্রসহ সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ডটি তুলে দেন। 

বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর ড.শহীদ মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য শামসুল আলম দুদু এমপি। 

এছাড়া অর্থমন্ত্রণালয় অতিরিক্ত সচিব  পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ পুলিশের এডিশন্যাল এসপি কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম ও বাংলাদেশ টেলিভিশনের দেশবরেণ্য গীতিকার হাসান মতিউর রহমানসহ দেশের সুপরিচিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবীদ, আইনজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বপ্নচূড়া বরইতলীর বৃক্ষরোপণ

স্বপ্নচূড়া বরইতলীর বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : 

স্বপ্নচূড়া বরইতলীর উদ্যোগে বরইতলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটি একাধিক টিম উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়, বরইতলী উচ্চ বিদ্যালয়, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে ফলজসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করে।  

সংগঠনূ সূত্রে জানা গেছে, রোপিত চারাগাছের মধ্যে রয়েছে কৃঞ্চচূড়া, কাঠ বাদাম, চম্পাফুল, নিমপাতা, গন্ধরাজ, তাল গাছ, বেলি ফুল, পাতা বাহার, এক জোড়া, ক্রিশমাস ইত্যাদি।  

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্বপ্নচূড়া সংগঠনের সদস্য আনিসুল ইসলাম ফারুকী, এস এম আবদুল হাই, মোঃ ইলিয়াস উদ্দীন, নুরুল ইসলাম, মোঃ আরফাত, শরিফুল ইসলাম, ফয়জুল ইসলাম, মোঃ আরমান, মোঃ রিদুয়ানুল হক, মোঃ মুর্শেদ আলম, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ নাঈম, রিয়াজ আহমদ, রাকিবুল আবরার প্রমুখ উপস্থিত ছিলেন। 

রপ্তানিযোগ্য শুটকি-বালাচাও উৎপাদনে ৪০নারী উদ্যোক্তাকে কক্সবাজার শপ ডটকমের প্রশিক্ষণ

রপ্তানিযোগ্য শুটকি-বালাচাও উৎপাদনে ৪০নারী উদ্যোক্তাকে কক্সবাজার শপ ডটকমের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপদ শুটকি উৎপাদনে ব্যাপক সাড়া জাগিয়েছে কক্সবাজার শপ ডটকম। শুধু তাই নয়, উৎপাদিত শুটকি থেকে বালাচাও তৈরিতে এগিয়ে আসা ৪০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণও প্রদান করেছে। পাশাপাশি আরো ৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণসহ সরঞ্জামাদি সরবরাহ করেন।

বুধবার ১৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার শপ ডটকমের উদ্যোগে আয়োজিত 'প্রজেক্ট লার্নিং, শেয়ারিং এন্ড ক্লোজআউট ওয়ার্কশপে এসব তথ্য জানানো হয়। শুরুতে ওয়ার্কশপের উদ্বোধন করেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এম. বদরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার ডটকমের প্রোপাইটর লিটন দেবনাথ। তিনি জানান, শুধুমাত্র শুটকি উৎপাদনে নয়। তার প্রতিষ্ঠান কাস্টমার সচেতনতা, পুষ্টি বিষয়ক অনুষ্ঠানসহ মৎস্য সপ্তাহেরও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জানান, তাদের উৎপাদিত ১০০ ভাগ নিরাপদ এবং বিষমুক্ত শুটকি কক্সবাজারকে দেশব্যাপী নতুন করে পরিচিতি দিয়েছে। সরকারিভাবে নিবন্ধন পেলে তাদের উৎপাদিত শুটকি ও বালাচাও রপ্তানির সুযোগ তৈরি হবে।

জোন অফ রেজিলিয়েন্স কোঅর্ডিনেটর এসএম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কক্সবাজার জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড ফিশ'র অ্যাকোয়াকালচার স্পেশালিষ্ট ড. আবদুল বাতেন ভুঁইয়া। ইউএস এইডের অর্থায়নে ওয়ার্ড ফিশের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার প্রজেক্টের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুটকি উৎপাদনকারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, উদ্যোক্তা, সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  


কুতুবদিয়ার লেমশীখালীতে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ

কুতুবদিয়ার লেমশীখালীতে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : 

''গাছ লাগান, পরিবেশ বাঁচান - নিজে বাঁচুন, অপরকে বাঁচান '' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় লেমশীখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে দুইদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

লেমশীখালী ইউনিয়ন পরিষদ চত্বরে গাছ রোপন করার মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন। 

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফোরকান, ইউপি সদস্য শহিদ উল্লাহ, ইয়ুথ ফোরামের সদস্য ইমতিয়াজ, নুরুল ইসলাম, ইউসুফ, মুরসালিন, শিফাত, আব্বাস, নেজামসহ অন্যান্যরা। 

উদ্বোধন শেষ করে সতর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিনিয়র শিক্ষক মোঃ কাইছার, মোঃ ইসহাক ও সহকারী শিক্ষক মোঃ ইউনুসের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। 

এতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি ডেন্টিস্ট রহিম উল্লাহ ও নুরুল হোসাইন উপস্থিত ছিলেন। এরপর উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিন, শিক্ষক আব্বাস উদ্দিন, সাইফুল্লাহ খালেদসহ অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে বৃক্ষরোপন করে লেমশীখালী ইয়ুথ ফোরামের সদস্যরা। 

একইদিন পর্যায়ক্রমে উত্তর লেমশীখালী করলাপাড়া হেফজখানা, পূর্ব লেমশীখালী রহমানিয়া মাদ্রাসা, জমিরিয়া নুরানিয়া মাদ্রাসা, হাজারিয়া পাড়া খাদেমুল উলুম হেফজখানা ও এতিমখানা, দরবার ঘাট শাহী জামে মসজিদ ও হেফজখানা, দারুন নাজাত মহিলা মাদ্রাসা, দক্ষিণ লেমশীখালী ফয়জুল উলুম হেফজখানা ও এতিমখানা, পশ্চিম লেমশীখালী বায়তুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। 

এব্যাপারে লেমশীখালী ইয়ুথ ফোরামের উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলা সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে। বায়ুমণ্ডলে দিন দিন কার্বনডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, হিমালয় ক্ষয় হচ্ছে, এন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে সমুদ্রবেষ্টিত দ্বীপগুলো পানিতে ডুবে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে। তাই পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে বৃক্ষরোপন বা বনায়ন গড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

চকরিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত

চকরিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় র‌্যালী ও আলোচনা সভাসহ একাধিক কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১২আগস্ট) দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।  

র‌্যালীটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ডুলাহাজারা কলেজ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।  

ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। 

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রান্তোষ চন্দ্র রায়, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমুখ।  

এসময় বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ফরেস্ট গার্ডরা উপস্থিত ছিলেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে পশ্চিম বড়ভেওলায় জনসচেতনতামূলক র‍্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে পশ্চিম বড়ভেওলায় জনসচেতনতামূলক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ১০ মার্চ ২০২২ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে দিবসটিকে সফল করে তুলতে চকরিয়ার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে। 

রোববার (৬মার্চ) সকাল এগারোটায় বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি চকরিয়া উপজেলা সিপিপি টিম লিডার ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। 

এসময় সিপিপি'র স্থানীয় মুখপাত্র ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনসচেতনতামূলক র‍্যালি থেকে আগামী ১০ মার্চ ২০২২ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস সফল করে তোলার আহবান জানান টিম লিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

চকরিয়া নার্সারী মালিক সমিতি গঠন

চকরিয়া নার্সারী মালিক সমিতি গঠন

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতি লিঃ (নিবন্ধন ১০৩৫৭) এর ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ৬জানুয়ারি বিকালে বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন। 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতি লিঃ'র নিন্মোক্ত কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি সালাহ উদ্দিন (সুবজ নার্সারী), সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম (মালঞ্চ নার্সারী), সাধারণ সম্পাদক মুবিনুল হক (আল মদিনা নার্সারী), সহ-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর কবির (সবুজ নার্সারী-২), সাংগঠনিক সম্পাদক মো: আবদুর রহিম (মায়ের দোয়া নার্সারী), সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদ (জননী নার্সারী), অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন (খাজা নার্সারী), সহ অর্থ সম্পাদক ছৈয়দ আলম (ছোট নার্সারী), প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম (ভাই ভাই নার্সারী), কার্যকরি সদস্য মনির হোছাইন ও মো: আবদু শুকুর (সাফারী নার্সারী)।