Showing posts with label আইন-আদালত-শৃংখলা. Show all posts
Showing posts with label আইন-আদালত-শৃংখলা. Show all posts
চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

চকরিয়া থানার সাবেক ওসি রনজিত বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া থানার সাবেক সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া এখন সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার 

(২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।   

চৌকস পুলিশ কর্মকর্তা ওসি রনজিত বড়ুয়া কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানা, কক্সবাজার মডেল থানা, চকরিয়া থানা, ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এপিবিএন ঢাকাসহ সর্বশেষ ঢাকা গোয়েন্দা বিভাগে ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উল্লেখিত সংশ্লিষ্ট স্টেশনগুলোতে দায়িত্বশীল অভিযানে প্রশংসার সহিত দৃশ্যমান সফলতাও লাভ করেন।

এদিকে চকরিয়া থানার সাবেক সফল ওসি রনজিত কুমার বড়ুয়া সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় চকরিয়া উপজেলার বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এসব শুভেচ্ছা বার্তায় পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়ার কর্মময় জীবনের সার্বিক সফলতা ও সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।

ট্রাফিক সার্জেন্ট নাসির উদ্দিন সরকার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মনোনীত

ট্রাফিক সার্জেন্ট নাসির উদ্দিন সরকার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মনোনীত

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মনোনীত হয়েছেন চকরিয়া পৌরশহরের যানজট নিরসনে নিরলস ভূমিকা পালন করায় চৌকস পুলিশ অফিসার ট্রাফিক সার্জেন্ট নাসির উদ্দিন সরকার। 

ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তার হাতে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। 

রোববার (১২ ফেব্রুয়ারি) জেলায় অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে জানুয়ারি মাসের ট্রাফিক ব্যবস্থাপনায় যথাযথ দায়িত্ব পালন করায় নাসির উদ্দিন সরকারকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে মনোনীত করে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়া এডভোকেট'স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চকরিয়া এডভোকেট'স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশন বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ চকরিয়া আদালত ভবন সংলগ্ন এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারি) আইনজীবী ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ, জেলা প্রতিনিধি পদে এডভোকেট আশিকুল বছির নকিব, সদস্য পদে এডভোকেট মঈন উদ্দিন, এডভোকেট মো. গিয়াস উদ্দিন ও এডভোকেট মো. আমিনুল এহেছান নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এডভোকেট আলহাজ্ব মো. ওমর ফারুক ও মোঃ নুরুল আলম নিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক পদে শেখ শাহজাহান হোসাইন ও আপ্যায়ন সম্পাদক পদে মো. নজরুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মো. আবু ছালেহ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট আরমান হোসাইন ও এডভোকেট  মো. সুজা উদ্দিন দায়িত্ব পালন করেন।