চকরিয়া টাইমস :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী । গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাযের পর পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথা এলাকার সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে । সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না । আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন । রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
0 comments: