চকরিয়া টাইমস:
প্রকৃত ঘটনা হচ্ছে , মহিউদ্দিন ও আমি মালয়েশিয়াতে একই কোম্পানিতে চাকরি করতাম, এবং তিনি ভিন্ন বাসায় থাকতেন। গত ১২ মার্চ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মালয়েশিয়ান পুলিশ (ভিসা ছাড়া) অবৈধভাবে বসবাস করার অপরাধে তাকে আটক করে। পরবর্তী আটকের ২-৩ ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসনের কাছে জরিমানা দিয়ে মহিউদ্দিনকে মুক্ত করে আত্মীয়রা । পরবর্তী চাকরিরত কোম্পানিতে কাজ করতে গেলে পুলিশের অভিযোগের কারণে কোম্পানি আর চাকরিতে গ্রহণ করেনি ।
উক্ত চাকরিচ্যুতির ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হয়েযছে। মহিউদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত নানাধরণের হুমকি দিয়ে আসছে।
আমার পরিবার মহিউদ্দিনের পিতার সাথে যোগাযোগ করা হলে; তিনি পুলিশের কাছে জরিমানা দিয়ে মুক্ত হয়েছে বলে মুঠোফোনে শিকার করেন। যাহা আমাদের কাছে রেকর্ড সংরক্ষণ আছে । অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। কুচক্রী মহলের ইন্ধনে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে সামাজিকভাবে মানক্ষুন্ন করতে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। তাই মিথ্যা ও বানোয়াট সংবাদে আমার পরিবার ও এলাকার সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
আব্দুল হামিদ, (মালয়েশিয়া প্রবাসী)
ছাইরাখালী,৯নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া।
0 comments: