Showing posts with label কক্সবাজার. Show all posts
Showing posts with label কক্সবাজার. Show all posts
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় অভিজাত হোটেল ফ্রেশইন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।

এসময় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি আয়াজ রবি, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, সহ-অর্থ সম্পাদক মাসুম, সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা, মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম, সমাজকল্যাণ সম্পাদক নাসিমা আক্তার, রহিমা বেগম, আরফাত সিকদার, প্রচার সম্পাদক মো. হোসেন সুমন, তথ্য প্রযু্ক্তি সম্পাদক জাফর আলম, সহ-তথ্য প্রযু্ক্তি সম্পাদক ইউছুফ আলী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়েদ আলম কায়সার, টেকনাফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক ফরহাদ, মহেশখালীর এস.এম করিম, আবু বক্কর সিদ্দিকী, উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মো. এম.এ আব্দু সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিতক ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, জাতীয় অর্থনীতি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. ওসমান গণি ইলিসহ বেশ’কজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মুহাম্মদ শাহজাহান

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, মাহে রামাদান মহান আল্লাহ তা'আলার শ্রেষ্ঠ উপহার। রমাদানে মহান আল্লাহ কুরআন নাজিল করেছেন আবার বিজয় ও দিয়েছিলেন। দুনিয়ার জীবনে কোন না কোন ক্ষেত্রে কুরআন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত না করলে পরকালে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই কুরআন পড়ে-বুঝে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসা সকলের দায়িত্ব।

তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। আমাদের মধ্যে চিন্তার ঐক্য নেই। কেউ বলছি ক্ষমতা আগে। আর কেউ সংস্কার আগে। আমাদের মধ্যে দেশ নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান প্রয়োজন। তিনি বলেন, আগ্নেয়গিরির মতো জেগে ওঠা নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সকল কিছুর উর্ধ্বে রেখে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের একটি তারকামানের রেস্টুরেন্টে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, নেজাম ইসলাম পার্টি জেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী। 

প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান আরো বলেছেন, নির্বাচনের পরে সংস্কার চিন্তা করলে নতুন প্রজন্ম যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। শাসন কাঠামোতে মৌলিক কিছু পরিবর্তন অপরিহার্য। 

মানুষের চাহিদা মতো নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব।

দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। 

আগামী নির্বাচনে শতভাগ গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলকে বড় ভূমিকা পালন করতে হবে।  

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ফেসবুকে যৎ সামান্য কাদা ছোড়াছড়ি; লেখালেখি হচ্ছে, সেটা সমাধানযোগ্য। মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। স্বৈরাচারকে কোনভাবে সুযোগ দেওয়া যাবে না। 

জামায়াতের প্রশংসা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে আমাদের সঙ্গে সুন্দর রাজনীতি করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। 


বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি'র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আমাদের জাতীয় ঐক্য দরকার। আগামী অন্তত তিনটি টার্ম একসঙ্গে রাজনীতি না করলে ফ্যাসিবাদ আবার চলে আসতে পারে। অন্ধকারে পড়তে পারে দেশ। এখনো সময় আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 

জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জেএইচএম ইউনুছ।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক ককসু ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর।

পবিত্র কুরআনের দারস পেশ করেন মাওলানা শফিউল হক জিহাদী। 

উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুছা, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জিএএম আশিক উল্লাহ, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক ফরিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 

দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক।

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের কুতুবদিয়া শিবিরের সংবর্ধনা

চকরিয়া টাইমস : 

কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


সাংবাদিকদের সাথে কক্সবাজারের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সাথে কক্সবাজারের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চকরিয়া টাইমস: 

কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীনের যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সোমবার (১০মার্চ) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন।

নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী পিপিএম-সেবা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

মহেশখালী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মহেশখালী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২৫ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ। তিনি সভাপতির বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এসময় মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি, ব্রেকিং দ্যা সাইলেন্স, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া আলোচনা সভায় বক্তারা- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নারীদের ক্ষমতায়ন ও তাদের শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের বাৎসরিক  অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাদের আলোচনায় নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫।

শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পেকুয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। 

পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রক্ল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু তাহের, প্রশিক্ষক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী সংশ্লিষ্ট বিশিষ্টজন।

এসময় ব্র্যাক আইএসইসি প্রজেক্ট পেকুয়ার ফিল্ড টেকনিক্যাল অফিসার বাপ্পী কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুতুবদিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও নারী সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কক্সবাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই

কক্সবাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই

চকরিয়া টাইমস : 

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ মার্চ) সকালে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এতে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। 

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কেউই কিছু জানাতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেন।  


পেকুয়ায় জামায়াতের নেতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

পেকুয়ায় জামায়াতের নেতার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

 চকরিয়া টাইমস: 

পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোহাম্মদ নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টইটং ইউনিয়ন জামায়াতের।
আজ মঙ্গলবার (৪ মার্চ) ইউনিয়ন সভাপতি মাওলানা আনসার উল্লাহ'র সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা জিয়াউল হক শফিকীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা মাওলানা হাসান শরীফ, বারবাকিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলম, পেকুয়া উপজেলা শিবির সভাপতি শাহাদাত মোস্তফা, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা মাহমুদুল হক, টইটংয়ের মাওলানা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা সাকিব হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ নুরুল কবিরের উপর হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। যে বা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ও পূর্ব পরিকল্পিত। সুতরাং, প্রসাশনকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রামু উপজেলা জামায়াতের স্বাগত মিছিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রামু উপজেলা জামায়াতের স্বাগত মিছিল

কক্সবাজার সংবাদদাতা:

কক্সবাজারের রামু উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল বের করেছে নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামায শেষে এ মিছিল মহাসড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু বাস স্টেশনস্থ চৌমুহনী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। পরে তিনি সমাবেশের সভাপতিত্ব করেন।

রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক ও জামায়াত নেতা মুহাম্মদ সোহরাব হোসেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা- সিয়াম সাধনার মাস রমজানে আল্লাহ ভীরুতা অর্জনের আহবান জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল-২০২৫ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। 

খেলায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

“আমরা বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালোবাসি” : কক্সবাজারে ডা. শফিকুর রহমান

“আমরা বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালোবাসি” : কক্সবাজারে ডা. শফিকুর রহমান

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’আলার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ। চাঁদাবাজিকে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়। তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমীরে জামায়াত আরো বলেন, সকল ইসলামী দলকে ঐকব্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা। বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তাছাড়া সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মুছাসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

এসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, কক্সবাজার জেলা বারের চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিচারের পরেই অন্য কাজ : কক্সবাজারে ডা. শফিকুর রহমান

বিচারের পরেই অন্য কাজ : কক্সবাজারে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের এ দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানিনা। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ইসলাম কারো উপর জোর খাটানোর কোন অধিকার রাখেনা। অন্য ধর্মও কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবেনা যদি সেটি ধর্ম হয়ে থাকে। তিনি "আগে বিচার তারপর অন্য কাজ, ধর্ম যার যার, বাংলাদেশ" সবার বলে মন্তব্য করেন।
শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান আরো বলেন, সমাজের মধ্যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিলো। এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধরমের ভাই বোনদের নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেয়া হয়েছিলো, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আর দোষ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর উপর।
ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে, তা সুস্পষ্ট করে নাম ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায় বিচার আমরা আপনাদের হাতে তুলে দেবো। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়।
২৪ এর অভ্যুত্থানকারী প্রজন্মকে সম্মান জানিয়ে আমির বলেন, তোমাদের নেতৃত্বে আমরা ছিলাম। সাড়ে ১৫ বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি। কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। এটাই সত্য কথা। কিন্তু সাড়ে ১৫ বছরের ধারাবাহিকতায় তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটা ফ্যাসিজমের উপর দিয়েছিলো এবং জাতি সফল হয়েছিলো।
আন্দোলনের মাস্টারমাইন্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবী করে৷ আমি মাস্টারমাইন্ড, অমুক ভাই মাস্টারমাইন্ড তমুক নেতা মাস্টারমাইন্ড। মহা পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টারমাইন্ড আমরা বিশ্বাস করিনা।
ডা. শফিক আরো বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেভাবে মাথা উঁচু করে দাঁড়াবো, সেটা ছিলো আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা পূরণ হয়নি। যদি বলি একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবেনা। কিন্তু পূরণ হবার বিশাল প্রত্যাশা মানুষের ছিলো। একটা স্বাধীন বিচার ব্যাবস্থা আমরা এখনো পেলাম না।
নিজ দলের প্রতি অবিচারের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আইনের অঙ্গনে এসে যারা বেআইনী কর্মকাণ্ড করেছেন, প্রধান বিচারপতির দরজায় এসে লাথি দিয়েছিলো, আওয়ামীলীগ তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিলেন। এদের কাছ থেকে বিচার পাওয়া যাবেনা এটাই স্বাভাবিক। তাই অবিচারের শিকার হয়ে আমাদের ১১ জন কলিজার টুকরা শীর্ষ নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আমরা প্রতিশোধে বিশ্বাস করিনা, তবে আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট। সবগুলো খুনের বিচার হতে হবে। বিশেষ করে ২৪ এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার তারপর অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মা কষ্ট পাবে। তিনি ছাত্র জনতাকে স্যালুট জানান। দীর্ঘদিন ধরে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনেজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে পুলিশ বাহিনীকে অনুরোধ জানিয়ে বলেন, ”পুলিশ ভাইদের বলছি বেনেজিরের ফাঁদে পা দিবেন না।” তিনি কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।
তিনি আরাে বলেন, গত আওয়ামী আমলে সারাদেশে জামায়াতের সমস্ত অফিস বন্ধ, নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল করে সর্বশেষ দলকে নিষিদ্ধ করেছিল আল্লাহর অসীম রহমতে ৫ আগষ্ট তারাই নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটাই আল্লাহর বিচার।
দীর্ঘ ১৫ বছর পর বিশাল কর্মী সম্মেলনে একত্রিত হয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সম্মেলনের আগেরদিন রাত থেকে কুতুবদিয়া ও টেকনাফ থেকে প্রচুর নেতাকর্মী ঢুকে পড়ে সম্মেলন স্থলে। এ জনস্রোত লাখ ছাড়িয়ে যায়। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজেছিল পুরো শহর। এ কর্মী সম্মেলনে জেলার ৪ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের জয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন-হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, বান্দরবান জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুস সালাম, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা শফিউল হক জিহাদী, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর, ছাত্রনেতা আব্দুর রহিম নুরী, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল প্রমুখ।
কলাতলী জোন পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা

কলাতলী জোন পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস :

আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কক্সবাজার শহরের কলাতলী জোন পরিবহন শ্রমিক ফেডারেশনের এক প্রস্তুতি সভা জোন সভাপতি এমএ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নূর। সভায় পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমীরে জামায়াতের আগমন: রামু উপজেলার প্রস্তুতি সভা

আমীরে জামায়াতের আগমন: রামু উপজেলার প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস : 

আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে রামু উপজেলার ফতেখাঁরকুল ও খুনিয়া পালং ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন সভাপতি যথাক্রমে সৈয়দ সোহরাব হোসেন ও ফখরুদ্দীন রাজির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন। 

বৈঠকে ইউনিয়ন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আমীরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে রামু উপজেলা থেকে বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত করানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

ঈদগাঁও উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

ঈদগাঁও উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস : 

আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ২৮ জানুয়ারি বিকেলে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলা ব্যাপী উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জামায়াতের প্রতি দেশবাসীর প্রত্যাশা পূরণে আমীরে জামায়াতের এই সফর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। 

বিশেষ করে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনমুখী শিল্প ও কৃষি খাত কে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরতে আমীরে জামায়াতের ৮ তারিখের সফরের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস। তিনি জেলাবাসীকে ৮ তারিখ কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। 

উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে ১ ফেব্রুয়ারি স্বাগত মিছিল করবে শহর জামায়াত

কক্সবাজারে ১ ফেব্রুয়ারি স্বাগত মিছিল করবে শহর জামায়াত

চকরিয়া টাইমস :

আগামী ৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে ১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় হাশেমিয়া মাদ্রাসা মাঠ থেকে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত স্বাগত মিছিল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা কার্যালয়ে এক প্রস্তুতি সভা কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম।

এসময় উপস্থিতি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সদর সেক্রেটারি আজিজুর রহমান, শহর সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রশিদ, কামরুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রস্তুত কক্সবাজারের যুব জামায়াত

প্রস্তুত কক্সবাজারের যুব জামায়াত

চকরিয়া টাইমস :

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে কর্মী সম্মেলন সফল করতে শহর জামায়াত কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহর যুব বিভাগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎শহর যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলাম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মাদ শাকিল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের যুব নেতৃবৃন্দ।
আমীরে জামায়াতের আগমনে কক্সবাজারে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা

আমীরে জামায়াতের আগমনে কক্সবাজারে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস‎:

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রচার ও মিডিয়া উপকমিটির আহবায়ক জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রচার ও মিডিয়া বিভাগের কাজের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের যাবতীয় প্রচারণা করার ক্ষেত্রে উপকমিটির যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, হাসানুর রশীদ, আনছার হোসেন, হুমায়ুন কবির সিকদার, মোস্তফা সরওয়ার, মোহাম্মদ উর রহমান মাসুদ ও ইসলাম মাহমুদ।

শহর যুব বিভাগের প্রস্তুতি সভা:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে কর্মী সম্মেলন সফল করতে শহর জামায়াত কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহর যুব বিভাগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শহর যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলাম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মাদ শাকিল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের যুব নেতৃবৃন্দ।
“৮ ফেব্রুয়ারি জনসমুদ্রে পরিণত হবে কক্সবাজার” : মুহাম্মদ শাহজাহান

“৮ ফেব্রুয়ারি জনসমুদ্রে পরিণত হবে কক্সবাজার” : মুহাম্মদ শাহজাহান

আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা 

বিশেষ প্রতিবেদক: 

আগামী ৮ ফেব্রয়ারি কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষ্যে রোববার (২৬ জানুয়ারি) শহরের রেস্টুরেন্ট মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনের প্রস্তুতি সভায় সার্বিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পর্যটন শহরে আমীরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ। জামায়াতে ইসলামী এখন এদেশের মানুষের  আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আমীরে জামায়াতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘরে ঘরে আমীরে  জামায়াতের আগমন বার্তা পৌঁছাতে হবে। 

একটি সুশৃঙ্খল ও সফল কর্মী সম্মেলন আয়োজনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে অতীতের সকল রেকর্ড অতিক্রম করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি ৮ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন উপলক্ষে জেলাবাসী মিছিলে মিছিলে যোগদান করে সমুদ্র শহর কক্সবাজার জনসমুদ্রে পরিণত হবে ইনশা’আল্লাহ। এ জন্য আমরা কক্সবাজারবাসীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে জনগণের কাছে সমাদৃত। সংগঠনকে পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের উপযোগী করে গড়ে তুলতে আমীরে জামায়াতের অবদান অনস্বীকার্য। তাই কক্সবাজার সফরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। 

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব। তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আপামর জনসাধারণের অভিব্যক্তি ও আকাংখাকে ধারণ করে আগামীদিনের কর্মসূচি ও কর্মনীতি গ্রহণ করা হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রণি ভূমিকা পালন করতে হবে। 

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী মনে করেন, আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা সৃষ্টি করবে। কক্সবাজারবাসী আমীরে জামায়াতকে বরণ করতে মুখিয়ে আছে। তিনি যথাসম্ভব জনদুর্ভোগ সৃষ্টি না করে সুশৃঙ্খলভাবে সম্মেলনে আসা-যাওয়া তথা যাতায়াতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। তিনি ৮ ফেব্রুয়ারি জেলাবাসীর সার্বিক সহযোগিতার পাশাপাশি সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। 

সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি  শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, সদর সেক্রেটারি আজিজুর রহমান, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি নুরুল আজিম, চকরিয়া পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, মহেশখালী দক্ষিণ সেক্রেটারি আবদুর রহিম, টেকনাফ উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী। এসময় জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বায়তুল মাল সেক্রেটারি দিদারুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, এডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইনসহ কয়েক শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম মানবিক নেতা ডা. শফিকুর রহমান কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন। 

এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাজাহান, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুরর রহমানসহ কেন্দ্র ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জেলা কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

কক্সবাজারে অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কক্সবাজারে অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চকরিয়া টাইমস : 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনূর্ধ্ব -১৭ বালক ও বালিকা) ২০২৫।

 তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে কক্সবাজারে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে। 

রোববার (১৯ জানুয়ারী) বিকাল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।  নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে কক্সবাজার জেলার  ৯ উপজেলা ও কক্সবাজার পৌরসভা বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। 

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নিজাম উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াদ মনি। 

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ৯ উপজেলার নির্বাহী অফিসারগণ, ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বালিকা বিভাগের উদ্বোধনী খেলায় ফেভারিট রামু  উপজেলা ৪-০ গোলের বড় ব্যবধানে মহেশখালী উপজেলাকে হারিয়ে উড়ন্ত  সূচনা করেছে। রামুর ১০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার  তাহমিনা ম্যাচে অনবদ্য হ্যাট্রিক করে। দলের হয়ে অন্য গোলটি করে ঈশিতা।

অপরদিকে বালকে রামু উপজেলাকে ২-০ গোলে হারিয়ে মেয়েদের হারের প্রতিশোধ নিয়েছে মহেশখালীর ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করে নাম্বার নাইন ইমন।