বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড এমারত শাখার হাজিয়ান ইউনিটের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শফিউল হক জিহাদী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা'র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা মোহাম্মদ মকছুদ আহমদ।
এসময় স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: