নিজস্ব প্রতিবেদক :
মহেশখালী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মহেশখালী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২৫ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ। তিনি সভাপতির বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
এসময় মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি, ব্রেকিং দ্যা সাইলেন্স, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় বক্তারা- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নারীদের ক্ষমতায়ন ও তাদের শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের বাৎসরিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাদের আলোচনায় নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
0 comments: