চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে বর্তমান প্রবাসী, সাবেক প্রবাসী, প্রবাসী পরিবারসহ সাধারণ দুঃস্হদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ এবং ইফতার পার্টি  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ-২৫) চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পার্টি ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসহাক।

প্রবাসী ফোরামের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, থানার সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, চকরিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা ছাবের আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ঈসা, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, শারজাহ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রবাসী ফোরামের নেতা হেলাল উদ্দিন, নুরুল আমিন মোন্না, মোঃ হাসান প্রমূখ।

অনুষ্ঠান শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী ফোরাম সোসাইটির সহ-সভাপতি হায়দার আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় প্রবাসী ফোরাম সোসাইটির পক্ষ থেকে মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ নির্দেশনা ও কার্যক্রমঃ

মহান সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক সকল আমিরাত প্রাবসীদের ঐক্যবদ্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন তৈরির লক্ষ্যে একতা, সততা, মানবতা, জবাবদিহিতা ও সর্বোপরি প্রবাসীদের জীবন মান উন্নয়ন অর্থনৈতিক ভাবে স্বামলম্বী ও সচ্ছলতা নিশ্চিত করতে বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গের সু-পরামর্শে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে, একটি সম্পূর্ন অরাজনৈতিক ও প্রবাসী সেবা মূলক সংগঠন চকরিয়ায় প্রবাসী ফােরাম সোসাইটি নামে প্রবাসী সংগঠনটি অগ্রযাত্রা শুরু করে।

প্রবাসী ফোরাম সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য

১. সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানরত ও সাবেক আমিরাত প্রবাসীদের এক্যবন্ধ করে একই প্লাটফর্মে নিয়ে এসে সবার মাঝে নিরবিচ্ছিন্ন সেতুবন্ধন রচনা করা

২. দেশে ও দেশের বাইরে চকরিয়া উপজেলার সকল প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সঠিক দিক নির্দেশনা প্রদান করা।

৩. চকরিয়ান সকল প্রবাসী ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সব ধরনের বৈধ স্বার্থ সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতা প্রদান করা।

৪. গরীর ও অসহায় পরিবারের মাঝে সময় উপযোগী সহায়তা প্রদান করা। (যেমন-শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদের উপহার ও দূর্যোগপূর্ণ এলাকায় ত্রান বিতরণ ইত্যাদি)

৫. শিক্ষার ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সমসাময়িক উদ্যোগ গ্রহণ করা। (যেমন: প্রবাসী মর্ডাণ স্কুল, স্কুল, কলেজ, আধুনিক মান সম্পন্ন হাসপাতাল ইত্যাদি)

৬. আধুনিক চকরিয়া বির্ণিমানে অগ্রনী ভূমিকা পালন করা।

৭. প্রবাস ফেরত সদস্যদের জন্য কর্ম সংস্থান সৃষ্ঠির লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করা।

৮. বৈদেশিক যে কোন বৈধ সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: