“দুর্ঘটনা রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হোক” : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অব্যাহতভাবে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধকল্পে মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখা। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে কয়েক হাজার জনসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জননেতা কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটক ও দর্শনার্থীরা প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে। তাছাড়া এ সড়ক দিয়ে রয়েছে কক্সবাজার কেন্দ্রিক দেশের মানুষের যাতায়াত। কিন্ত ঈদের দিন থেকে শুরু করে গত কয়েক দিনে বেশকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনায় শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ১৪জন মানুষ মারা যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিষাদে পরিণত হয়েছে মানুষের ঈদ আনন্দের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার শংকায় ম্লান হতে চলেছে ঈদ উৎসব। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। অবিলম্বে পর্যটন নগরী কক্সবাজারবাসীর পক্ষ থেকে দুর্ঘটনা রোধকল্পে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি ৬লেনে উন্নীত করার জোর দাবি জানাচ্ছি। 

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ, বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলাম ও ফাঁসিয়াখালী হেল্প সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী।

এসময় উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি এইচ.এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলী ইউনিয়নের সহ-সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন, এমইউপি বাবুল আহমদসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: