চকরিয়া টাইমস:
চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী।
এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
0 comments: