চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল
চকরিয়া টাইমস : কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ বলেছেন, মাহে রমযান আমাদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শিক্ষা দেয়। প্রতিবছর আমরা রমযান পালন করি। আমাদের কাছে রোজাভিত্তিক আমল নাই, নামাযভিত্তিক আমল নাই; আমাদেরকে আমলদার হতে হবে।
তিনি বলেন, রোজাও রাখি-নামাযও পড়ি, অনিয়মও সাথে সাথে করি। রোজা নামাযের পাশাপাশি অন্যায় ও অনিয়মের সাংবাদিকতাও করে যাচ্ছি। আমরা মিথ্যা ছাড়তে পারছিনা; সুযোগ পেলেই একে অপরের পরনিন্দা ও গীবত চর্চায় ব্যস্ত সময় পার করছি। এসব পরিহার করার মাধ্যমে পরিত্রাণ পেতে নিজের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। রোজার শিক্ষা হলো আল্লাহকে ভয় করে মিথ্যা, পরনিন্দা ও গীবত চর্চার মতো সকল গর্হিত কাজ হতে বিরত থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ জীবনই মুমিম বান্দাকে তাকওয়া অর্জনের পথে ধাবিত করে। পেশাগত জীবনে নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা তাকওয়ার অন্তরায়। তাই দেশ ও দশের কল্যাণে দলাদলি পরিহার করে সকলে ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আদর্শ ও সঠিক সাংবাদিকতা চর্চায় মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
রোববার (২৩ মার্চ) চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে চকরিয়া থানা রোডস্থ পশু হাসপাতালের সামনে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও চকরিয়া থানার ওসির প্রতিনিধি উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাবুল মিয়া।
এসময় চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক লায়ন এম. রায়হান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহুর, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি এইচ.এম রুহুল কাদের, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক যুগযুগান্তরের প্রতিনিধি ফরিদুল আলম বাবুল, দৈনিক আমাদের সংগ্রামের প্রতিনিধি আরফান উদ্দিন, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. রিদুয়ানুল হক, দৈনিক বায়েজীদের প্রতিনিধি মো. আরফাত সানি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাগর রায়হান শরীফসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: