ফাঁসিয়াখালীর ৮নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
চকরিয়া টাইমস : চকরিয়ার ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) গাবতলি স্টেশন চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮নং ওয়ার্ড সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগানোর মাধ্যমে তাকওয়াভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম।
এতে বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাষ্টার এনামুল হক, সহ-সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি এইচ এম এরশাদ ও বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ আহমদ।
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি নবিউল হোছাইন মাহিন, যুববিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ নোমান, সেক্রেটারী হামিদ হোছাইন, ৭নং ওয়ার্ড সভাপতি প্রফেসর আমিনুল হক , নুরুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: