ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসায় স্কিলফো পাইলট প্রকল্পের ওয়ার্কশপ

চকরিয়া টাইমস:

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় চকরিয়ার ডুলাহাজারায় স্কিলফো পাইলট প্রকল্পের এমসিপিদের রিভিও ওয়ার্কশপ সোমবার (২৪ফেব্রুয়ারী'২০২৫) ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা সুপার মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ও স্কিলফো পাইলট প্রকল্পের কোর্স কো-অডিনেটর রবিউল ইসলাম ও ইউনিসেফ স্কিলফো পাইলট প্রকল্পের ডোনার আসাদুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনসহ সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য এমসিপি (ব্যাবসায়ী) ও বিভিন্ন ক্যটাগরীর ব্যাক্তিবর্গ।

স্কিলফো পাইলট প্রকল্পের (এফএমএ) ফরহাদ পিয়ারুর সঞ্চালনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অত্র প্রকল্পে ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ, বেকারত্ব দূরীকরণ, মাদক, জুয়া, ইভটিজিং চুরি ও ছিনতাই থেকে বিরত রাখতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখবে।

স্কিলফো পাইলট প্রকল্পের ছয় মাসব্যাপী কারিগরী বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণসহ উপানুষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে সুদক্ষ জনশক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, বাস্তবায়িত প্রকল্পটি চলমান থাকলে আগামী দিনের কিশোর কিশোরীরা অনৈতিক কাজ থেকে বিরত থেকে নিজ নিজ যে দক্ষতা অর্জন করেছে; তা দিয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তাছাড়া এ প্রকল্পের আওতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের সাক্ষরতা নিশ্চিত ও কারিগরী শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ছয় মাস ব্যাপী বিনামূল্যে ট্রেনিং শেষে এককালীন তাদেরকে প্রতিজন ১৫ হাজার টাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: