চকরিয়া টাইমস:
চকরিয়ায় অসংক্রামক রোগ প্রতিরোধে উপজেলার মসজিদসমূহে প্রচারণা চালানো হয়েছে। বিভিন্ন মসজিদে দায়িত্বপ্রাপ্ত প্রায় ৩৫০ জন ইমামের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
চকরিয়ায় স্বাস্থ্য-২ কর্মসূচি (এনসিডিসি) বাস্তবায়ন কৌশল নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম/অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নিরাময় লক্ষে শেড ফাউন্ডেশন ও বাডাস এর সহযোগীতায় সিভিল সার্জন, কক্সবাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চকরিয়ার প্রতিটি জুমা মসজিদে লিখিত বার্তাসমুহ প্রচার করা হয়। এতে সম্মানিত (সকল) ইমাম, এনসিডিসি রোগ নিয়ন্ত্রন ও জাইকা স্বাস্থ্য-২ কর্মসুচির মাধ্যমে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনার জাতীয় প্রোটোকল বাস্তবায়নে সকলের অংশগ্রহণের আহব্বান করেন। উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট চকরিয়া এলাকার ৪৬টি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দ্বিতীয় তলায়) এনসিডি কর্ণারে প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার সম্পুর্ণ ফ্রি সেবা ও ঔষধ দেয়া হচ্ছে।
এছাড়াও প্রতিরোধ ব্যবস্থাপনায় বলা হচ্ছে; (১) অতিরিক্ত ও পাতে আলগা লবন খাবেন না। (২) শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। (৩) শাকসব্জি ও ফলমূল বেশি খান। (৪) নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। (৫) নিযমিত রক্তচাপ মাপুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করুন। (৬) তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। (৭) চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ পরিবর্তন বা সেবন বন্ধ করবেন না। এছাড়াও চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে ৪৬টি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সময়ে ক্যাম্পেইনের মাধ্যমে স্ক্রিনিং করে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারে রেফার করা হচ্ছে।
0 comments: