ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে : শ্রমিক নেতা রুহুল কাদের

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন। ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । তিনি আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং  শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ( ১৮ মার্চ) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক ও উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: