Showing posts with label ধর্ম. Show all posts
Showing posts with label ধর্ম. Show all posts
চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রা্প্ত অধ্যক্ষ নূসরাত জাহানসহ উপস্থিত অতিথি শিক্ষকগণ।

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার লক্ষ্যারচরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিকলঘাট স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৪আগস্ট) লক্ষ্যারচর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আল ইয়ামিন মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। 

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুুহাম্মদ ইয়াকুব। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার হিসেবে তবারুক বিতরণ করা হয়। 

এদিকে এরআগে আসরের নামাযের পর ছিকলঘাট স্টেশন জামে মসজিদে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কুরআন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে লক্ষ্যারচরের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আলী আহমদ, জামায়াত নেতা আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল চকরিয়া নতুন বাস স্টেশনস্থ অভিজাত রেস্টুরেন্ট ফুড টার্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আমিন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বি.এ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. টিপু সুলতান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন জাপা।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জুবাইরুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, বিএমচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউল আলম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেমসহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে পল্লীবন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত এবং দীর্ঘদিন ধরে অসুস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজ্বী মুহাম্মদ ইলিয়াছের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  


বরের বেশে ইমামের বিদায়!

বরের বেশে ইমামের বিদায়!

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৩৬ বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা ক্বারী নুরুল হককে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে খরুলিয়ার গ্রামবাসী, প্রাক্তন ছাত্র পরিষদসহ মসজিদ পরিচালনা কমিটি। বরের বেশে মাওলানাকে গ্রামের বাড়ি পৌঁছে দিতে চড়ানো হয়েছে মোটরসাইকেল বহর সহকারে ফুল সজ্জিত কারগাড়িতে। জমকালো এ অনুষ্ঠানে অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে পেনশন হিসেবে হাতে তুলে দিয়েছেন নগদ সাড়ে ৮ লাখ টাকার বিরল সম্মাননাসহ অসংখ্য উপহার। বিদায় বেলায় একজন ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রশংসায় ভাসছেন প্রাক্তন ছাত্র পরিষদসহ আয়োজকরা।

শনিবার (১৩ জুলাই) সকালে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবসরপ্রাপ্ত ইমাম মাওলানা ক্বারী নুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত ইমাম মাওলানা নুরুল হক পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের জালিয়ারচাং গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে মাওলানা নুরুল হককে মসজিদটিতে ইমামতির দায়িত্ব দেন। এরপর কেটে যায় প্রায় ৩৬টি বছর। কর্মস্থল এ মসজিদটিতে তিনি তার উদ্যোগে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় নানান সংস্কার কাজ করেন। পাশাপাশি শিক্ষকতা করেছেন খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসায়। এছাড়া খরুলিয়া নূরানী এন্ড ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবন অতিবাহিত করা প্রিয় ইমাম প্রিয় শিক্ষককে স্মরণীয় বিদায় জানাতে গ্রামবাসীসহ তাঁর প্রাক্তন ছাত্ররা ওই মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মসজিদ পরিচালনায় কমিটির সভাপতি মাস্টার হাবীব আহমদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবিরের পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া এমইউ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।

এতে ইমাম মাওলানা নুরুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিনুল হক, ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসাইন, মসজিদ কমিটির সহ-সভাপতি মুস্তফা কামাল, ব্যবসায়ী রহিম উদ্দীন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ, মাস্টার গোলাম কবির, মাওলানা আবদুল্লাহ, শিক্ষক আলতাফ হোসাইন, সিরাজুল হক নিজামী, ব্যবসায়ী আজিম খান, সমাজকর্মী জাহাঙ্গীর আলম শামস, ইঞ্জিনিয়ার কায়ছার উদ্দিন, মোশারফ হোসাইন, ব্যাংক কর্মকর্তা আনিসুল কবির, ব্যবসায়ী ও যুবনেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার ৭ গ্রামের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পুরো খরুলিয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে খরুলিয়া সিএনজি চালক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র পরিষদ ও নুরানী ক্যাডেট মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বিদায়ী ইমামের স্মৃতি তুলে ধরতে গিয়ে মুসল্লিা বলেন, আমরা নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যায় হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন; যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

স্থানীয় সমাজ কর্মী জিয়াউল হক জিয়া, আনিসুল কবির, শরিয়ত উল্লাহ, ফয়সাল মাহমুদসহ শত শত যুবক বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৩৬ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুল কবির বলেন, কক্সবাজার সদরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এটাই প্রথম। এরআগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। ইমাম সমাজের নেতা। নেতাকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

সংবর্ধিত বিদায়ী ইমাম মাওলানা নুরুল হক আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছি। ৩৬ বছরের বিদায় বেলাতে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বিদায়বেলায় তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এম. আজিজুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান সবার চক্ষু খোলে দিয়েছে। সকল মসজিদের দায়িত্বশীলদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সকলকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। 

অনুষ্ঠান শেষে বিদায়ী ইমাম ক্বারী মাওলানা নুরুল হককে বরের বেশে ফুল সজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আয়োজকরা। দীর্ঘ ৩৬ বছরের কর্মময় এলাকা খরুলিয়ার হাজারো মুসল্লি ও শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে ক্বারী নুরুল হক হুজুরকে বিদায় জানান অশ্রুসিক্ত নয়নে।


ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

ভয়াল ২৯শে এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে ধলঘাটা এসোসিয়েশনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকাস্থ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন ধলঘাটা এসোসিয়েশনের উদ্যোগে ১৯৯১সালে ভয়াল ২৯শে এপ্রিল প্রলংয়করী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল দি রয়েল পাবলিকেশন্স মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯এপ্রিল) মাগবিবের নামাযের পরে ধলঘাটা মোহাম্মদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন।

আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ‍দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ মুহাম্মদ দিদার, ইসলামী ব্যাংক মিরপুর শাখার কর্মকর্তা মুহাম্মদ আয়াত উল্লাহ ও শিল্পী মুহাম্মদ শামসুল আলম টিটু।

পরে প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত একং জীবিত সকল আত্মীয় স্বজনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন দোয়া অনুষ্ঠানের সভাপতি মাওলানা সিরাজুল হক।

চকরিয়ায় সালাতুল ইসতিশকারে বৃষ্টির জন্য কেঁদেছে শতশত মানুষ!

চকরিয়ায় সালাতুল ইসতিশকারে বৃষ্টির জন্য কেঁদেছে শতশত মানুষ!

নিজস্ব প্রতিবেদক : 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে সালাতুল ইসতিশকার ও বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠান শতশত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বৃহস্পতিবার (২৫এপ্রিল) চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে ইসতিশকার নামাযে ইমামতি ও খুতবা পাঠ করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

পরে তিনি বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে বৃষ্টির জন্য কান্না করেন উপস্থিত শতশত মানুষ। 

এসময় জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা জামাল হোছাইন নূরী, মাওলানা জসিম উদ্দিন হেলালী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল হাসান সাকিব, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান, তরুণ সমাজসেবক এইচ.এম এহসানুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় শহীদ মহিউদ্দিন মাসুম স্মরণে জামায়াতের ইফতার মাহফিল

চকরিয়ায় শহীদ মহিউদ্দিন মাসুম স্মরণে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৬নং ওয়ার্ডে শহীদ মহিউদ্দিন মাসুমের স্মরণে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৮এপ্রিল) স্থানীয় হেফজখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে এবং জামায়াত নেতা নবিউল হাসান মাহিন ও মো. কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বশর। 

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. মুসা ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম। 

এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামায়াত নেতা মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন জামায়াত নেতা এইচ.এম এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ মহিউদ্দিন মাসুমের অপরাধ ছিল তিনি টুপি মাথায় দিয়ে চলতেন, নিয়মিত নামাজ পড়তেন এবং দ্বীন কায়েমের পথে অবিচল ছিলেন। তাই তার হত্যার বদলা নিতে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।   

পরে শহীদ মাসুমের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান।

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটার লালমিয়া সওদাগরপাড়াস্থ স্বেচ্ছসেবী ও সমাজসেবামূলক সংগঠন মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার (৮এপ্রিল) স্থানীয় মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল হাসান সাকিবের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তরুণ রাজনীতিবিদ তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি হাফেজ মাওলানা এহসানুল হক, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জাহেদুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল আজিজ। 

এসময় ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. এরফান চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মুছা ইবনে হোসাইন বিপ্লব ও বিজয় বাংলাদেশের প্রতিনিধি মো. আরফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকার কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ঈমাম উদ্দিন ছিলেন একজন সফল সমাজসেবক ও সমাজ সংস্কারক। ছিলেন আলোকিত মানুষ। তিনি এতদাঞ্চলে ইসলাম তথা দ্বীন চর্চার মাধ্যমে ইনসাফভিত্তিক ন্যায়নীতির সমাজ প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা রাখেন। যার ফলশ্রুতিতে তার রেখে যাওয়া আদর্শিক চিন্তা-চেতনা ও কর্মজজ্ঞ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে মাওলানা ঈমাম উদ্দিনের উত্তরসুরীরা সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে একটি আলোকিত সমাজ বিনির্মাণে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। তাছাড়া বক্তারা- একটি মানসম্মত পাঠাগার স্থাপন এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এলাকার অনগ্রসর ছেলে-মেয়েদের পড়ালেখায় মনোনিবেশের মাধ্যমে তাদেরকে সামাজিক অবস্থানে প্রতিষ্ঠিত করতে; সেই ধরনের উপযোগি পরিবেশ নিশ্চিত করার ওপর জোর মতামত দেন। 

পরে মাওলানা ঈমাম উদ্দিন ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ার কৈয়ারবিল জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার কৈয়ারবিল জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৭ এপ্রিল) পৌরশহরের সাম্পান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন জামায়াত নেতা মো. অলি উল্লাহ নাজেরির সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. জুনায়েদ ও বিশিষ্ট সমাজসেবক রিয়ানুল হক। 

এসময় জামায়াত নেতা হারুনুর রশিদ, মাস্টার মসি উল্লাহ, প্রফেসর জামাল সাকিব, বিশিষ্ট সামাজসেবক বাবুল হোসাইনসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 

চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল বুধবার (৩ এপ্রিল) স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইবরাহিমের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার। 

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা নুরুল আলম ও স্থানীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা মনিরুল আলম কুতুবী। 

এসময় ইউনিয়ন জামায়াত নেতা এইচ.এম এরশাদ, ৪নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

কুরআনের সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : মুহাম্মদ হেদায়েত উল্লাহ

কুরআনের সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : মুহাম্মদ হেদায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলাধীন বদরখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

তিনি বলেন, কুরআনের আলোকে নিজেকে মুত্তাকি হিসেবে তৈরি করার মাস হচ্ছে মাহে রমজান। কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তি জীবনে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে । এ জন্য প্রয়োজন সিয়াম সাধনার মাস রমজানে কুরআনকে সঠিকভাবে জানা, বুঝা ও মানা।

এতে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম।এসময় জামায়াত ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার।
চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি: 

স্বেচ্ছায় রক্তদান চকরিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটি'র" ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) পৌর শহরের ফুড টার্মিনাল রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মিনহাজ উদ্দিন এবং সঞ্চালকের দায়িত্ব পালনক করেন এডমিন সভাপতি রিয়াজুল মোস্তফা রিয়াদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা- বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন ভুট্টো, মোহাম্মদ জিয়া, আদ্ দোহা ইন্টারন্যাশনাল শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলার পরিচালক আসহাব উদ্দিন আসাদ, চকরিয়া রেজিস্ট্রার অফিসের সিনিয়র দলিল লেখক জিয়াউদ্দিন বাবলু।

আরও উপস্থিত ছিলেন চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটির এডমিন ও সাধারণ সম্পাদক -মিনারুল হক ছোটন, এডমিন ও কোষাধ্যক্ষ আব্দুল হামিদ,এডমিন- সোহেল মিঞা, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম তুহিন। 

মডারেটর- শওকত ওসমান শাওয়াল, আকাশ, ফজলুল, পারভেজ, তৈয়ব, রানা, রিদুয়ান।

এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ রক্ত দাতা এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন; যারা স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায় তাঁরা নিশ্চয়ই প্রসংশার দাবিদার। এধরনের ইতিবাচক মনমানসিকতা যুবসমাজকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল করে তোলে। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া আন নূর মডেল মাদরাসার সুপার মাওলানা আবদুল হামিদ নূরী।

 চকরিয়ার উত্তর বরইতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

চকরিয়ার উত্তর বরইতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া প্রতিনিধি: চকরিয়ার উত্তর বরইতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল  বুধবার (১৩ মার্চ) স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট সমাজসেবক সাবেক এমইউপি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আমির হামজা, মাওলানা আবদুল কাদের জিহাদী, মাওলানা আবুল ফজল, মাওলানা এনামুল হক, মাওলানা আতাউর রহমান প্রমুখ। 

বিশাল মাহফিলে বক্তারা- আল্লাহর নির্দেশিত ও রাসুল (সাঃ) প্রদর্শিত পথে জীবন পরিচালনার মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহকে আকড়ে ধরার আহবান জানান। 

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবিদ হোসেন নকীব, সামির ও আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় দিনব্যপি মাহফিলে অতিথি ছিলেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আবুল বাশার, মাওলানা নুরুজ্জামান মনজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো মাহফিল সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাছির উদ্দিন।

মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন

মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরে দাতা ও এলাকাবাসীর সহযোগিতায় সদ্য প্রতিষ্ঠিত মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর নবনির্মিত জামে মসজিদ বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭মার্চ) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা শেখ সাইফুল্লাহ মাদানীসহ মসজিদ নির্মাণে অর্থ সহযোগিতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বেশ’কজন সৌদি শেখ।


এসময় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ সাঈদী, বিশিষ্ট সমাজসেবক মো. রিয়ানুল হক, মাস্টার মো. জাকারিয়া, মাদরাসা প্রধান মাওলানা শাহাদাত হোসাইন, মহসিন উদ্দিন মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালক করেন মাদরাসার শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলাম। 

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করলেও ওইদিন ৭ই মার্চের সরকারি কর্মসূচি থাকায় উপস্থিত হতে না পারায় উল্লেখিত অতিথিবৃন্দ মুঠোফোনে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। 

পাশাপাশি অতিথিবৃন্দ মাদরাসার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সবধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেছেন বলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রউফ মনছুর বিষয়টি নিশ্চিত করেন।


চকরিয়া তানযিমুল কুরআন হিফজ মাদরাসায় পাগড়ি পেলো ১৩ হাফেজ

চকরিয়া তানযিমুল কুরআন হিফজ মাদরাসায় পাগড়ি পেলো ১৩ হাফেজ

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ এশিয়ান হসপিটালের ওপরের তলায় তানযিমুল কুরআন হিফজ মাদরাসার ১৩ হিফজ সমাপ্তকারী হাফেজ শিক্ষার্থী পেয়েছে পাগড়ি। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ ১৩জন হাফেজকে পাগড়ি তথা দস্তারবন্দী করেন।  

ফাঁসিয়াখালী আল বালাগুল মুবিন মাদরাসার পরিচালক মুফতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর সওদাগর। 

এসময় বানিয়ারচর মাদরাসার প্রধান পরিচালক ক্বারী নূরুস সুলতান, মুফতি শহিদুল্লাহ, মাওলানা একেএম এরশাদ উল্লাহ, মাদরাসার পরিচালক এইচ.এম  ফজলুল করিম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা উমর ফারুখ ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা, ক্বারী মনির উদ্দিন, দৈনিক বিজয় বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি মো. আরফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০২৪ সালের ১৩জন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীরা হলেন- হাফেজ মুহাম্মদ আবু ছৈয়দ, হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আব্দুল মজিদ, হাফেজ মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ সোহাইল, হাফেজ মুহাম্মদ আশরাফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ইমতিয়াজ, হাফেজ মুহাম্মদ জাওয়াদ আফনান, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহিদ, হাফেজ মুহাম্মদ ফয়েজ উল্লাহ, হাফেজ মুহাম্মদ আব্দুল জলিল, হাফেজ মুহাম্মদ উমর ফারুখ, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম ও হাফেজ মুহাম্মদ আসিফ।

জেলায় শ্রেষ্ঠ ইমামের সনদসহ চেক পেলেন চকরিয়ার মাওলানা জসীম উদ্দিন হেলালী

জেলায় শ্রেষ্ঠ ইমামের সনদসহ চেক পেলেন চকরিয়ার মাওলানা জসীম উদ্দিন হেলালী

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ ইমামের সনদপত্রসহ টাকার চেক পেয়েছেন চকরিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা জসীম উদ্দিন হেলালী।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়।   

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান।  তিনি জেলার শ্রেষ্ঠ ইমাম চকরিয়ার নিজপানখালী জামে মসজিদের খতিব মাওলানা জসীম উদ্দিন হেলালীর হাতে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম এবং কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইমামের সরকারি ডাবল সনদসহ চেক  ও স্মরণিকা তুলে দেন।

এদিকে জেলার শ্রেষ্ঠ ইমাম চকরিয়ার মাওলানা জসীম উদ্দিন হেলালী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, সম্মানের মালিক আল্লাহ। আমি আমার উপজেলা চকরিয়ার ইফা কর্মকর্তা জনাব আমির হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সর্বস্তরে ইমামের যথাযত দায়িত্ব পালনে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

রাসুলুল্লাহ (সা.)-এর অনুকরণ তরুণ প্রজন্মের মুক্তির গ্যারান্টি : মাওলানা দিলাওয়ার

রাসুলুল্লাহ (সা.)-এর অনুকরণ তরুণ প্রজন্মের মুক্তির গ্যারান্টি : মাওলানা দিলাওয়ার

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার- তরুণ প্রজন্মের মুক্তির গ্যারান্টি নিশ্চিত করতে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুকরণের বিকল্প নেই উল্লেখ করে বলেছেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম চরিত্রহীনতার অতল গহীনে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এদেরকে আদর্শবান হিসেবে গড়তে রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ অত্যাবশকীয়। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুকরণই তরুণ প্রজন্মের পরকালীণ মুক্তির গ্যারান্টি নিশ্চিত করতে পারে। সূরা কলমের চার নম্বর আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানিয়ে দিয়েছেন যে, আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায়, খুলুকিন আযীম বলতে ইসলাম, দ্বীন অথবা কুরআন মাজীদকে বুঝানো হয়েছে। অর্থ হলো, তুমি ঐ মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছো, যার আদেশ মহান আল্লাহ তোমাকে কুরআনে অথবা ইসলামে দিয়েছেন। অথবা এর অর্থ হলো, এমন শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, দয়া-দাক্ষিণ্য, বিশ্বস্ততা, সততা, সহিষ্ণুতা এবং দানশীলতা ইত্যাদিসহ অন্য যাবতীয় চারিত্রিক ও নৈতিক গুণাবলী যার অধিকারী তিনি নবুঅতের পূর্বেও ছিলেন এবং নবুঅতের পর যা আরো উন্নত হয় ও সৌন্দর্য-সমৃদ্ধ হয়।

তিনি বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারার মালুমঘাটস্থ পূর্ব ডুমখালী ইসলামাবাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত চতুর্থ তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসিরের আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা গিয়াস উদ্দিন ও হাফেজ মাওলানা মোহাম্মদ মাছুমের অধিবেশনভিত্তিক সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

আয়োজক কমিটির সেক্রেটারি মহিনুল ইসলাম মারুফের পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. আইয়ুব আলী আনসারী, মাওলানা এম. মামুনুর রশীদ, হাফেজ মাওলানা আবু বকর ও মাওলানা সাহাব উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণি- পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, ব্যক্তিগতভাবে আমি সব সময় মাহফিলের পক্ষে। মাহফিলের মাধ্যমে দ্বীন ইসলামের আলো সবদিকে ছড়িয়ে পড়–ক। মন থেকে তা কামনা করি। আলেমগণ আমাকে চিনেন, জানেন, আমিও তাদেরকে মহব্বত করি। 

প্রধান মুফাসসির মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, পাঠ্যপুস্তকে বিতর্কিত ও অমার্জিত বিষয়বস্তুর সংযোজন কখনোই মেনে নেয়া যায় না। এদেশের সচেতন মুসলমান ও কোনো নাগরিক তা গ্রহণ করতে পারে না। অবিলম্বে সংশোধন চাই। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক, দেশপ্রেমিক ও মুসলমান সন্তানদের প্রকৃত মুমিন মুসলিম হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার বিকল্প নেই। ধর্মীয় তথা দ্বীনি শিক্ষা দেয়া অপরিহার্য।

হিলফুল ফুযুল তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

হিলফুল ফুযুল তরুণ কাফেলার ৫ম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ার মগবাজার হিলফুল ফুযুল তরুণ কাফেলার উদ্যোগে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল শেখ রাসেল স্কুল সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বেলাল উদ্দিন বেলালের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হোসাইনী, মাওলানা শওকত ওসমান কাসেমী, মাওলানা জাফর আলম হামিদী, মাওলানা মোশারফ হোসেন আল আজাদ প্রমুখ।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, চকরিয়া পৌর প্রকৌশল শাখার কর্মকর্তা মো. আবদুল হামিদ, মাস্টার ফজলুল কাদের, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

চকরিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাহারিয়াঘোনাস্থ মৌলভী আবুল হোসাইনপাড়া হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ২৪তম পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল বিনামারা মসজিদুন নূরাঈন জামে মসজিদ (নতুন মসজিদ) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শমসির আহমদের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাসান রেজা আল কাদেরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, মাওলানা মুফতি মহি উদ্দিন, আলহাজ্ব মাওলানা জাফর আলম হামিদী, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোশারফ হোসেন আল আজাদ, মাওলানা নুরুল আমিন হাসনাত ও মাওলানা শাফায়াত হোসেন। 

মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা মো. জাহেদ খান, সভাপতি মো. আলমগীর ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে বিশাল মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মো. আমির হোসেন, বিশিষ্ট সমাসেবক ও দানবীর আলহাজ্ব ইদ্রিস আহমদ, ফরেস্টর মো. নুরুল আবছার, যুবলীগ নেতা হাসান আল বসরী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, যুবলীগ নেতা আজিজুর রহমান প্রমুখ। 

দিনব্যাপি এ মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে মদিনার সূর ইসলামী সাংস্কৃতিক ফোরাম চকরিয়ার শিল্পীরা।

চকরিয়ার বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন

চকরিয়ার বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার পূর্ব বড়ভেওলা কাশেম আলী মিয়াজী সিকদারপাড়াস্থ বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার ৩য় বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর বাদশা নাগু। 

মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ রিয়াজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা আবদুর রহমান, মাওলানা নুরুল কাদের, মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী ও  মাওলানা আবদুল মালেক জিহাদী। 

মাহফিলে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথি নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে মাদরাসার সামগ্রিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

এসময় স্থানীয় এমইউপি কফিল উদ্দিন, সাবেক এমইউপি মো. আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।