চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর ইছালে সওয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার (১৪মার্চ) মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। 

এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী। 

বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, বাঁশ সরবরাহ সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগি মো. শওকত আলম ও মরহুম ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউল করিম। 

এসময় এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনসহ মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে কবরবাসী ও প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজম জিহাদী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: