চকরিয়ার ৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
চকরিয়া টাইমস: চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় ক্যামব্রিয়ান স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
তিনি ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বলেন- মহান আল্লাহ তা’আলা রহমত, মাগফিরাত ও নাযাতের মাস মাহে রমযান আমরা মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন বলে পবিত্র কুরআনে স্পষ্ট করেছেন। যাতে করে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারি।
পানাহার থেকে শুরু করে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারে অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করার অর্থই হচ্ছে ‘তাকওয়া’। মাহে রমযান আমাদেরকে সেই তাকওয়াপূর্ণ জীবন গঠনের শিক্ষা দেয়। তিনি- ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনাসহ সকল ক্ষেত্রে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জননেতা মো. আরিফুল কবির। অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. শওকত আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ নূরী ও ছাত্রনেতা নুরুল ইসলাম।
এসময় চকরিয়া পৌরসভার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, ৮নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর সৈয়দ আলম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: