চকরিয়া টাইমস :
চকরিয়ার ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান।
এতে বিশেষ অতিথি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, উপদেষ্টা কামাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ নোমান (আপেল), সাঈদ হোসেন প্রমুখ। এসময় দেশ অবস্থানরত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে হতদরিদ্র অসহায় দেশড় পরিবারের মাঝে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” তুলে দেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ।
0 comments: