Showing posts with label পর্যটন. Show all posts
Showing posts with label পর্যটন. Show all posts
মারা গেছে ডুলাহাজারা সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’ : থানায় জিডি

মারা গেছে ডুলাহাজারা সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’ : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার অন্যতম প্রাকৃতিক বিনোদন কেন্দ্র ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পুরুষ হাতি ‘সৈকত বাহাদুর’ অজ্ঞাত রোগে মারা গেছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল চারটার দিকে পার্কের অভ্যান্তরে হাতির গোদা নামক এলাকায় হাতিটি মারা যায়।  

এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৪০১) করেন। তিনি হাতির মাহুত ফারুক হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩২বছর বয়সী পুরুষ হাতি সৈকত বাহাদুর সোমবার বিকালে হাতি রক্ষিত এলাকায় স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণকালে আকষ্মিতভাবে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে সংশ্লিষ্ট ভেটেরিনারী চিকিৎসক সরেজমিন শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। 

তিনি আরো জানান, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ময়না তদন্ত করা হবে। এ জন্য ল্যাব রিপোর্ট পেতে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।  

চকরিয়ায় "বিমান চত্বর" চাই!

চকরিয়ায় "বিমান চত্বর" চাই!

রামুর ঐতিহ্য ফুটবল তাই রামুতে হলো "ফুটবল চত্ত্বর" 

চকরিয়ার ঐতিহ্য বিমানবন্দর তাই "বিমান চত্বর" চাই।

বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অতি গুরুত্বপূর্ণ শহর চকরিয়া পৌরসভা। শহরকে কেন্দ্র করে আশেপাশের জেলা-উপজেলার লাখো লাখো জনতার আসা যাওয়া হয়ে থাকে। এমন এক শহরে সৌন্দর্য বৃদ্ধি করতে স্থানীয় জন প্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। 

চকরিয়া ঐতিহ্য ধরে রাখতে চকরিয়া পৌরসভা কার্যালয়ের রোডে সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন চিংড়ি চত্বর স্থাপন করা হয়েছে। (চিংড়ি একটি প্রাণী হওয়াতে এই চত্বর নিয়ে ইসলামি শরিয়তের বিধি বিধানের আলোকে বিভিন্ন প্রশ্ন রয়েছে)। সকল উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আজকে পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই জনপদের অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকতা ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, 

রামুর সৌন্দর্য বৃদ্ধি করতে বাইপাস এলাকায় রামু উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার শিল্পকে স্বরণীয় করে রাখতে "ফুটবল চত্ত্বর" স্থাপন করা হয়েছে। যা বিভিন্ন জায়গায় বা দেশ-বিদেশ থেকে আগত মানুষের নান্দনিক দৃষ্টি কেটেছে।

চকরিয়াতেও দেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী চকরিয়া বিমানবন্দরকে স্বরণীয় করে রাখতে মহাসড়কের চকরিয়া বাস-স্টেশন/ থানা রাস্তার মাথা/ বাসটার্মিনাল অথবা সুবিধাজনক যেকোনো স্থানে একটি "বিমান চত্ত্বর" স্থাপন করা হওক, এটি এখন সময়ের দাবী। 

চার লাইনের মহাসড়ক প্রকল্প বাস্তবায়নের সাথে এই দৃষ্টিনন্দন "বিমান চত্বর" স্থাপন প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন করা হওক। এই বিমান চত্ত্বর স্থাপন করা হলে চকরিয়া পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। চকরিয়ার সেই বিমানবন্দর বর্তমানে সেনাবাহিনী ক্যাম্প হয়ে যাওয়া এই নিদর্শন নতুন প্রজন্মের জন্য অচেনা ও অজানা ইতিহাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বিমান চত্ত্বর স্থাপন হলে, সেই স্থাপনা নিয়ে নতুন প্রজন্ম কৌতুহলের ছলে, বা জানতে চাওয়ার ছলে ঐতিহ্যবাহী বিমানবন্দরের গৌরভ উজ্জ্বল ইতিহাস জানার সুযোগ পাবে।

অতএব চকরিয়া পৌরশহরে "বিমান চত্ত্বর" স্থাপনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 


প্রস্তাবনায়ঃ-

চকরিয়া পৌরশহরের সর্বস্তরের জনসাধারণের পক্ষে

মুছা ইবনে হোসাইন বিপ্লব

উদ্যোক্তা

বিমান চত্ত্বর চাই কর্মসূচি।

পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : 

সাংবাদিক সংসদ কক্সবাজারের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে সৈকতর কবিতা চত্বরে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্পের ক্ষতি হয় এমন মিথ্যা সংবাদ দেশীয় পর্যটনের স্বার্থে পরিহার করতে হবে। তিলকে তাল বানিয়ে সংবাদ পরিবেশন, অবাধ তথ্য প্রবাহের এই সময়ে সত্যি বেদনাদায়ক। সুতরাং পেশাদারিত্বের জায়গা থেকে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য্য ও সম্ভাবনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে সজাগ থাকতে হবে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।

সাংবাদিক সংসদ কক্সবাজার’র সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল—গীয়াস, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, শামসুল হক শারেক, সাইফুল ইসলাম চৌধুরী, এইচএম এরশাদ, হাসানুর রশীদ, এমআর মাহবুব, ফরহাদ ইকবাল, ইমাম খাইর, কক্সবাজার হোটেল—গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সিকদার ও টুয়াক সভাপতি আনোয়ার কামাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার মো. মিজানুজ্জামান, সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহেদ আলী শাহেদ, সাংবাদিক আনছার হোসেন, শফিউল্লাহ শফি, সৈয়দুল কাদের, সাইফুর রহীম শাহীন, নুপা আলম, নেছার আহমদ, শংকর বড়–য়া রুমি, কামরুল ইসলাম মিন্টু, সুজা উদ্দিন রুবেল, হারুনুর রশীদ, স.ম ইকবাল বাহার, জসিম উদ্দিন ছিদ্দিকী, ওমর ফারুক হিরু, হুমায়ুন সিকদার, এইচ,এম নজরুল ইসলাম, ওসমাণ গণি, শাহেদ মিজান, জসিম উদ্দিন, মুহিব উল্লাহ মুহিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, এহসান কুতুবী, সাইফুল ইসলাম বাদশা, বোরহান উদ্দিন রব্বানী, মহিউদ্দিন মাহী, মিজানুর রহমান, তানভীর শিপু, সাইদুল ফরহাদ, সোহাগ ফরহাদ, আশরাফুল হাসান রিাশদ, ফয়সাল রিয়াদ, এনএ সাগর, সাইফুল ইসলাম সেকুল, রহিদুল কবির, নওশাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, কবি জসিম উদ্দিন, টুয়াক সাধারণ সম্পাদক মুনীবুর রহমান টিটু, ব্যবসায়ী নাছির উদ্দিন প্রমূখ।

এতে কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক মরহুম শফিকুর রহমান কোম্পানীকে সাংবাদিক সংসদ কক্সবাজারের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

পরে কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। শপথ পাঠ করেন সাংবাদিক সংসদ কক্সবাজার’র নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি এম.এ আজিজ রাসেল, সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি এসএম ছৈয়দুল্লাহ আজাদ, সেলিম উদ্দিন, আমান উল্লাহ, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, সহ—সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার, অর্থ সম্পাদক শিপন পাল, সহ—অর্থ সম্পাদক এমএ সাত্তার, দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, পাঠাগার ও প্রযুক্তি সম্পাদক অসীম দাশ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ, সহ মহিলা সম্পাদক জান্নাতুন নেহা, নির্বাহী সদস্য যথাক্রমে— আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, আনিস নাঈমুল হক, কফিল উদ্দিন ও সাইদুজ্জামান।

অভিষেক ও শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সৈকতের কবিতা চত্বরে নবীন—প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা বসে। পরে পুরুষ—মহিলা, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

মেয়র আলমগীর চৌধুরীর নতুন পরিকল্পনা : থানা সেন্টারে নির্মিত হবে দৃষ্টিনন্দন ভাস্কর্য

মেয়র আলমগীর চৌধুরীর নতুন পরিকল্পনা : থানা সেন্টারে নির্মিত হবে দৃষ্টিনন্দন ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন চকরিয়া পৌরসভার দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র মো. আলমগীর চৌধুরী। তিনি মুসলমান ধর্মাবলম্বীদের অনন্য ঐতিহ্যের নিদর্শণ মিনারের আদলে আল্লাহু সম্বলিত একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। পৌরশহরকে আধুনিকায়নের মাধ্যমে নান্দনিক করে ঢেলে সাঁজাতে এমন পরিকল্পনা হাতে নেন তিনি।

বৃহস্পতিবার (১৩জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ ফেসবুকের টাইমলাইনে বিষয়টি নিশ্চিত করে মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভার থানা সেন্টার চত্ত্বরে এই ভাস্কর্যটি নির্মাণ করার জন্য প্রদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ আরম্ভ হবে।

বাইক রাইড করে সিলেট শাহজালালের মাজারে চকরিয়ার দশ তরুণ

বাইক রাইড করে সিলেট শাহজালালের মাজারে চকরিয়ার দশ তরুণ

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

টানা বারো ঘণ্টার নির্ঘুম রাত কাটিয়ে বাইক রাইড করে হযরত শাহজালাল (রঃ) মাজার তথা পূণ্যভূমি সিলেট ঘুরে এসেছে চকরিয়ার দশ তরুণ। এভাবে যেতে লেগেছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বারো ঘণ্টা আর একইভাবে ফিরতেও লেগেছে বারো ঘণ্টা। মধ্যখানে সিলেটে মুসাফিরের জীবন কেটেছে দুইদিনের। এমন বিনোদনে তাদের প্রতিটা মুহুর্ত কেটেছে রোমাঞ্চকর। 

বাইক রাইড করে সিলেট ঘুরে আসা তারা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে অসম্ভবকে সম্ভব করে পিলে চমকানোর মতো এমন তথ্য। এ ট্যুরে গত ৮সেপ্টেম্বর’২১ থেকে ১২সেপ্টেম্বর’২১ পর্যন্ত তাদের সময় ব্যয় হয়েছে পাঁচদিনের। 

বার্গারইট চকরিয়ার সৌজন্যে চকরিয়া টু সিলেটের এই ট্যুরে নৈপূণ্যতা ও কৌশলি রাইডারের ভ‚মিকা পালন করেন শামিমুল করিম, সাজিদ এলাহি, ইকবাল হামিদ রানা, লুৎফুর রহমান মনিরুল ও ইমরান হোসাইন। এদের নেতৃত্বে দশজনের এ টিমে অন্য সহযোগিরা হলেন- কাইছারুল ইসলাম শাহিন, আশরাফ উদ্দিন হেলাল, ওসমান গণি, আবদুল আউয়াল আশিক ও খোকন। তাদের দক্ষ চালনায় গন্তব্য থেকে নিজ এলাকায় ফিরতে সক্ষম হন বলে দাবি করেন তারা। 

এ বিষয়ে রাইডার শামিম, সাজিদ ও রানা প্রতিবেদককে জানান, কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই মহান আল্লাহর অশেষ রহমতে বাইক রাইড করে আমরা আমাদের চকরিয়া টু সিলেট ট্যুর প্রোগ্রাম সম্পন্ন করেছি। সমূহ সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া চেয়ে পরিবারের কাছে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে আমরা সকলে পরিবারের কাছে অবগত করেছি। সফলতার জন্য তাদের কাছে দোয়াও চেয়েছি। মা-বাবা পরিবার পরিজনকে থাকতে বলেছি চিন্তার আওতামুক্ত। 

পথে পথে অভিজ্ঞতা:

রাতের আঁধার ভেদ করে একটি আলোর সন্ধাণে যেখানে যাদের যাত্রা; সেখানে ব্যস্ততম মহাসড়কের কিছুক্ষণ পরপর দানব গাড়ির কোলাহল ছাড়া বাকি পথের সুনসান নিরবতা মোটেও বিচলিত করেনি তাদের। অদম্য সাহসিকতার ফিরতি পথে চট্টগ্রাম সিটি গেইটের আগে মহাসড়কের মাঝখানে গাড়ির ধাক্কায় নিহত চেহারা বিকৃত হয়ে যাওয়া একটা লাশের দেখা মেলে। তখন রাত আড়াইটা। একটু পর পর সতর্কতা। রাইডার যখন বাইক চালায়; পেছনে আরোহী সহযোগির ভ‚মিকা থাকে তখন বাসের চালক হেলপারের ন্যায়। 

সিলেটের যতো দর্শনীয় স্থানে যাওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত শাহজালাল (রঃ) মাজার, ভোলাগঞ্জ সাদাপাথর, রাতারক‚ল, জাফলং, আগুন পাহাড়, শ্রীমঙ্গল, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপুঞ্জি, চাবাগান, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, শ্রীমঙ্গল বদ্যভূমি একাত্তর, সীমান্ত একাত্তর ইত্যাদি দর্শনীয় এলাকা।

এদিকে এবার বাইক রাইড করে ৬৪জেলা ঘুরে বেড়ানোর কর্মপরিকল্পনা হাতে রয়েছে বলে জানান রাইডার ইকবাল হামিদ রানা। তিনি বলেন, প্রস্তুতি চলছে। পরিবেশ ও আবহাওয়া সবকিছু অনুক‚লে থাকলে বাইক রাইডে ভালো লাগার দীর্ঘ এই ট্যুরে সংযুক্ত হবো ইনশা’আল্লাহ। তাই এ সফলতার জন্য সকলের সর্বাত্মক দোয়া কামনা করছি।

 

পর্যটন শিল্পের অভিভাবক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির ইন্তিকাল

পর্যটন শিল্পের অভিভাবক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার শহরের কলাতলী হোটেল জিয়া গেষ্ট ইনের মালিক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। 

রোববার (১৫আগষ্ট) রাত সোয়া ১টার দিকে ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে পর্যটন শিল্পের অভিভাবক পর্যটন শিল্পের অভিভাবক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির মৃত্যুতে পর্যটন রাজধানী কক্সবাজারে শোকের ছায়া নেমে আসে।