উখিয়া জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
চকরিয়া টাইমস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম হলে ঈদ আনন্দ পূর্ণতা লাভ করবে। যে সমাজে এখনো অভাবী মানুষের মিছিল, যে সমাজে এখনো মানুষ অসচ্ছলতার কারণে ভালো খাবার খেতে পারে না, মানসম্মত জামা পড়তে পারে না, সন্তানের মুখে হাসি ফোটাতে পারে না সে সমাজে ঈদের আনন্দ এক নির্মম পরিহাস ছাড়া আর কিছুই নয়। মানব রচিত মতবাদ মানুষ কে সত্যিকারের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি দিতে পারেনি। বরং বিশ্বকে বারংবার ক্ষুধা-দারিদ্র্য, যুদ্ধ-বিগ্রহ দিয়ে বিষিয়ে তুলেছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কুরআনের বিধানের দিকে ফিরে আসবে। সমাজের সর্বত্র আল্লাহভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। আল্লাহর বিধানের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলেই আল্লাহর ওয়াদা অনুযায়ী জমিনের অধিবাসীর উপর রহমত, বরকত ও উন্নয়নের ফল্গুধারা প্রবাহিত হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের স্বপ্ন দেখে। যেখানে মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করবে। নির্মল আনন্দ ও অকৃত্রিম ভালোবাসা অন্তরে অন্তরে ছড়িয়ে যাবে।
বুধবার (২ এপ্রিল) উখিয়া উপজেলা জামায়াতে উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
0 comments: