চকরিয়া টাইমস:
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ স্লোগানকে ধারণ করে পথচলা শুরু করা বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল চকরিয়া পৌরশহরের ইটালিয়া রুফটপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সহ- সেক্রেটারি ডাঃ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, সেক্রেটারি শাহেদুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ মিসবাহ, অডিট কমিটি তারিকুল ইসলাম বাদশা, মিজানুর রহমান, এভারগ্রীন হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ) ডাঃ তাহমিদুল ইসলাম, সিনিয়র সদস্য মাস্টার মোহাম্মদ মোকাদ্দেস ও মোহাম্মদ মিনার।
সভায় বক্তারা- ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আশাব্যঞ্জক তথ্য উপস্থাপনের মাধ্যমে এর কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যমত পোষণ করেন। এছাড়া চলতি বছরের বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫০হাজার বনজ চারাগাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ গ্রীণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এসময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য কাজী মাওলানা জমির উদ্দিন।
0 comments: