নিজস্ব প্রতিবেদক :
“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫।
শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পেকুয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রক্ল্প বাস্তবায়ক কর্মকর্তা আবু তাহের, প্রশিক্ষক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী সংশ্লিষ্ট বিশিষ্টজন।
এসময় ব্র্যাক আইএসইসি প্রজেক্ট পেকুয়ার ফিল্ড টেকনিক্যাল অফিসার বাপ্পী কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের কর্মকর্তাসহ সহযোগি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও নারী সমাজের সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুতুবদিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও নারী সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
0 comments: