দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

চকরিয়া টাইমস : চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার (৫০ বছর) পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ এপ্রিল) মাদ্রাসার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি মাদরাসা প্রাঙ্গন থেকে শুরু করে স্টেশন হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিন।
বনবিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোর্শেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসেন।
তিনি দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মাদরাসার শিক্ষা গুণগত মান উন্নত করতে হবে, আরবি, বাংলা-ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ পরিচালনায় অবদান রাখতে হবে। তিনি হামেদিয়া দাখিল মাদরাসার গরীব ও মেধাবী অন্তত ১৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী অর্থবছরে একটি একাডেমিক ভবন বরাদ্দের চেষ্টা করা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) রকিব উর রাজা ও চকরিয়া থানার ওসি মোহম্মদ শফিকুল ইসলাম। এরআগে সকালের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শীর্ষ মুখপাত্র আবু সাদেক কায়েম। এছাড়া মাদরাসা প্রতিষ্ঠার ১৯৭৫সাল থেকে বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় মাদরাসা সুপার মাওলানা নুরুল আলম, সহ-সুপার মাওলানা আবুল বাশারসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয় হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: