চকরিয়া টাইমস:
পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোহাম্মদ নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টইটং ইউনিয়ন জামায়াতের।
আজ মঙ্গলবার (৪ মার্চ) ইউনিয়ন সভাপতি মাওলানা আনসার উল্লাহ'র সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা জিয়াউল হক শফিকীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা মাওলানা হাসান শরীফ, বারবাকিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলম, পেকুয়া উপজেলা শিবির সভাপতি শাহাদাত মোস্তফা, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা মাহমুদুল হক, টইটংয়ের মাওলানা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা সাকিব হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ নুরুল কবিরের উপর হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। যে বা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ও পূর্ব পরিকল্পিত। সুতরাং, প্রসাশনকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
0 comments: