চকরিয়া টাইমস :
"অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় একাধিক কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স এর ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউছুফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক কে.এম নাছির উদ্দিন।
এসময় উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, আইএসইসি প্রজেক্ট জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, স্বপ্না রাজবংশী ও আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
0 comments: