চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন ষড়যন্ত্র ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশা’আল্লাহ। বদরের প্রান্তরে রাসূল (সা:) বিপুল সংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো, কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা এবং জুলাই ২৪ অভূথানে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন আরমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মোজাম্মেল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমান, মাস্টার রিদওয়ানুল হক, আবদুল হাকিম, আবদুল আজিজ, মেম্বার আবদুল আওয়াল, মাওলানা সিরাজুল হক, মাওলানা এনামুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ ইব্রাহিম।
এসময় অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, মাওলানা রেজাউল করিম আরমান, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, হাজী আবদুল গফুর, উপাধ্যক্ষ মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা রহমতুচ্ছালাম, মাওলানা মোফাজ্জল আহমদ, হাফেজ নুরুল আবছার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ছৈয়দ হোছাইনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আবদুর রহমান বলেন, বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিন জীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।
0 comments: