চকরিয়া টাইমস :
জাতীয় নাগরিক কমিটি চকরিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, সম্প্রীতির সুন্দর চকরিয়া গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। এ জন্য প্রয়োজন পারস্পারিক সৌহার্দপূর্ণ আচরণ। মাহে রমযান আমাদেরকে দৈনন্দিন জীবনে সেই সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করার শিক্ষা দেয়।
মঙ্গলবার (১৮ মার্চ) চকরিয়া পৌরসভা বাংলাদেশ গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দীন খালেদ।
বিশেষ অতিথি ছিলেন পালাকাটা দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি এহসানুল হক নঈমী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আযম ও চকরিয়া শাহ জোহাদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মুফতি মহিউদ্দিন।
গাউছিয়া কমিটি বাংলাদেশ চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নোমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানা প্রতিনিধি খাইরুল হাসান, জয়নব শাকিল সানি ও সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
0 comments: