চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার মগবাজার স্টেশনে উদ্বোধন করা হয়েছে সবধরনের ক্রোকারিজ পণ্যের আস্থা ও নির্ভরযোগ্য রুচিশীল বিপণন প্রতিষ্ঠান "স্মার্ট কিচেন এন্ড ক্রোকরিজ"।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক চকরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির ও ইসলামি ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা মুছা ইবনে হোসাইন বিপ্লব৷
এসময় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্মার্ট কিচেন এন্ড ক্রোকারিজে সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী রাইচ কোকার, প্রেসার কোকার, ফ্রাইফেন, কড়াই, ব্লেন্ডার, আইরন, কেতলি, চুলা, ডিনার সেট, গিফট আইটেমসহ সকল উন্নত মানের ক্রোকারিজ সামগ্রী পাওয়া যাবে।
0 comments: