চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, চকরিয়া উপজেলার ছিটমহল খ্যাত বমুবিলছড়ি একটি অবহেলিত ইউনিয়ন, রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে। বিশেষ করে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো ঢেলে সাজানো দরকার। এভাবে করে পুরো দেশকে সাজানোর কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, লামা উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম , উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হাসানসহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 comments: