চকরিয়া টাইমস:
চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসল করতে নেমে উপজেলা কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ী ব্রিজের নিচে মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয় মো. মাসুদ (৬) ও হুজাইফা তারান্নুম (৪) নামে দুই শিশুর লাশ। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। শিশু মাসুদ ওই এলাকার রাশেদের ছেলে এবং হুজাইফা তারান্নুম প্রবাসী মোঃ ছাবেরের মেয়ে।
অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ২৭বছর বয়সী যুবক মোঃ কাইয়ুমের লাশ উদ্ধার করা হয়েছে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে। তিনি মঙ্গলবার দুপুর থেকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাৎক্ষণিক তার পরিচয় অনিশ্চিয়তায় অজ্ঞাত হিসেবে লাশের সন্ধানে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা। মোঃ কাইয়ুম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকার মৃত নুরুচ সোবহান তহশীলদারের ছেলে।
বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রশাসন ও স্থানীয় লোকজন মাতামুহুরী নদী থেকে দুই শিশুসহ পৃথক ৩টি লাশ উদ্ধার করে।
এদিকে মাতামুহুরী নদী থেকে শিশুসহ তিনটি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।
0 comments: