চকরিয়া টাইমস :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর খুশির ক্ষণ পবিত্র ঈদুল ফিতর সমাগত। এবারের ঈদুল ফিতর জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদি শাসনের কবলে পড়ে দেশের মানুষ সত্যিকারের ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি। তাই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এবারের প্রথম হোক সকলের জন্য শান্তি -স্বস্তি, নিরাপদ ও আনন্দময়।
নেতৃদ্বয় আরো বলেন, মাহে রমাদান আমাদের কে এক মাস আত্নগঠন, সহমর্মিতা প্রদর্শন, চরিত্র সংশোধন এবং তাকওয়া অর্জনের পথে চালিত করেছে। রমাদানের এই শিক্ষা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিফলিত হলে বাংলাদেশ একটি শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতি চিরতরের জন্য দূরীভূত হবে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক প্রভাব পড়বে। মহান আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন। ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বিশ্বাসী হৃদয়ে। ঈদ মোবারক। (প্রেস বিজ্ঞপ্তি, ২৯ মার্চ ২০২৫)
0 comments: