কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের রামু উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল বের করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামায শেষে এ মিছিল মহাসড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু বাস স্টেশনস্থ চৌমুহনী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। পরে তিনি সমাবেশের সভাপতিত্ব করেন।
রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক ও জামায়াত নেতা মুহাম্মদ সোহরাব হোসেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা- সিয়াম সাধনার মাস রমজানে আল্লাহ ভীরুতা অর্জনের আহবান জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
0 comments: