চকরিয়া টাইমস :
চকরিয়ার সড়ক দুর্ঘটনায় মারা গেছে মুহাম্মদ জিসান নামের মোটরসাইকেল আরোহী আলীকদমের প্রবাসী এক তরুণ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নলবিলা ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় গ্রীণলাইন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী জিসান আলীকদম আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীর বাড়ি আলীকদম। তারা দুইটি মোটরসাইকেল যোগে ৪জন আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে চালানো কক্সবাজারমুখী গ্রীণলাইন বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে; ঘটনাস্থলে জিসান প্রাণ হারায়।
0 comments: