প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চকরিয়া টাইমস: 

"চকরিয়ার মহিউদ্দিনকে মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপন দাবি করে মানবপ্রাচারকারী চক্রের মূল হোতা হামিদ" শিরোনামে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে । আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

প্রকৃত ঘটনা হচ্ছে , মহিউদ্দিন ও আমি মালয়েশিয়াতে একই কোম্পানিতে চাকরি করতাম, এবং তিনি ভিন্ন বাসায় থাকতেন। গত ১২ মার্চ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মালয়েশিয়ান পুলিশ (ভিসা ছাড়া) অবৈধভাবে বসবাস করার অপরাধে তাকে আটক করে। পরবর্তী আটকের ২-৩ ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসনের কাছে জরিমানা দিয়ে মহিউদ্দিনকে মুক্ত করে আত্মীয়রা । পরবর্তী চাকরিরত কোম্পানিতে কাজ করতে গেলে পুলিশের অভিযোগের কারণে কোম্পানি আর চাকরিতে গ্রহণ করেনি । 

উক্ত চাকরিচ্যুতির ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হয়েযছে। মহিউদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত নানাধরণের হুমকি দিয়ে আসছে। 

আমার পরিবার মহিউদ্দিনের পিতার সাথে যোগাযোগ করা হলে; তিনি পুলিশের কাছে জরিমানা দিয়ে মুক্ত হয়েছে বলে মুঠোফোনে শিকার করেন। যাহা আমাদের কাছে রেকর্ড সংরক্ষণ আছে । অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। কুচক্রী মহলের ইন্ধনে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে সামাজিকভাবে মানক্ষুন্ন করতে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। তাই মিথ্যা ও বানোয়াট সংবাদে আমার পরিবার ও এলাকার সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।


প্রতিবাদকারী:

আব্দুল হামিদ, (মালয়েশিয়া প্রবাসী)

ছাইরাখালী,৯নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: