Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts
স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজার জেলা জামায়াতের দিনব্যাপি রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। জননিরাপত্তা মারাত্মক সংকটে নিপতিত। পরিবারিক, সামাজিক ও ইসলামী মূল্যবোধ অবক্ষয়ের কারণে সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকারের কোন মর্যাদা নেই বললেই চলে। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার আওয়ামী সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণ দিশেহারা। দীর্ঘ পনের বছরের অধিক গণতন্ত্রহীনতার কারণে সর্বক্ষেত্রে দুর্নীতি, নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খল  পরিস্থিতি বিরাজ করছে। এহেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির জন্য ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারই দায়ি। তাই সকল সংকট, সীমাবদ্ধতা ও রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণ ও মুক্তির লক্ষ্যে জামায়াতের রুকনদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রণি ও সাহসী ভূমিকা পালন করতে হবে। শনিবার (৬ জুলাই) কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপি রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান। 

শিক্ষাশিবিরে প্রধান অতিথি আরো বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছে। অপপ্রচার ও ষড়যন্ত্র করে জনগণ থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করার অপকৌশল দেশবাসী রুখে দিয়েছে। তাই দেশের মানুষ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী ভবিষ্যতে আরো বলিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করতে সচেষ্ট। 

বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ইসলামের সোনালী অধ্যায় রচনায় একদল জিন্দাদীল, পরিচ্ছন্ন, সাহসী, আল্লাহ ভীরু ও জান্নাত প্রত্যাশী আসহাবে রাসূলের ভূমিকা বিশ্ববাসীর সামনে সমুজ্জল। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আত্মত্যাগের কারণে ইসলাম ও ইসলামী তাহজীব-তামাদ্দুন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামীর রুকনদেরকে আসহাবে রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন ও অনুসরণে ব্রতী হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। 

বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। মানব রচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদেরকে অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সকলের চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদেরকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপি শিক্ষাশিবিরে জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি) 

সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

চকরিয়া টাইমস : 

দেশের ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সালের “শিল্পী ও অভিভাবক সমাবেশ” ৫ই জুলাই রাজধানীর একটি অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। ১৯৭৮ সাল থেকে সুস্থ সংস্কৃতি উপহার দিয়ে আসা এই সংগঠন তাদের শিল্পী, অভিভাবক, সাবেক দায়িত্বশীল, সাবেক পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সাইমুমের সাবেক পরিচালক মাওলানা তারিক মুনাওয়ার। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আকতার এবং কবি মতিউর রহমান মল্লিকের সহধর্মিণী সাবিনা মল্লিক।
অনুষ্ঠানে প্রবীণ শিল্পী আবুল হোসাইন মাহমুদসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। সাবেক পরিচালক আকরাম মুজাহিদ, শরীফ বায়েজিদ মাহমুদ, আমিনুল ইসলাম, মুস্তাগিছুর রহমান মুস্তাক, বদিউর রহমান সোহেল, আব্দুল্লাহিল কাফি, হুসনে মোবারক, এবিএম নোমান, আবু রায়হান, আব্দুল্লাহ আল নোমান এবং আতিক তাশরীফও অনুষ্ঠানে যোগ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, বিশিষ্ট কবি আবু তাহের বেলাল, বিশিষ্ট ছড়াকার কবি নাঈম আল ইসলাম মাহিন, সুরকার ও শিল্পী গোলাম মওলা, বিশিষ্ট কাওয়ালী শিল্পী হাসিনুর রব মানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব মুকুল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহসান হাবিব খান, সাইমুমের তত্ত্বাবধায়ক সাদেক আব্দুল্লাহ ও এ. আর. আজাদ এবং শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, দিদারুল ইসলাম, মারুফ আল্লামসহ সাইমুমের জনপ্রিয় শিল্পীরা। সেই সাথে ঢাকাস্থ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর ইসলামি সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। অভিভাবকরা তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২০২৪ সেশনের বাকি সময়ের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ বিভিন্ন বক্তারা সাইমুমের অবদান তুলে ধরেন এবং আগামীর পথচলায় সাইমুমকে দিকনির্দেশনা প্রদান করেন। সাবেক বিভিন্ন দায়িত্বশীলরাও তাদের বক্তব্য প্রদান করেন।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিদায়ী বিভিন্ন শিল্পী ও দায়িত্বশীলদের আজীবন সম্মাননা প্রদান করা হয় এবং অভ্যন্তরীন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইমুমের বর্তমান সহকারী পরিচালক শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন এবং পরিচালনা করেন বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।
আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার? : ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী

আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার? : ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী

চকরিয়া টাইমস :

সম্প্রতি দেশে ভয়ঙ্কর বিস্তুৃতি ঘটতে যাওয়া আতংকের নাম রাসেলস ভাইপার নিয়ে চিকিৎসা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। এ নিয়ে তিনি তার ফেসবুক টাইমলাইনে লিখা অভিজ্ঞতাটি হুবুহু তুলে দেয়া হয়েছে।

আমার কাঁধে এটি কি রাসেলস ভাইপার?
বাংলাদেশের প্রধান ৩ টি বিষাক্ত সাপ হলো গোখরা (কোবরা), কেউটে (ক্রেইট) এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতিসম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাঁড়া করে কাউকে দংশন করেনা। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পারা দিলে এই সাপটি ছোবল দেয়।

এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনী বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট এ্যটাকও হতে পারে। বাংলাদেশে সর্প দংশন প্রতিরোধী যে এন্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করেনা। এই এন্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরাপুরি কাজ করেনা।

আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী এন্টিভেনম তৈরী করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় ৪-৫ বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশাকরি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি এন্টিভেনম পেতে পারি।

বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে ৩০০০-৪০০০ এর বেশী সর্প দংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেইট, রাসেলস ভাইপার সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি। কিন্তু দূর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে ৫০% এর বেশি রোগীকে বাঁচাতে পারিনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে, অতিদ্রুত এন্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসি, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি।

আমরা সাধারণত সাপ কামড় দিলে বাঁধ দেই কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংগে গিট বা বাঁধ দিতে নিষেধ করা হয় কারণ বাঁধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অংগহানি হতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবেনা। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিলো কিন্তু সর্পদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনটিই কমেনি।

সাপে কামড়ের চেয়েও বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে। সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মারা যায়, ইনফেকশনে এন্টিবায়োটিক কাজ না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায়, গতবছর ডেঙ্গুতে মারা গিয়েছে ১৭০০ মানুষ।

দেশে সাপের কামড়ে মারা যায় প্রতিবছর ৬০০০ এর অধিক মানুষ। এর বেশিরভাগই প্রান্তিক জনগন। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে এন্টিভেনম প্রয়োগ করাই ভরসা। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায় তাই এখন সাবধান থাকাটা বেশি জরুরী।
রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক : 

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে রবি আজিয়াটা লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে স্বশরীরে এবং অনলাইনে অনুষ্ঠিত হয়। 

 সভায় রবি আজিয়াটা লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিবেক সুদ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, রাজীব শেঠি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রাশিদ,অন্যান্য বোর্ড সদস্য ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব, সাহেদ আলম। 

শেয়ারহোল্ডারদের উদ্দেশে রবি’র চেয়ারম্যান বিবেক সুদ বলেন, ‘২০২৩ সালে অসাধারণ কিছু উদ্যোগের মাধ্যমে রবি'র গুণগত সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। ডিজিটাল ট্রান্সফর্মেশনের এই যাত্রায় গ্রাহকেরা রবিকে আপন করে নিয়েছে। তবে টেলিযোগাযোগ খাতে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে কর ব্যবস্থা। কর ব্যবস্থা যৌক্তিক না হলে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ কষ্টসাধ্য হয়। এর বাইরে দেশের বিধি বিধান অনুসরণ করে আমরা ব্যবসার প্রবৃদ্ধিতে যা যা করার সবই করছি। আমাদের সম্মানিত সব শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানাই তারা তাঁদের মূল্যবান বিনিয়োগের কাঙ্খিত ফলাফল পেতে আমাদের সক্ষমতার ওপর আস্থা রেখেছেন।"

২০২৩ সালে রবি'র শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৬১ টাকা। এ সময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবি সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে  ২৮.১৮%।  রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কোচপাড়া গ্রামে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪। 

মঙ্গলবার (২৬ মার্চ) মাদরাসা মিলনায়তনে মাদরাসা সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রেজাউল করিম বিএসসি’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাঈমা ছিদ্দিকা। এতে আলোচনা পেশ করেন মাওলানা ক্বারী আবু তালেব ও শিক্ষিকা জুলফি বেগম। 

এসময় সহকারী শিক্ষক মাওলানা মো. কুতুব উদ্দিন, শিক্ষিকা সাদিয়া আফরিন, শিক্ষিকা ফিরোজা আক্তার, ইবি প্রধান মাওলানা মো. রুহুল আমিন, মাওলানা মো. আব্দুর রহমান হেলালী, মাস্টার মো. জালাল উদ্দিন, শিক্ষিকা খাইরুন্নেছা, মাওলানা মিরাজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ হোছাইন, মাওলানা নুরুল হাকিম, হাফেজ রিফাতুল ইসলাম, হাফেজ মো. ইছমাঈল, শাহাব উদ্দিন, মো. শোয়াইব, হাফেজ মো. নূরুল ইসলাম, শফিউল্লাহ মো. রুবেল ও সোলতানা রাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মহান স্বাধীনতার সংগ্রামে নিহত শহীদদের আত্মার মাগফিরাত, জাতির শান্তি ও দেশের উন্নতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সহ-সুপার  মাওলানা মোহাম্মদ মুসা।

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নানান আনুষ্ঠানিকতা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বর্ণিল বেলুন উড়িয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বাহিনীর প্যারেড কমান্ডারদের অভিবাদন গ্রহণ করেন। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ও চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা স্কাউটস প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে অংশ নিবে বিভাগ চ্যাম্পিয়ন মারজুক

জাতীয় পর্যায়ে অংশ নিবে বিভাগ চ্যাম্পিয়ন মারজুক

বিশেষ প্রতিবেদক : 

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা-২৩ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবৃত্তিতে বরিশাল বিভাগ চ্যম্পিয়ন কৃতি শিল্পী মারজুক মিরহান। সে ভোলা আদর্শ একাডেমি’র ৩য় শ্রেণির শিক্ষার্থী। 

গত (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে সসাসের পরিচালনায় ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদে শিল্পী মারজুক মিরহান বিভাগ চ্যাম্পিয়ন হয়। এরই মধ্যদিয়ে ভোলা জেলার মারজুক এককভাবে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে।

প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগ চ্যাম্পিয়ন মারজুক মিরহানের হাতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদপত্রসহ ক্রেস্ট তুলে দেন দেশের বরেণ্য শিল্পী গোলাম মাওলাসহ উপস্থিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মারজুক মিহরান এরআগে একই ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়।

চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী হোসনে আরা আরজু’র মনোনয়নপত্র দাখিল

চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী হোসনে আরা আরজু’র মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত লাঙ্গল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হোসনে আরা আরজু মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের হাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। 

তিনি চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াছের সহধর্মিণী।


এরআগে সংসদ সদস্য পদপ্রার্থী হোসনে আরা আরজু চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্টে পৌঁছলে জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা, চকরিয়া পৌরসভা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বরণ করেন। পরে সেখান থেকে গাড়িবহরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি চকরিয়া উপজেলা পরিষদে মনোনয়নপত্র দাখিল করেন। 

এসময় চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সাধারণ সম্পাদক ছেনুয়ারা বেগম এমইউপি, চকরিয়া পৌরসভা মহিলা পার্টির সভাপতি রেহেনা খানম রাহু, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আবু ছাদেক, সাধারণ সম্পাদক আবদুল হামিদ,  পৌরসভার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক থানা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এম. দিদারুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, বদরখালী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. নাছির উদ্দিন জাপাসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

যেদিন জানতে পারবে এইচএসসির ফলাফল

যেদিন জানতে পারবে এইচএসসির ফলাফল

অনলাইন ডেস্ক :

আগামী ২৬ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর মাধ্যমে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। 

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বরের যেকোনো একটি দিনের সম্মতি চাওয়া হয়েছিল। তিনি আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশের সম্মতি দিয়েছেন। এখন রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। 

চলতি বছরের ১৭ আগস্ট শুরু হয় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী। এবার শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

চকরিয়া পালাকাটা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

চকরিয়া পালাকাটা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া পালাকাটা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩। 

মঙ্গলবার (১৫ আগস্ট) এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ খতমে কুরআন, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিন। 

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মীরদাদ হোসেনসহ বিভিন্ন বিষয়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

চকরিয়ার তানজিনুল ইসলাম জাতীয় যুব কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত

চকরিয়ার তানজিনুল ইসলাম জাতীয় যুব কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : 

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় যুব কাউন্সিলের নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন চকরিয়ার বিশিষ্ট যুব সংগঠক মাস্টার মো. তানজিনুল ইসলাম।

তিনি ৭৫ ভোটের মধ্যে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অলি আহমেদ পেয়েছেন ২৭ ভোট। তানজিনুল ইসলাম বর্তমানে চকরিয়া যুব পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে যুব কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ আলম। তিনি পেয়েছেন ৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী অমিয় প্রাপন চক্রবর্তী পেয়েছেন ২৪ ভোট।

শনিবার (২৭ মে) রাজধানীর মতিঝিলে যুব ভবনে সকাল নয়টায় ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোট ২৭টি পদের জন্য অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় যুব কাউন্সিলের ৭৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে দুজন সহ-সভাপতি হয়েছেন মো. তৌহিদুল ইসলাম দীপ (প্রথম, ৫২ ভোট) ও মো. জহির ইকবাল (দ্বিতীয়, ৫০ ভোট), কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন শরবাত হোসেন রুবেল, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার আশা, সমাজকল্যাণ সম্পাদক নিরত বরন চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোছাম্মদ আয়শা সিদ্দিকা, আইসিটি শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. দেলোয়ার হোসেন খান।

যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল হক ও মো. ফরিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুর রহমান এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. রাসেল মোল্যা।

যুব সমাজের প্রতিনিধিত্বকারী এই সরকারি সংগঠন যুব নেতৃত্বের বিকাশ ও যুবকদের চাহিদা সরকারের কাছে তুলে ধরতে কাজ করবে। কমিটি গঠন হলেও কার্যকরী কমিটি গঠন না হওয়ায় এতদিন কাজ করতে পারছিলেন না সদস্যরা।

এরআগে ২০২৩-২৪ সালের কমিটির জন্য গত মার্চে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ৩ এপ্রিল কাউন্সিল গঠনের লক্ষ্যে সাধারণ পরিষদ গঠন করা হয়। ২০২৩-২০২৪ মেয়াদে জাতীয় যুব কাউন্সিল গঠনের জন্য প্রত্যেক জেলা থেকে একজন করে মোট ৬৪ জন, বিশেষ শ্রেনীভুক্ত যুব ৬ জন, অন্যান্য ৫ জনসহ ৭৫ জন সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়।

২০২২ সালের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস-২০২২’ এর উদ্বোধন এবং ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলা-উপজেলায় যুব কাউন্সিল গঠন করা হচ্ছে জানিয়ে বলেছিলেন, এর মাধ্যমে তারা যেন কাজ করতে পারে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ প্রশিক্ষিত যুবশ্রেণি গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। দেশে এখন কত প্রশিক্ষিত যুবক রয়েছেন, তারও একটি ডাটাবেজ তৈরির প্রক্রিয়া চলছে।

শ্রমিক নেতা আমির হোসাইন চকরিয়া পৌরসভা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত

শ্রমিক নেতা আমির হোসাইন চকরিয়া পৌরসভা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় শ্রমিক লীগ চকরিয়া পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ৯নং ওয়ার্ডের কৃতি সন্তান শ্রমবান্ধব সংগঠক বিশিষ্ট শ্রমিক নেতা মো. আমির হোসাইন। 

রোববার (৩০ এপ্রিল) সংগঠনের কক্সবাজার জেলা শাখার আহবায়ক শাহেদুল আলম রানা ও সদস্য সচিব মুহাম্মদ ফয়সাল চৌধুরী স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে চকরিয়া পৌরসভা শাখার ১১সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে তিনি সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। 

শ্রমিক নেতা আমির হোসাইন চকরিয়া উপজেলা রাজমিস্ত্রি ও শ্রমিক একতা সমবায় সমিতি লিমেটেডের সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় এক শুভেচ্ছা বার্তায় মো. আমির হোসাইন কক্সবাজার জেলা শ্রমিক লীগের আহবায়ক শাহেদুল আলম রানা ও সদস্য সচিব মুহাম্মদ ফয়সাল চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ফাতিমা রাঃ বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

রোববার (২৬ মার্চ) সকাল দশটায় মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ক্বেরাত, হামদ-নাত, ইসলামী সংগীত ও দেশের গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এস.এম মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম, ইংরেজি প্রভাষক মোঃ আশরাফুল এহসান, সহকারী শিক্ষক নুরুল কাদের প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ মার্চ) মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা শিবলী নোমান। 

সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, এস.এম হেলাল উদ্দিন ও মাওলানা ছৈয়দুল আলম। 

পরে সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান।

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। 

সোমবার (২জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। 

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 

এসময় উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   


ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন এবং নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ওয়ালী আসিফ ইনানকে। সাদ্দাম ও ইনান দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরআগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তবে ২৪ ডিসেম্বরের আগে কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২২। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ উপলক্ষ্যে খতমে কুরআন, দোয়া মাহফিল, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচলনা করা হয়। 

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস’২২ পালিত হয়েছে। শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৯টায় এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মুজিবুল হক মুজিব। 

এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে চেয়ার খেলায় চেয়ার ও মুরগের লড়াইয়ে মুরগসহ বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদরাসায় মহান বিজয় দিবস উদযাপন

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদরাসায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :  

চকরিয়ার বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এরআগে র‌্যালি কার্যক্রম থেকে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অধ্যক্ষ মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল কাদের টুক্কু। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আশরাফুল এহছান ও ইতিহাস বিভাগের অধ্যাপক আবু উবাইদা। 

এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির হোসাইন। 


চকরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

চকরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২২। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা নোমান শিবলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। 

পরে প্যারেড কমান্ডার চকরিয়া থানার এস.আই রাজীব সরকারের নেতৃত্বে কুচকাওয়াজ পরিচালনায় অনুমতি প্রার্থনা করলে অতিথিবৃন্দ সম্মতি দেন। বাংলাদেশ পুলিশ দিয়ে শুরু হওয়া এ কুচকাওয়াজে অংশগ্রহণ করে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া পালাকাটা উচ্চ বিদালয়সহ পৌর এলাকার সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। কুচকাওয়াজ শেষে পরিবেশিত হয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মনমুগ্ধকর ডিসপ্লে।   

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং বিশেষ করে যাদের অজস্র আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের একটি বাংলাদেশ অর্জিত হয়েছে সে সকল শহীদদের গভীর ও শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

এসময় অতিথি সারিতে চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাপনী অধিবেশনে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়া বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের বিভিন্ন ক্যটাগরির পুরস্কার এবং উপস্থিত অতিথি ও সরকারি দপ্তর প্রতিনিধিদের হাতে আকর্ষণীয় শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বণি, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।