চকরিয়া টাইমস:
চকরিয়ার বুড়িপুকুর মাছঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
রোববার (৯ মার্চ) বিকাল পাঁচটায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ছুটে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়ার জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন।
প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নূরুন্নবী, পেশাজীবী সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শিল্পী শোয়াইব বিন হাবিব, সেক্রেটারি কফিল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্চের শুরুতে প্রথম রমযান উপজেলার বুড়িপুকুর মাছঘাট স্টেশনস্থ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় মসজিদের বারান্দাসহ ৭টি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তন্মধ্যে রয়েছে- চিত্ত কর্মকারের মালিকানাধীন কামারের দোকান, আবুল কালামের মালিকানাধীন মুরগির দোকান, শাহেদের মালিকানাধীন ভাতঘর, আমিন ডাক্তারের মালিকানাধীন ফার্মেসি, মাহমুদুল হকের মালিকানাধীন চায়ের দোকান, রানার মালিকানাধীন টেইলার্স, এনাম মিকারের দোকান ও পাশ^বর্তী মসজিদের আংশিক বারান্দা।
0 comments: